হ্যা ফরেক্স আয় করতে হলে আমি মনে করি প্রথমে ফরেক্স ফোরাম ভালভাবে শিখতে হবে।১০০০$ নিয়ে শুরু করতে হবে। কিন্তু এটা মনে রাখুন আগে শিখতে হবে না শিখে ১ $ বিনিয়োগ করাও বোকামি ছাড়া আর কিছুনা। ফরেক্সের দিকে দৃষ্টি করে বলবো না বরং একজন নতুন ত্রেদার হিশাবে বলবো ১০০ ডলার খুব সুন্দর একটা ডিপোজিট, ১০০ হলে যেমন মানি ম্যনেজমেন্তের উপর লক্ষ রাখা যাই তেমন অল্প অল্প করে অনেক প্রফিত করা যাই বড় কোন রেক্স ছাড়াই আর ব্যলেন্স নিয়ে চিন্তাই পরতে হয় না।ফরেক্স মার্কেটে ব্যবসা করতে এসে বেশির ভাগ ট্রেডাররাই বিনিয়োগ করা মুলধন হারিয়ে ফেলেন এবং ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন।এই সমস্যার মুল বা প্রধান কারণ হচ্ছে ফরেক্স ব্যবসা সম্পর্কে অজ্ঞতা বা পূর্বে অভিজ্ঞতা অর্জন না করে ব্যবসায় নামা।