-
আমি শুক্রবার দিন ট্রেড করি না এর কারন হল নিজে দেখেছি অনেকেই এই দিন এ অনেক লস করেছেন ফরেক্স মার্কেট থেকে এটাকে অনেকে ফরেক্স এর জন্য ব্লাক ডে বলেও থাকেন । আমি মনে করি ঝুঁকি বেশী নিয়ে লস করার থেকে না করাই অনেক ভাল। শুক্রবার মার্কেট অনেক বেশি আনপ্রেডিক্টেবল থাকে বলে আমি ট্রেডিং বন্ধ রাখি। এবং সোমবার নতুন করে ট্রেডিং শুরু করি।
-
যেদিন হতে ফরেক্স মার্কেট খোলা থাকে সেদিন থেকেই আমি এই মার্কেটে ট্রেড করে থাকি আর হ্যা আমি শুক্রবারে অবশ্যই ট্রেড করে থাকি। কারণ সেদিন অনেক বড় বড় নিউজ পাবলিশ হয় যার প্রেক্ষিতে খুব সহজেই অল্প সময়ের মধ্যে মুনাফা নিয়ে মার্কেট হতে বের হওয়া যায়। তবে যাদের এই ব্যবসার সম্পর্কে জ্ঞান কম আছে তাদের জন্য শুক্রবার খুব ঝুকিপূর্ণ হয়ে যেতে পারে। তাই এইদিন খুব সাবধানতার সহিত ট্রেড করতে হয় আর প্রতিটি ট্রেডে অবশ্যই স্টপলস ব্যবহার করেই ট্রেড করতে হয়।
-
আমি শুক্রবার ট্রেড করি। আমি প্রতিদিন ট্রেড করি।কারণ ট্রেড প্রতিদিন করাটাই ভালো। কারণ কবে যে ভালো ব্যবসা হবে কা কেউ বলতে পারেনা। তাই আমি প্রতিদিন ফরেক্স ট্রেডিং করে থাকি।আমাকে ফরেক্স ট্রেডিং করতে অনেক ভালোলাগে।
-
ভাই ফরেক্স ট্রেডিং হলো একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এবং এখানে সপ্তাহে পাঁচ দিনচব্বিশ ঘণ্টাই ট্রেড করা যায়। এখানে শুধু শুক্রবার নয় আপনি পাচ দিনের যেকোনো দিনই ট্রেড করতে পারেন। তবে এখানে শুক্রবার অনেক সময় বড়ো ধরনের নিউজ প্রকাশিত হয় তখন মার্কেট অনেক বেশি আপ-ডাউন হয়ে থাকে তবে সেটা সব শুক্রবার নয়। বিশেষ করে মাসের শুরুর দিকে এমন টা হয়ে থাকে আমি এখন পর্যন্ত তাই দেখেছি। তাই আপনি এনালাইসিস করে এবং মানিম্যানেজমেন্ট ফলো করে এই পাচ দিনের যেকোনোদিনই ট্রেড করতে পারেন। ধন্যবাদ
-
আমি ফরেক্স ট্রেডিং মার্কেট এ একদম নতুন তাই আমি শুক্রবার ট্রেড করি। আমি প্রতিদিন ট্রেড করি।কারণ ট্রেড প্রতিদিন করাটাই ভালো। কারণ কবে যে ভালো ব্যবসা হবে কা কেউ বলতে পারেনা। তাই আমি প্রতিদিন ফরেক্স ট্রেডিং করে অনুশীলন করি ।আমাকে ফরেক্স ট্রেডিং করতে অনেক ভালোলাগে।ভাই ফরেক্স ট্রেডিং হলো একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এবং এখানে সপ্তাহে পাঁচ দিনচব্বিশ ঘণ্টাই ট্রেড করা যায়। এখানে শুধু শুক্রবার নয় আপনি পাচ দিনের যেকোনো দিনই ট্রেড করতে পারেন। তবে এখানে শুক্রবার অনেক সময় বড়ো ধরনের নিউজ প্রকাশিত হয় তখন মার্কেট অনেক বেশি আপ-ডাউন হয়ে থাকে তবে সেটা সব শুক্রবার নয়। বিশেষ করে মাসের শুরুর দিকে এমন টা হয়ে থাকে আমি এখন পর্যন্ত তাই দেখেছি। তাই আপনি এনালাইসিস করে এবং মানিম্যানেজমেন্ট ফলো করে এই পাচ দিনের যেকোনোদিনই ট্রেড করতে পারেন।তাই বেশি বেশি অনুশীলন করে আমার দক্ষতা বাড়ানোর চেষ্টা করতেছি।
-
আমি বেশির ভাগ ক্ষেএে লং ট্রেড করে থাকি। তাই আমার কাছে সপ্তাহে ৫দিনই ট্রেড কাটা বা ট্রেড ধরা দুটই সমান। তবে শুক্রবার মার্কেটে ক্লেজিং ডে আর সে দিন মার্কেটে ইম্প্যাক্ট বেশী হয় এ জন্য ট্রেডের লাভ নিয়ে ক্লোজ করতে সুবিধা হয়।
-
আগে শুক্রবার দিন ট্রেড করতাম। কিন্তু ট্রেড করার সময় আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে এই দিন মার্কেট এর উঠানামা বেশির ভাগ ক্ষেত্রে ট্রেন্ড ফলো করেনা। আবার অনেক সময় এমন হয় যে মার্কেট কোনো কারন ছাড়াই অনেক বেশী উঠানামা করে। তাই আমি মনে করি এই সময় ট্রেড করাটা খুব রিস্কী ব্যাপার। তাই আমি প্রায় সময় এই দিন ট্রেড করা থেকে বিরত থাকি। তবে স্ট্রং কোনো নিউজ থাকলে সুযোগ বুঝে ট্রেড করার চেষ্টা করি।
-
যদি শুক্রবারে মার্কেট মুভমেন্ট ভাল থাকে এবং নিউজ আওয়ার থাকে তখন আমি শর্ট টার্ম ট্রেডিং করি কিন্তু লং টাইম ফ্রেমে তার আগে মার্কেট মুভমেন্ট নিয়ে এনালাইসিস করি । এ ক্ষেত্রে যেমন লাভ হতে পারে আবার ঠিক তেমনি লস হতে পারে তবে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করি যাতে লস বা লাভ যাই হোক না কেন তা যেন সীমিত হয় । কারণ লোভে পড়ে অনেকবার লস হয়েছে । যদিও নিউজ আওয়ারের সময় ট্রেড করা উচিত নয় কারণ মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে তা সত্যিই বোঝা অনেকটাই কঠিন । তাই নিউজ আওয়ারে ট্রেড করতে হলে লস মেনে নেয়ার মন মানসিকতা থাকা জরুরী ।
-
প্রকৃতপক্ষে প্রপুট অর্জনের জন্য কখনও কখনও অন্তর্দৃষ্টি নির্ভর করা যেতে পারে, তবে স্বজ্ঞাকে কোনও ট্রেডিং সিস্টেমে অন্তর্ভুক্ত করা উচিত নয় কারণ অন্তর্দৃষ্টি জরুরী পরিকল্পনা করা যায় না, একটি নির্দিষ্ট পরিস্থিতিতে অন্তর্দৃষ্টি জোর করা সফল হয় না তবে কী উদ্ভূত হয় পরে ভ্রান্ত অন্তর্নিহিত যা বিভ্রান্তিকর এবং আমাদের ক্ষতি করে। প্রতিটি সদস্য সাফল্যের কথা ভাবেন কিন্তু যারা কঠোর পরিশ্রম করেন তারা বেশিরভাগই সফল হন। আমাদের প্রতিদিন তথ্য ভিত্তিক পোস্টগুলি ভাগ করে নেওয়া দরকার যাতে আমরাও সফল ব্যবসায়ীরা হয়ে উঠি। যারা ফরেক্সের সাথে সম্পর্কিত এবং কঠোর পরিশ্রম করে তারা প্রতিদিনকে সফল করে তোলে
-
ভাই আমার অভিজ্ঞতা থেকে বুঝি যে সপ্তাহের সব দিনেই মার্কেট সমান মুভমেন্ট করে না । কোন দিন বেশি আবার কোন দিন কম । তার ভিতরে আবার শুক্রবারে আবার মার্কেট অনেক বেশি মুভমেন্ট করে । তাই আমি যখন শুক্রবারে মার্কেট ভালোভাবে আনাল্যসিস করতে পারি শুধু তখনই শুক্রবারে ট্রেড করি । কিন্তু যখন মার্কেট আনাল্যসিস করতে না পারি তখন ট্রেড করা থেকে বিরত থাকি । তবে সর্বোপরি এটা বলতে পারি শুক্রবারে ট্রেড করা একটু বেশি রিস্কি ।