-
আমরা যখন মার্কেটে লস করবো তখন আমাদের মাথা গরম করলে চল্বেনা আমাদের খুব ঠাণ্ডা মাথায় এটাকে মেনে নিতে হবে। আর মার্কেটে আমাদের লসের কারন হচ্ছে আমরা মার্কেট ভালভাবে না বুঝে উল্টাপাল্টা ট্রেড করে থাকি। যদি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান এর মালিক হত তাহলে, ফরেক্স এ এতো লস করত না। অনেক সময় ফরেক্সের অস্বাভাবিক আচরনের জন্যও অনেক ভাল ট্রেডার লস করে থাকে।
-
মার্কেট এনালাইসিস না করেই ট্রেড করা শুরু করে তাহলে লস হতে পারে । অনেক ফরেক্স মার্কেটে এসেই অন্য কিছু না ভেবে ট্রেড করা শুরু করে। মনে করে ট্রেড করলেই লাভ হবে। এই ধরনের ধারনা যে ট্রেড করলেই লাভ হবে এই চিন্তার জন্য ফরেক্স মার্কেটে লস হতে পারে।পরিপুর্ন জ্ঞান অর্জন না করে ফরেক্স করলে লস বাড়বে। প্রপার মানি ম্যানেজমেন্ট মেনে না চললে ফরেক্স মার্কেট এ আপনি টিকে থাকতে পারবেন না।
-
ফরেক্স এ লসের কারন হচ্ছে না বুঝে ট্রেড করা। মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করা ও একটা অন্যতম কারন। কারন সঠিক মানি ম্যানেজমেন্ট না মানলে অনেক বেশি রিস্ক থেকে যায়। ওভার ট্রেডিং ও একটা অন্যতম কারন। বেশি ব্যাস্ত হয়ে ট্রেড দিরেও অনেক সময় দেখা যায় লসের সম্মুখিন হতে হয়। মানি ম্যানেজমেন্ট ঠিক না করে বা মানি ম্যানেজমেন্ট না বোঝার কারনে অনেক সময় লসের স্বীকার হতে হয়। তাই উক্ত ভুল সিদ্ধান্তগুলি ঠিক করলে আপনাকে লসের স্বীকার হতে হবে না।
-
ফরেক্স মার্কেট এ লসের অনেক কারন থেকে থাকে তাইউ আমাদের কে লাভ করার জন্য সব সময় ভাল করে ট্রেডিং শিখতে হবে তাহলে আমাদের লস কমে যাবে লস কমলে আমরা এখানে থেকে বেশী করে ট্রেড করে আয় করতে পারব।ট্রেডার ফরেক্স ব্যবসায়ের নুন্যতম ধারণা না নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড চালিয়ে যায় , তখন সে নানা রকম সমস্যার সম্মুখিন হয় এবং একসময় তার একাউন্টের ব্যালেন্স শেষ হয়ে যায়।
-
লস হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে আমার মতে মূল কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত ট্রেড করা। আর অতিরিক্ত আবেগ অথবা অতিরিক্ত লোভ মানুষকে অনিয়ন্ত্রিত চ্যাট করতে উৎসাহ প্রদান করে। এগুলো আমাদের পরিহার করা উচিত।
-
লস হতে পারে যেসব কারণে-
কাজ না শিখেই ট্রেডিং শুরু করা
অতিরিক্ত আবেগী হয়ে অনিয়ন্ত্রিত ট্রেড করা
অতিরিক্ত লোভে পড়ে এলোমেলো ট্রেড করা
-
কাজ না শিখে না জেনে না বুঝে কাজ শুরু করলে লস হতেই পারে। তবে কাজ শেখার পরেও অতিরিক্ত লোভ অথবা অতি আবেগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে এতে কোন সন্দেহ নেই।
-
যে লসের নানা কারন হতে পারে। আমরা যখন কোন ভাল টাকা আয় করার জন্য মুখ দেখি তখনই আমাদের লোভ এ পড়তে হয়। আর এই লোভ করেই আমাদের সব কিছু পতন হয়ে যায়। যাই হোক এই ফরেক্স মার্কেট এ যে কারনে লস করে থাকে তা হলঃ
১. লোভ করে ফরেক্স এ আসা,
২. বেশী লটে ট্রেড করা,
৩. মার্কেট এনালাইসিস না করা,
৪. নিউজ না দেখা,
৫. মানি ম্যানেজমেন্ট না মেনে চলা,
৬. একাধিক অনেক পেয়ারে ট্রেড করা,
ইত্যাদি কারনে ফরেক্স এ লস করে থাকে।
-
লসের বিশষ কয়েকটি কারন রয়েছে যেগুলো আমরা হয়তোবা জানিনা, মানিনা বা করতে চাইনা । যেমন: এখানে আগে নিজের একটি ট্রেডিং সিস্টেম বানাতে হবে, এবং লাভ লস যাই হোক না কেন সেটাকেই আরও উন্নত করতে হবে, এরপর লােভ করা একদম যাবে না, এখানে আপনাকে সময় দিতে হবে প্রচুর, নির্দিষ্ট একটি কারেন্সি পেয়ারে থাকতে হবে, দক্ষতা অর্জন করতে হবে এবং শেষে বলব অনেক সচেতন হতে হবে । তাই অল্প সময়ের মধ্যে অধিক লাভবান হতে চাই। কিন্তু আমরা যদি একটু শর্তকতার সাথে মানিম্যানেজমেন্ট করে ট্রেড করি তাহলে এই লস হওয়ার কোন কারন নাই।
-
প্রথমত ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় আমরা বেশি লোভ করি । এছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এনালাইসিস না করে ট্রেড করি । আমরা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে চাই তাহলে আমাদের কে মার্কেট এর কিছু নিয়ম কানুন মেনে ট্রেড করতে হবে কিন্তু আফসোসের বিষয় যা আমরা করি না, তাই আমরা ফরেক্স মার্কেট এ লস করি ।