-
সকল ধরনের ট্রেড এর জন্য পরিবেশ ভাল হওয়া দরকার। পরিবেশ খারাপ হলে ট্রেড এর উপর খারাপ প্রভাব পরে। ফরেক্স ট্রেড এর সময় ও আশেপাশের পরিবেশ ও বাজার পরিবেশ ভাল হওয়া দরকার। বাজার পরিবেশ ভাল হলে ট্রেড করা ভাল। ফরেক্স এ কাজ করা আমাদের অনেকটা ঠান্ডা মাথায় নিরিবিলি পরিবেশ এ করা উচিত। কারন ফরেক্স অনেক ভেবে চিন্তে ট্টেড করতে হয় এবং কাজ করতে হয়। কোন রকম কথাবার্তা মাঝে বা কোন শব্দ জায়গায় ফরেক্স করা ভাল হবে না। একটি নিরিবিলি যেমন কোন নিরবছিন্ন রুমে বা অফিসে এই ফরেক্স কাজ করা উত্তম হবে।
-
না ফরেক্স মানেই সল্প সময়ে টাকা উপার্জন নয়। যদি তাই হয় তাহলে বলতে হবে ফরেক্স মানেই সল্প সময়ে অনেক বড় লস। আপনাকে ফরেক্স হতে আয় করতে হলে আগে ভাল ভাবে ফরেক্স শিখতে হবে। আর এই ফরেক্স শিখতে গিয়ে আপনাকে কম পক্ষে ২ থেকে ৩ বছর সময় ফরেক্স এ দিতে হবে। শুধু তাই নয়। আর কোন ট্রেড করার সাথে সাথেই আপনি লাভ করতে পারবেন না আপনাকে কোন ট্রেড হতে লাভ করতে হলে অনেকটা সময় ধৈর্যের পরীক্ষা দিতে হবে। হয়ত অনেক সময় আপনি খুব তাড়াতাড়ি লাভের মুখ দেখতে পারেন তাই বলে এই নয় যে ফরেক্স মানেই সল্প সময়ে টাকা উপার্জন।
-
ফরেক্স মানেই সল্প সময়ে টাকা উপার্জন বিষয়টি ঠিক এমন না । তবে ফরেক্স আয় করাটা সম্পুর্ণ নিজের উপর নির্ভর করে। কেও অল্প সময়ে ১০০০ টাকা আয় করছে আবার কেও লাখ টাকা ইনকাম করছে। আর এই সব কিছু নির্ভর করছে আপনা১. ইনভেস্ট ২. অভিজ্ঞতা ৩. সময় দান এই সব বিষয়ের উপর । হয়ত অনেকে লাভের পরিবর্তে লুজার হচ্ছে।
-
ফরেক্স মানেই সল্প সময়ে টাকা ইন কাম এই কথাটা ঠিক নয়। ফরেক্স এ টাকা ইন কাম করা অনেক কঠিন। এই মার্কেট এত বেশি মুভমেন্ট করে যে লাভ যেমন বেশি হতে পারে তবে লস ও তত বেশি হতে পারে। তবে কেও যদি মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ভাল ভাবে ট্রেড করতে পারে তাহলে ফরেক্স থেকে খুভ অল্প সময়ে অনেক টাকা ইন কাম করা সহজ।
-
অন্য যে কোন ব্যাবসার চেয়ে এখানে অল্প সমযে বেশী টাকা আয় করতে পারারেন এটা ঠিক তবে এখানে প্রভিট করাটা সহজ নয । আপনি হয়ত একটা ট্রেডিং এ লাভ করেলেন আর অন্য একটায় লস করলেন তবে আপনি যদি অভিজ্ঞ হন তাহলে অন্য কথা । মার্কেটে প্রায় 95% ট্রেডার লস করে এই করনে যে অল্প সময়ে অধিক লাভ করার লোভে এখানে টাকা আছে তবে টাকা টা ধরার কৈৗশন সবাই জানেনা এটা জানতে অনেক সময়ের ব্যাপার ।
-
ফরেক্স মার্কেট থেকে অল্প সময়ে টাকা
উপার্জন করতে যাওয়া মানে নিজের
পায়ে নিজে কুড়াল মারার সামিল।
কারন ফরেক্স থেকে যারাই অল্প
সময়ে টাকা উপার্জন করতে চেয়েছে
তারাই ধরা খেয়েছে। তাই
আমাদেরকে লাইভ ট্রেড শুরু করার
আগে ভালভাবে মার্কেট সম্পর্কে
ভাল ধারণা নিতে হবে। তারপর
আস্তে আস্তে মার্কেট এ প্রবেশ
করতে হবে।
-
ভাই ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষতা অনেক কিছুর উপর নির্ভর করে যেমন- মার্কেট এনালাইসিস , টাইম ফ্রেম দেখার দক্ষতা, ইন্ডিকেটর দেখার পদ্ধতি এই সবের উপর নির্ভর করে।আপনি যদি সঠিক ভাবে কোন টাইম্ফ্রেমে মার্কেট এনালাইসিস না করতে পারেন তাহলে আপনি মার্কেট সম্পর্কে বুঝবেন কি করে।
-
ফরেক্স মার্কেট থেকে সল্প সময়ে আয় করা সম্ভব না ।কারন আপনি যদি মার্কেট থেকে সঠিক ভাবে আয় করতে চান তাহলে আপনাকে আগে ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেদার হতে হবে।আর দক্ষ ট্রেদার হতে গেলে আপিনাকে অনেক সময় ব্যয় করতে হবে ফরেক্স মার্কেটে।
-
১০০% ভুল ধারনা যে, ফরেক্স অল্প সময়ে বেশী টাকা উপার্জন করা যায়। এই ধারনা নিয়ে কেউ ফরেক্স করতে আসলে নিশ্চিত একাউন্ট জিরো হবে। তবে গ্যারান্টি দিচ্ছি ফরেক্স শিখলে ভবিষ্যতে টাকার অভাব হবে না। আগে ফরেক্স মনোযোগ দিয়ে শিখতে হবে। এবং হিসেব রাখতে হবে ডলার এর নয় পিপসের। তবেই আপনি এগিয়ে যাবেন সামনে। ফরেক্সকে ব্যবসা হিসেবে ধৈয্য আর গুরুত্বসহকারে মূল্যায়ন করুন। সফল আপনি হবেনই।
-
ফরেক্স মার্কেটে অল্প সময়ে যেমন লাভ করা যায় তেমনি ভাবে সব পুঁজি হারিয়েও যায় নিমিষে যদি মানি ম্যনেজমেন্ট ফলো না করা হয়।