- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট ভার ভাবে অ্যানালা্নিসস করে সঠিক ভাবে মার্কেট ট্রেন্ড বা মুভমেন্ট নির্নয় করা গেলে প্রফিট লাভ করতে তেমন কোন বাধা থাকে না আর তার জন্য আমি মনে করি অ্যানালাইসিসের কোন বিকল্প নেই আর সেই অর্থে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কোন বিকল্প নেই। 
 
- 
	
	
	
	
		আমাদের দেখতে হবে যে গুরুত্ব ও কার্যকারিতার দিক দিয়ে কোন এনালাইসিসটা সবচেয়ে বেশি ভালো ।  আর এ ক্ষেত্রে অবশ্যই ভাল বলে বিবেচিত হবে টেকনিকেল এনালাইসিস । ট্রেডের সম্পর্কে কিছুটা নিশ্চিত হওয়ার জন্য টেকনিকেল এনালাসিস করা বাধ্যতামূলক ।  সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ফান্ডামেন্টাল না হয়ে টেকনিক্যাল পথ অবলম্বন করব তাহল সফলকাম হতে পারব । 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে যে সব এনালাইসিসের উপর ভিত্তি করে ট্রেড করা হয় এগুলো হল ফান্ডমেন্টাল ,টেকনিকেল ও সেন্টিমেন্টাল । তবে আমরা একটা ছোটখাট বিতর্ক দেখতে পাই যে অনেকে আছে যে সবসময় খুঁজতে থাকে ফান্ডমেন্টাল নাকি সেন্টিমেন্টাল বেশি গুরুত্বপূর্ণ ? এমতবস্থায় আমি বলব বেশি টেকনিকেল গুরুত্বপূর্ণ তারপরেই হল ফান্ডমেন্টাল । তবে উভয়ের সমন্বিত ট্রেড করা ভালো । 
 
- 
	
	
	
	
		ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকে টেকনক্যিাল অ্রনালাইসিস অনেক প্রয়োজনীয় এবং কার্যকর কিন্তুু মার্কেটকে অ্যানালাইসিস করার জন্য দুটোই খুবি মরকার এটাকে বাদ দিয়ে আরেকটা করলে অ্যানালাইসসি এ ঘাটতি থেকে যায় তাই অলসতা দেকিয়ে নিজের ক্ষতি করবেন না একটু কষ্ট হোলেও সকল প্রকার অ্যানালাইসেস কোরে শিওর হোয়ে নিন। 
 
- 
	
	
	
	
		ফান্ডামেন্টাল না টেকনিক্যাল এ্যনালাইসিস কোনটি ভাল এটি বলা মুসকিল কারন এগুলি একটি অন্যটির পরিপূরক। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ছাড়া যেমন আপনি ট্রেড সঠিকভাবে করতে পারবেন না তেমনি টেকনিক্যাল এ্যনালাইসিস ব্যতিত ট্রেড সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না। আপনি যদি আপনার ট্রেডে সফল হতে চান বা আপনি একজন সফল ট্রেডার হতে চান তাহলে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এ্যনালাইসিস এই দুটির কোনটিকে বাদ দিয়ে ফরেক্স ট্রেড করলে আপনি সফল হতে পারবেন না। 
 
- 
	
	
	
	
		এনালাইসিস দুটিই ভাল। তবে যে যেটা করে লাভ করতে পারে। কারো কাছে টেকনিকেল ভাল আবার কারো কাছে ফান্ডামেন্টাল ভাল। 
 
- 
	
	
	
	
		অ্যানালাইসিস এমন এক পর্যবেক্ষণ যাহা আপনাকে মার্কেট সম্পর্কে ধারণা দিবে। আপনি কখন ট্রেড শুরু করবেন আর কখন ক্লোজ করবেন, এ সকল অ্যানালাইসিস এর উপর নির্ভর করে। আপনি যদি এনালাইসিস ছাড়া ট্রেড শুরু করেন তাহলে লসের সম্ভাবনাই বেশি থাকে, আর যদি এনালাইসিস করে ট্রেড শুরু ও শেষ করেন তাহলে লসের সম্ভাবনা কম থাকে। আপনার জন্য - 
 ১, ট্যাকনিকেল
 ২, পানডামেন্টাল ও
 ৩, সেন্টিমেন্টাল
 এই সব গুলো এনালাইসিস গুরুত্ব পূর্ণ। কোনটি বাদ দিয়ে অন্যটির চিন্তা করা যায় না ।
 
 
- 
	
	
	
	
		আপনার ফান্ডামেন্টাল না টেকনিক্যাল ২ তাই জরুরি আপনাকে ২ তাই ভাল করে শিখতে হবে । আপনি ফান্ডামেন্টাল না টেকনিক্যাল ভাল করে শিখতে পারলে আপনার লস টেড এর সংখ্যা কমে যাবে লাভ এর পরিমান বেড়ে যাবে । আপনার আর  ও ভাল লাভ হবে যদি ফান্ডামেন্টাল না টেকনিক্যাল সতিক ভাবে শিখতে পারেন এর জন্য ডেমো করা ভাল। 
 
- 
	
	
	
	
		আপনি যদি ফরেক্স এ সফল হতে চান তাহলে এ্যানালাইসিসের কোন বিকল্প নাই। আপনাকে সর্ব প্রকার এ্যানালাইসিসের উপর সমান গুরুত্ব দিতে হবে। আপনি যদি কোন একটি এ্যানালাইসিস বাদ দিয়ে দেন তাহলে আপনার এ্যানালাইসিস 100% সফলতা পাবে না। কোন এ্যানালাইসিসকেই ছোট করে দেখা যাবে না। ভাল প্রফিট করতে চাইলে আপনাকে সর্ব প্রকার এ্রানালাইসিস করতে হবে। 
 
- 
	
	
	
	
		ফান্ডামেন্টাল এ্যানালাইসিস ছাড়া যেমন দেশ বিদেশের কবর জানা যায় না তেমনি টেকনিক্যাল ছাড়াও ট্রেড কর লাভবান হওয়া সম্ভব নয় । একটি অন্যটির অবিচ্ছেদ্য অংশ বা পরিপূরক । অতএব একটিকে বাদ দিয়ে অন্যটি চিন্তা করা সম্ভব নয় । অতএব অামরা সব সময় ধৈর্য্যের সাথে দুুটিই করব তাহলেই আমরা অাশা করি সফলকাম হতে পারব ।