-
আমিও ফরেক্স এ নতুন বলে মনেকরি। আমি তিন মাস যাবত ফরেক্সে ডেমো করে আসছি। আমার মনে হয় নতুনদের জন্য কমপক্ষে দু-তিন মা ডেমো প্রাকটিস করা উচিত।
আমি প্রতম প্রথম ডেমোর সব ডলার লস করে ফেলতাম। তবে এটা মাত্র একবারই হয়েছে। পরবর্তিতে আর এখন লস হয়না বল্লেই চলে। তবে শিখার কোনাে শেষ নেই। যত শিখবেন তত জানবেন তত অভিজ্ঞতা বারবে।
-
আপনি ডেমো করবেন সেটা নির্ভর করবে আপনার নিজের অভিজ্ঞতার উপর। ফরেক্স এ ট্রাড করার আগে ডেমো প্রাকটিস এর বিকল্প নেই। ফরেক্স এ লাভ লস আসবে আপনার নিজের অভিজ্ঞতার উপর।
-
ডেমো ট্রেডিং একান্তই প্রত্যেক নতুন ট্রেডারের নিজস্ব ব্যাপার । আপনি যতদিন না পর্যন্ত ফরেক্সের ডেমো একাউন্টে এভারেজ প্রফিট করতে পারছেন,তত দিন ডেমো ট্রেডিং চালিয়ে যেতে হবে । এবং সেই সাথে কি কি ভুল করলেন তা লিখে রাখতে হবে । তবেই আপনি ডেমো ট্রেডিং ছেড়ে রিয়াল মার্কেটে সুফল আশা করতে পারেন । সাধারনত ২ মাস যদি সামান্য কিছু পুঁজি দিয়ে ট্রেড করা শুরু করেন,আশা করা যায় আপনি ভাল করতে পারবেন ।
-
আসলে আপনি কত দিন ফফরেক্স ম্মার্ক্কেটে ডেমো টেড করবেএরন তা একান্তই নির্বর করব্বে আপনার উপর আপুনি জদ্দি মনে কতেন যে আপনি ফরেক্স ম্মার্কেটেএ ট্রেড করাত মত উপযোগী রাস্থা খুজে পেয়েছেন তখনেই আপইনি হয়ত ফুরেক্স মার্কেটে রিয়াল ট্রেড করতে পারেন এর আগে আর টেড না।
-
নতুন ট্রেডারদের ক্ষেত্রে আমি বলব আপনে যতবেশি ডেমো প্রাকটিস করবেন ততবেশি ফরেক্স মার্কেট থেকে অবিজ্ঞতা অর্জন করতে পারবেন।ডেমো প্রাকটিস কতদিন করবেন সেটা নির্ভর করবে আপনার অবিজ্ঞতার উপর।তারপরেও আমার মতে ডেমোতে কমপক্ষে ৬-৭ মাস প্রাকটিস করা প্রয়োজন।ফরেক্স মার্কেট লাভ লস দুটোই আছে তাই রিয়েল ট্রেড করার আগে ডেমো প্রাকটিস করা জরুরি।
-
আমার মতে, আপনি কতদিন ডেমো ট্রেড করবেন এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর । ট্রেড করতে করতে যখন মনে হবে আপনি রিয়েল ট্রেড করতে পারবেন তখনই রিয়েল ট্রেড করবেন । এটা হতে পারে দুই মাস আবার কার কার ক্ষেত্রে ছয় মাস সময়ও লাগতে পারে । তবে রিয়েল ট্রেড করার আগে ভালভাবে বুঝে শুনে এবং পড়াশুনা করে তারপর ট্রেডিং শুরু করবেন ।
-
আমি মনে করি একজন নতুন ট্রেডআর যদি ধৈর্য সহকারে ছয় মাস ডেমো অ্যাকাউন্ট এ নিয়মিত ট্রেড করে থাকে তাহলে তার ভালো ট্রেড করতে খুব বেশি দিন লাগবে না।
-
আমিও নতুন । আমি বেশ কয়েকমাস হল ফরেক্স এর নতুন পরিবেশে প্রবেশ করেছি । আমিও বর্তমানে ডেমো ট্রেড করছি যদিও শুরু করেছি অনেক আগে । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই একজন নতুন ট্রেডারকে অনেক বেশি পরিমানে কৈশলী হতে হবে । আর এছাড়াও প্রতিটা ট্রেডারের দীর্ঘমেয়াদি ডেমো করা উচিত ।
-
নতুন ট্রেডারদের জন্য ফরেক্স প্রথমে ৬-৮ মাস ডেমো ট্রেডিং করতে হবে । নতুন ট্রেডারদের অনেক বেশি ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে । ৬ মাস ডেমো ট্রেডিং করে নিজেকে রিয়েল ট্রেড করার জন্য প্রস্তুত করতে হবে । নতুন ট্রেডারদের অনেক বেশি ডেমো অনুশীলন করতে হবে । আপনি যত বেশি ডেমো ট্রেডিং অনুশীলন করবেন আপনার দক্ষতা তত বাড়বে । আমি প্রথম প্রথম ফরেক্স মার্কেট এ অনেক লস করেছি তবে এখন আমি এই মার্কেট থেকে আস্তে আস্তে মুনাফা আয় করতে সক্ষম হচ্ছি ।
-
আমি দুই মাস ডেমো প্রাক্টিস করেছি। তাই অন্যকেও আমি এর বেশি প্রাক্টিস করতে বলিনা। এর পর রিয়েল মার্কেটে প্রবেশ করুন ১০০ ডলারে ডিপোজিট দিয়ে। ০.০৫ ভলিয়ুমে ৫ টি ট্রেড ওপেন করুন। একেবারে ফাটাফাটি ব্যবসা।