-
একটা সময় আমার স্যার আমাকে উপদেশ দেন আমি যেন ডেমো ট্রেডিং বেশি করে চালিয়ে যাই। ডেমো ট্রেডিং থেকে আমি আমার ভুল গুলো সংশোধন করি। পরবর্তিতে সরাসরি ট্রেডিং এ আমি লাভ করি। মার্কেটে আস্তে পারত না ট্রেড শেখার জন্য রিয়াল ট্রেড করতে হত আর সবাই লস করত ট্রেড শেখার সময় সবাই লস করে তাই দেম ট্রেডের প্রয়জনিয়তা অপরিসীম ।
-
ডেমো ট্রেড এ যদি লস হয় তাহলেও কোন সমস্যা নেই। কিন্তু লাইভ ট্রেড এ যদি লস হয় তাহলে খুবই খারাপ লাগে। যে কোন পদ্ধতি আমরা ডেমোতে প্র্যক্টিস করে দেখতে পারি। এজন্য ডেমো একাউন্ট করে ট্রেড করা যেতে পারে। কারন একমাত্র ডেমোতে নতুন কোন স্ট্রটিজি পরীক্ষা করা উচিত।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটের ট্রেডের কথা
চিন্তা করলে আগে ডেমো ট্রেড এর কথা ভাবতে
হবে। ডেমো ট্রেড হলো ফরেক্স ট্রেড শুরুর আগের
প্রান। তাই যদি কেউ ডেমো ট্রেড করে সে
লাইভট্রেড করতে কোন ভয় পাবে না। কারন
ডেমো এবং লাইভ ট্রেড এর ট্রেড টার্মিনাল
দেখতে এই । তাই আপনার নতুন করে কোন পরিচিতি
লাগবেনা। ডেমো ট্রেড ট্রেডশুরুর আগের ১০০%
-
ডেমো ট্রেডিং আমাকে ফরেক্স এ সম্পুন্ন সাহায্য করে থাকে । এখান থেকে আমি আমার লক্ষে যাবার রাস্তা তৈরি করি । এখানে নিয়মিত ট্রেড করলে একজন ভালট্রেডার হওয়া যায় । যারাই এ মার্কেটে নতুন আছে তাদের এখান থেকেই ডেমো চর্চা করতে হয় এবং পরবর্তীতে রিয়েল ট্রেড করতে হয় । তাই বলা যায় ডেমো আমাকে ফরেক্স ট্রেড করার জন্য অনেক সাহায্য করে
-
সকল কিছু করার আগে যেরকম চর্চার প্রয়োজন হয় ঠিক তেমনি ফরেক্স মার্কেটে কাজ করার পূর্বে ডেমো অ্যাকাউন্টে কাজ করা অতি গুরুত্বপূর্ণ কাজ। যে যত ডেমো অ্যাকাউন্ট এ প্র্যাকটিস্ করবে তার তত ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা হবে। তাই আমি মনে করি ডেমো একাউন্টে একজন ফরেক্স ট্রেডার তার দক্ষতা কে যাচাই করতে পারবে সে কতটুকু ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে এমনকি লাইভ ট্রেডিং এ কতটুকু সফল হবে। ফরেক্স এ কাজ করার পূর্বে পেটিএম অ্যাকাউন্টে কাজ করলে ডেমো অ্যাকাউন্ট থেকে হানডেট পার্সেন্ট সাহায্য করে ফরেক্স মার্কেটে কাজ করার অভিজ্ঞতার জন্য।
-
আমি মনে করি যে ডেমো এক্সচেঞ্জিং অন্য ডিলারকে 100% অফ অফ সুযোগে সহায়তা করতে পারে যে সময়টির নিখুঁত পরিমাপ দেয়। সুতরাং আমি অন্য বণিক ডেমো এক্সচেঞ্জের মাধ্যমে ত্রুটির কারণ ধরতে এবং প্রসারিত করে ডান মিক্স আপগুলি ছাড়াই খুব বেশি প্রসারিত করতে পারি। এছাড়াও, ডেমো এক্সচেঞ্জিং থেকে আরও অনেক কিছু পাওয়া যায়। তাই আমি ডেমো এক্সচেঞ্জের তাত্পর্যকে ক্রমবর্ধমান পরিমাণে রেখেছি।
-
যদি কেউ ডেমো ট্রেড করে সে লাইভট্রেড, করতে কোন ভয় পাবে না । কারন ডেমো এবং লাইভ ট্রেড এর ট্রেড টার্মিনাল দেখতে এই । তাই আপনার নতুন করে কোন পরিচিতি লাগবেনা । ডেমো ট্রেড ট্রেডশুরুর আগের (১০০%) সাহায্য করে । ডেমো ট্রেড আর রিয়েল ট্রেড হল একেই রকম একাউন্ট পার্থক্য শুধু রিয়েল একাউন্টে ট্রেড করতে রিয়েল টাকার দরকার আর ডেমোতে ট্রেড করতে ভার্চুয়াল টাকা দিয়ে । আমি ডেমোতে লস করে তার কারন খুজি কিন্তু এতে আমার কোনো রিয়েল টাকা ব্যয় হয় না । যা আমি পরে রিয়েল ট্রেডে ব্যবহার করি।
-
ফরেক্স মার্কেটে ডেমো ট্রেডিং,আর যুদ্ধের ময়দানে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অস্ত্র,দুটোই সমান। কেননা ফরেক্স নামক যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে, অবশ্যই আপনার জ্ঞান ও অভিজ্ঞতা নামক অস্ত্র এবং দক্ষতা নামক প্রশিক্ষণ থাকতে হবে। কেননা ফরেক্সে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা যত বেশি হবে, আপনি ততটা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ও মার্কেট এনালাইসিস করে,সঠিকভাবে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।আর সিদ্ধান্ত গ্রহণে আপনার বিচক্ষণতা যত বেশি, আপনার মুনাফা অর্জনের পরিমাণ ও ততটাই বেশি।আর এই দক্ষতা কেবলমাত্র ডেমো ট্রেডিং ও নিয়মিত ফোরাম ফলো করার মাধ্যমেই অর্জন করা সম্ভব। কেননা ডেমো ট্রেডিং কে ফরেক্স ট্রেডিং এর আঁতুড়ঘর বলা হয়। কেননা শুধুমাত্র প্রফিট উইথড্র বিষয়টা ছাড়া,রিয়েল ট্রেডিং এর সাথে এর কোন পার্থক্য নেই।
-
আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই যে ফরেক্স ডেমো ট্রেড করে আমি প্রচুর পরিমাণে অর্জন করেছি, এখান থেকে আমি ফরেক্স ট্রেডিংয়ের ব্যবহারিক জ্ঞান অর্জন করেছি যাতে আমি এখন ফরেক্স থেকে অনেক কিছু জানতে পারি।
-
ডেমো ট্রেডিং বিকল্পটি ফরেক্সে সীমাহীন বলে আমি অস্বীকার করতে অস্বীকার করি। ডেমো ট্রেডিং থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আপনি যদি ভাল মানের ব্যবসায়ী হতে চান তবে আপনাকে একটি ডেমো অনুশীলন করতে হবে। ডেমো ট্রেডিং অনুশীলন করে আমি আমার ভুলগুলি সংশোধন করতে পারি। বিক্ষোভ বাণিজ্য আমার পক্ষে উন্নতির এক দুর্দান্ত উত্স।