ফরেক্সের বড় ধরনের সুবিধা হলো এখানে বড় ধরনের ডিগ্রীধারী পড়াশুনার প্রয়োজন পড়েনা । এখানে মোটামুটি পড়ালেখা জানলেই চলে । চাকুরীরমত ইন্টারভিউ দিতে হয় না । আবার যার যেমন পুজি সেটুকু নিয়েই ব্যাবসা করা যায় ।
Printable View
ফরেক্সের বড় ধরনের সুবিধা হলো এখানে বড় ধরনের ডিগ্রীধারী পড়াশুনার প্রয়োজন পড়েনা । এখানে মোটামুটি পড়ালেখা জানলেই চলে । চাকুরীরমত ইন্টারভিউ দিতে হয় না । আবার যার যেমন পুজি সেটুকু নিয়েই ব্যাবসা করা যায় ।
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে একজন ট্রেডার এর মতামতের মূল্যায়ন বেশি করা হয়।একজন ট্রেডার চাইলে ট্রেড করতে পারে অন্যথায় তার যদি ভাল না লাগে সে ট্রেড করা থেকে নিজেকে বিরত রাখতে পারে।এখানে কোনো বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।এখানে সবাই মুক্ত।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অর্থনৈত্তিক বিষয়ে অনেক বেশি পারদর্শিতা লাভ করতে হবে এবং ইংরেজীতে ডিগ্রী লাভ করতে হবে বিষয়টা মোটেও কিন্তু এমন নয় আপনার কোন রকম ধারনা থাকলেই হবে তাই দিয়েই আপনি এখানে ট্রেড করতে পারবেন এবং এখান থেকে আয় করতে পারবেন।
ফরেক্স মার্কেটের অনেক বাড়তি সুবিধা হলো এ ব্যবসাতে খুব বেশী বিনিয়োগ করতে হয় না।এছাড়া ফরেক্স ব্যবসা আমরা ঘড়ে বসে করতে পারি শুধু তা্ ি নয় এটি আমরা ঘড়ে বসে শিখতেও পারি।ফরেক্স ট্রিডিং ব্যবসা ভাল ভাবে শিখতে পারলে আমরা আমাদের জীবনের পথ বদলে দিতে পারি।
আপনার মন্তব্য থিক আছে [ফরেক্স এর দুটি সুবিধা আসে আপনি ফরেক্স থেকে buy অথবা sell দিয়ে আয় করতে পারেন| আর এখানে বর সুবিধা হল আপনি আপনার মুল ডলারের বোনাস পাবেন | আপনার বোনাস আপনি তুলতে পারবেন | আমি মনে করি ফরেক্স আমাদের অনেক সুবিধা দেয় | ফরেক্স থেকে আমরা আয় করেতে পারি|
ফরেক্স মার্কেটে অনেক বাড়তি সুবিধা পাবেন যা অন্য কোথাও পাবেন না । আপনি ফরেক্স এ কাজ করলে বুঝতে পারবেন যে বাড়তি সুবিধা গুলো কি কি । তবে আমি মনে করি যে আপনি যদি নিয়মিত ফরেক্স এ সময় দেন এবং সে অনুযায়ী কাজ করেন তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন ।
ফরেক্স মার্কেটের বাড়তি সুবিধা হল এখান থেকে আয় করতে হলে অনেক বেশি শিক্ষা দিক্ষার প্রয়োজন হয় না কেবল মাত্র ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলেই ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে ফরেক্স মার্কেটপ্লেস থেকে অনেক বেশি আয় করে নেওযা সম্ভাব।
ব্যক্তিগতভাবে আমি বলবো ফরেক্স মার্কেট এর সুবিধা বলে শেষ করা যাবে না । এখানে আনলিমিটেড আয়ের সুযোগ রয়েছে, বাড়তি বসে কাজ করা যায়, মোবাইল দিয়েও করা যায়, সল্প পুজিতে বা বিনা পুজিতেও ফরেক্স ট্রেডিং শুরু করা যায়, ২৪ ঘন্টা মার্কেট খোলা থাকে বলে দিনের যে কোন সময় ট্রেড করা যায়, ফরেক্স মার্কেট শেয়ার মার্কেট এর মত ম্যানুপুলেট হয় না ইত্যাদি হাজারও সুবিধা রয়েছে ।
এখান থেকে আয় করতে হলে অনেক বেশি শিক্ষা দিক্ষার প্রয়োজন হয় না কেবল মাত্র ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলেই ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে ফরেক্স মার্কেটপ্লেস থেকে অনেক বেশি আয় করে নেওযা সম্ভাব।
ফরেক্স মার্কেটে বাড়তি সুবিধা অনেক আছে, এয় জন্য ফরেক্স ব্যবসা এতো ভাল ও পরিচিত । ফরেক্স মার্কেটে বাড়তি সুবিধা গুলোর মধ্যে রয়েছে নিজের ইচ্ছা মত ট্রেড করা যায় ও অনেক টাকা আয় করা যায় । অল্প কিছু বিনিয়োগ করেও ফরেক্স ব্যবসা করা যায় । আমি ফরেক্স ব্যবসাকে খুব ভালবাসি ।