-
আগামী ৮ই অক্টোবর রোজ সোমবার সুইস অর্থনৈতিক বিষয়ক প্রতিমন্ত্রী সচিবালয় বাংলাদেশ সময় 11:45am এ CHF জন্য লো ইমপ্যাক্টের নিউজ বেকারত্বের হার( Unemployment Rate) এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর CHF উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 2.3% আর এই মাসে এর পূর্বাভাস হল 2.3% এর মানে বেকারত্বের হার একই কমার সম্ভাবনা রয়েছে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে এটি CHF শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে তা CHF দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আমি সকলকে অবহিত করছি যে আগামীকাল বাংলাদেশ সময় ভোর 5:50am জাপান ব্যাংক M2 মানি স্টক Y/Y এর নিউজ প্রকাশ করবে। এটি JPY প্রভাবিত করতে পারে। এই নিউজ প্রকাশের পর JPY উঠানামা আংশিক বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 2.8% আর এই মাসে এর পূর্বাভাস হল 2.8%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি JPY শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন JPY দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আপানার এই পোস্ট টি অনেকের জন্য উপকার হবে। এরকম পোস্ট সবার দেখা বা বুঝা উচিত। যারা ফরেক্স করেন না ফরেক্স এর উপর নির্ভর করেন তাদের বলবো এই ভাই এর নিউজ পোর্টাল গুলা দেখে ট্রেড কলে আমি মনে করি সবাই উপকার পাবেন সাথে লাভ ও করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে এরকম একটি নিউজ সেয়ার করার জন্য।
-
যারা যারা মার্কিন ডলারে ট্ট্রেড তারা মাথায় রাখবেন যে আগামীকাল বাংলাদেশের লোকাল টাইম সন্ধ্যা ৬.৩০ তে শ্রম পরিসংখ্যান ব্যুরো মাসিক ভোক্তা মূল্য সূচক এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই ভোক্তা মূল্য সূচক ০.০% হবে। আগে মাসে এটি ছিল ০.১%। যদি ভোক্তা মূল্য সূচক এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় মার্কিন ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আমি সকলকে অবহিত করছি যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক আগামিকাল বাংলাদেশ সময় সন্ধায় 6:45pm তে ইউরোকে প্রবাভিত করে এমন নিউজ Main Refinancing Rate এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি ইউরো এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর ইউরো বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 0.00% আর এই মাসে এর পূর্বাভাস হল 0.00% নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি ইউরো কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা ইউরো কে দুর্বল করবে। এছাড়াও আগামীকাল ইউরো এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আগামীকাল যারা জাপানি ইয়েন এ ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল ১৩ই মার্চ meti বাংলাদেশ সময় ভোর ৫.৫০ এর দিকে মাসিক টারসিয়ারি শিল্প কার্যক্রম এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসে টারসিয়ারি শিল্প কার্যক্রম ০.০% হবে। আগে মাসে এটি ছিল -০.২% । যদি টারসিয়ারি শিল্প কার্যক্রম এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা জাপানি ইয়েন জন্য ভাল হবে। সেক্ষেত্রে জাপানি ইয়েন বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় জাপানি ইয়েন ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর জাপানি ইয়েন ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আজ মার্কিন জাতীয় মিশিগান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সময় 8:00pm এ মার্কিন ডলার প্রবাভিত করে এমন নিউজ Prelim UoM Consumer Sentiment এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি মার্কিন ডলার এর জন্য একটি মিডিয়াম ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 101.0 আর এই মাসে এর পূর্বাভাস হল 95.0 । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলার কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলার কে দুর্বল করবে। এছাড়াও আজ মার্কিন ডলারের এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আগামীকাল যারা সুইস ফ্রাঙ্ক এ ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল ১৬ই মার্চ ব্যাংক ফেডারেল পরিসংখ্যান অফিস দুপুর ১:৩০ এর দিকে উৎপাদক মূল্য সূচক এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসে উৎপাদক মূল্য সূচক ০.২% হবে। আগে মাসে এটি ছিল ০.০% । যদি উৎপাদক মূল্য সূচক এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা সুইস ফ্রাঙ্ক এর জন্য ভাল হবে। সেক্ষেত্রে সুইস ফ্রাঙ্ক বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় সুইস ফ্রাঙ্ক ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর সুইস ফ্রাঙ্ক ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আগামীকাল ১৭ই মার্চ মার্কিন জাতীয় আদমশুমারি ব্যুরো বাংলাদেশ সময় 6:30pm এ মার্কিন ডলার প্রবাভিত করে এমন নিউজ Core Retail Sales m/m এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি মার্কিন ডলার এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 0.3% আর এই মাসে এর পূর্বাভাস হল 0.2%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলার কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলার কে দুর্বল করবে। এছাড়াও আজ মার্কিন ডলারের এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আগত সংবাদ প্রতিটি বণিকের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, এবং আমরা এই সংবাদ তদন্তকে একটি ফান্ডামেন্টাল এনালাইসিস, তিন ধরণের ফরেক্স পরীক্ষার মধ্যে একটি বলে বিবেচনা করি। যে সমস্ত ব্যক্তি সংবাদের আদান-প্রদান করে না বা বিনিময় করে না তাদের প্রত্যেককে অবশ্যই মনে রাখতে হবে যে কোনও জাতির অর্থনীতি গ্রহণযোগ্য হয়, সেই সময়ে এটি সেই জাতির অর্থের উপর এবং এই ভয়াবহ সুযোগে দুর্দান্ত প্রভাব ফেলবে, সেই সময়ে ভয়াবহ প্রভাব পড়বে। এমন ক্ষেত্রে যে সংবাদটি না জেনে একটি বিনিময় করা হয়, সেই সময়ে সেই বিনিময়টিতে 5% দুর্ভাগ্য হয়।