প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয় । কারণ যেহেতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখনই বুঝতে পারবেন না কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে । কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না । সেক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন । ধরে রাখুন ফরেক্সে আপনার প্রথম ২টি ডিপোজিট আপনি হারাবেন । বুঝে ট্রেড করার চেষ্টা করুন । দেখবেন তখন ট্রেডিং অনেকটা সহজ লাগবে ।