- 
	
	
	
	
		হ্যা ছাত্র জীবনে ফরেক্স এর ভূমিকা অনেক আছে।  শুধ আছে বললে ভুল হবে  ছাত্র জীবনে ফরেক্স এ অনেক ভুমিকা রাখতে পারে। পরিসংখ্যায় দেখা গেছে ছাত্ররাই ফরেক্সে বেশিরভাগ কাজ করে থাকে এক জন বিজনেসমেন হওয়ার জন্য। কিন্তু ছাত্রররা অল্প ইনভেস্ট করে ফরেক্স করার পরামর্শ দিব।
	 
 
- 
	
	
	
	
		ছাত্র জীবনে ফরেক্স ট্রেডিং এর কিছু গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে তার প্রথম পড়ালেখায় চরম ব্যাঘাত ঘটায় নি: সন্দেহে  এবং নানা ধরনের বাজে চিন্তা মাথার মধ্যে ডুকে আবার কিছু কার্যকরি ভুমিকা পালন করে যেমন ইকোনমিক্যাল সাপোর্ট দেয় কিছু অর্থের যোগান দেয় ভাল ভাবে চলার জন্য অর্থের প্রোয়জন সেটা মোটামুটি ভাল ভাবে চলে ফরেক্স করার সুবিধা অনেক
	 
 
- 
	
	
	
	
		একজন ছাত্রের জীবনে ফরেক্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে । এই সময় ছাত্ররা বিভিন্ন পার্ট টাইম চাকুরী অথবা যে কোন কাজের সন্ধান করে থাকে ফরেক্স মার্কেট তাদের কে কাজের সুবিধা দিয়ে আত্মকর্মসংস্থান তৈরি করে দিয়ে থাকে । এই মার্কেট এ এখন অনেক ছাত্র আছে যারা ফরেক্স মার্কেটের মাধ্যমে তাদের ছাত্র জীবনের সকল চাহিদা পুড়ন কতে সক্ষম হয়েছে্ন ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স একটি মুক্ত ও স্বাধীন পেশা। যেকোনো পেশাজীবির মানুষ এখানে ট্রেড করতে পারেন। যেকোনো বয়সের মানুষ এখানে ট্রেড করতে পারেন। যেকেউই পারেন ফরেক্সে নিজের ক্যারিয়ার গড়তে। সে নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা বৃদ্ধ হোক, দক্ষতা টাই আসল। আমি মনে করি ছাত্রজীবনে ফরেক্সের ভূমিকা খুবই গুরুত্বপূর্ন। কারন ছাত্রজীবনে ফরেক্সে ট্রেড করে হাতখরচের পাশাপাশি বেশ স্মার্ট আয় করা সম্ভব।
	 
 
- 
	
	
	
	
		একজন ছাত্রকে যদি পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়, তবেই সে নিজেকে ভালো ছাত্র হিসেবে প্রমান করতে পারে।  ছাত্র জীবনে ফরেক্স করে আমরা পারব আমাদের জীবন কে আর বেশী সুন্দর করে গড়ে তোলতে ,ফরেক্স করে একজন ছাত্র তার ভবিষ্যৎ কে উজ্জ্বল করতে পারবে ।  ছাত্রদের জন্য ফরেক্স অনেক সুবিধা জনক একটি বেবসা যার কারণে ছাত্র সমাজ এ থেকে আয় করতে পারে ।ছাত্র জীবনে ফরেক্স দিয়ে আমারা আমাদের নিজ নিজ করমসংস্তান গড়ে তোলতে পারি ।
	 
 
- 
	
	
	
	
		অামি মনে করি ছাএ জীবনে যে কোন কিছু শিখা খুব সহজ।
তাই ফরেক্স শিখা অসম্বব কিছু নয়।ছাএ জীবনটাই শিখার বয়স
অার ছাএরা অতি সহজে শিখে নিতে পারে।
	 
 
- 
	
	
	
	
		ছাত্র জীবন ফরেক্স শেখার উপযুক্ত সময়। যদি কেউ ছাত্র জীবনে ডেমোকে গেম মনে করে তিন চার বছর প্রাকটিস করে তাহলে সে ফরেক্স জগতে রাজার আসনে বসতে পারবে। একজন ছাত্র যদি প্রফেশনাল ফরেক্স ট্রেডার হতে পারে তাহলে তার জীবনে আর কিছু লাগবে না। সে আত্ম নির্ভরশীল হয়ে উঠবে।
	 
 
- 
	
	
	
	
		ছাত্রজীবনে ফরেক্স এর মত একটা পেশা সবার জীবনেই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে । বাংলাদেশের অধিকাংশ ছাত্র একটা নিদ্দিষ্ট সময়ে গিয়ে পার্ট টাইম জব করেই পরিবার চালায় । আর সে কারনে তারা অনেক বেশি পরিশ্রম করে চাকুরির পেছনে কিন্ত প্রকৃত অর্থে তারা পড়ালেখার সময় পায় খুবই অল্প । তাই তারা যদি খুব ভালো প্রশিক্ষণ নিয়ে ফরেক্স এর মত একটা প্লাটফ্রমে কাজ করতে পারে তবে সেটা তাদের জন্য অনেক বেশি আয়ের ব্যবস্থা করতে পারে ।
	 
 
- 
	
	
	
	
		আমি বলবো ছাত্র জীবনে ফরেক্স এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কারণ পড়াশুনিার ফাঁকেই ছাত্র-ছাত্রীরা চায় নিজস্ব কিছু পরিমাণ উপার্জন যাতে তাদেরকে পরিবারের উপর পুরোপুরি নির্ভরশীল হতে না আর তাদের সেই উপার্জনের একটি অতি উত্তম মাধ্যম হলো ফরেক্স ট্রেডিং দিয়ে নিজেকে ধীরে ধীরে আত্মনির্ভরশীল করার।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা হল এটি সম্পূর্ণভাবেই স্বাধীন ও উন্মুক্ত একটি পেশা। ফরেক্স মার্কেটে কেউ চাইলে ৩-৪ ঘন্টা ট্রেডিং করতে পারে অথবা চাইলে ফরেক্স মার্কেটে ট্রেডিং করাকে নিজের একমাত্র পেশা হিসেবেও নিতে পারে। এখানে নিজের পছন্দমতন সময়ে ট্রেডিং করার সুযোগ রয়েছে। তাই ছাত্রদের জন্য এটি পারফেক্ট একটি বিজনেস যা পড়ালেখার পাশাপাশি করা যায়। নিজের অবসর সময়ে বসে না থেকে এই মার্কেটে ট্রেডিং করে ছাত্ররা নিজের জন্য অর্থ উপার্জন করতে পারে।