লাভ বান হয় আপনি ডিপোজিট করতে পারবেন খুব সহজেই এ জন্য আপনাকে ইনস্টাফরেক্স এর ডিপোজিট । না যদি আমরা লস করি তাহলে কি রকম হবে বলেন আপনারা । ব্রোকার লাভ বান হবার গেলে আমাদের আগে অনেক কিছু করতে হবে।
Printable View
লাভ বান হয় আপনি ডিপোজিট করতে পারবেন খুব সহজেই এ জন্য আপনাকে ইনস্টাফরেক্স এর ডিপোজিট । না যদি আমরা লস করি তাহলে কি রকম হবে বলেন আপনারা । ব্রোকার লাভ বান হবার গেলে আমাদের আগে অনেক কিছু করতে হবে।
হ্যা, বর্তমানে ব্রোকার এর ছড়াছড়ি। চারিদিকে অনেক নতুন ব্রোকার বের হয়েছে। এরা অনেক নতুন অফার করছে। নানা রকমের ডিপোজিট এবং লোভনীয় অফার দিচ্ছে। তবে নতুন ব্রোকারদের থেকে সাবধান। আপনি যদি ন্তুন কোন ব্রকার এ ইনভেস্ট করতে যান তাহলে অব্যশই দেখে শুনে নিবেন। আমার মতে ইন্সটা ফরেক্স সবচেয়ে ভালো।
আসলে ফরক্সে মার্কেটে অনেক ব্রোকার রয়েছে।একেক ব্রোকার একেক রকম।তবে আমার মনে হয় ইন্সটাফরেক্স অনেক ভালো ব্রোকার।ইন্সটাফরেক্সে ট্রেডিং করার অনেক সুবিধা রয়েছে।ইন্সটাফরেক্সের ক্লাইন্টরা এখানে ট্রেড করে অনেক সুবিধা পায় বলে আমি মনে করি।
ভাই মেটাট্রেডার এর হিসাব অনুযায়ী 1000+ ব্রোকার রয়েছে। আমি এখন পর্যন্ত 8-10 টা ব্রোকারে ট্রেড করেছি। তার মধ্যে instaforex এর মত সুযোগ-সুবিধা আমি আর কোনো ব্রোকারে পাই নাই। তাই আমার মতে এটাই বেস্ট। আপনি google search করার মাধ্যমে সব ব্রোকার বিষয় এ জানতে পারবেন।
আমি ফরেক্স মার্কেটে নতুন হলেও ফরেক্স মার্কেটে কয়েকটি ভালো ব্রোকার সমন্ধে জানি।আমার মতে এই ব্রোকার গুলো খুবিই ভালো।এই ব্রোকারগুলো হলো এক্সনেস,অয়েষ্টানএফএক্স,রোবোফরেক্স,হটফরেক্স,লি টাফরে ক্স এবং ইন্সটাফেক্স।আপনি যদি প্রশ্ন কেন এই বোকর গুলোর মধ্যে কোন ব্রোকারটি সবচেয়ে ভালো।তাহলে আমি বলবো ইন্সটাফরেক্স।
ফরেক্স ব্যাবসায় দিন দিন ব্রোকারের সংখ্যা বাড়ছে ট্রেডারের সংখ্যা ও বাড়ছে।। ফরেক্স ট্রেডিং করার জন্য একেক ব্রোকার একেক ধরনের সুবিধা প্রদান করে আসছে।। আমি মনেকরি ভাল ব্রোকার হাওজ বলতে অই ব্রোকার গুলীককে বুঝায় যে ব্রোকারের মেম্বার সংখ্যা বেশি এবং যে ব্রোকারের জনপ্রিয়তা বেশি সেটাই ভাল ব্রোকার।।
ইন্সটাফরেক্স হল সবচেয়ে ভালো ব্রোকার । আমরা যারাই এই ফরেক্স ব্যবসা করব তারা অবশ্যই যেন ইন্সটাফরেক্স ব্রোকারটি করে । কেননা ইন্সটা হল এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো ব্রোকার । যে এই ব্যবসা করে সফলতা অর্জন করতে চায় সে যেন অবশ্যই ইন্সটায় এ্যাকাউন্ট করে নেয় ।
গুগলে সার্চ দিয়ে পাবলিকের রিভিউ দেখুন, তারা বিভিন্ন ব্রোকার সম্পর্কে অনেক তথ্য দিয়ে রেখেছে। তা না পারলে যারা ফরেক্সে অভিজ্ঞ তাদের পরামর্শ গ্রহন করুন। আশা করি ভাল ব্রোকার পেয়ে যাবেন। ইনষ্টাফরেক্স যেহেতু অনেক বাঙ্গালী সহ বিশ্ববাসী টেডারদের কাছে প্রিয় তাই ইনষ্টাফরেক্স অবশ্যই একটি ভাল ব্রোকার।
আমার জানা মতে ফরেক্স মার্কেটে ভাল ব্রোকার হাউস হল ইনস্টা ফরেক্স কারন এই ব্রোকার এশিয়ার সেরা ব্রোকার তাই আমাদের কে ব্রোকার নির্বাচন অনেক জরুরি। আমার কাছে ইনস্টা সেরা ব্রোকার এই সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই।
চারদিকে নানান ব্রোকারের ছড়াছড়ি । এ
বলে ১৫০ ডলার ডিপগিট বোনাস তো অন্য
ব্রোকারের বিজ্ঞাপনে দেখি
ডিপোজিটের উপরে ২৫০ ডলার বোনাস
দিবে । আমি খুবই শংকিত যে কোন ব্রকার
হাউজে ডিপোজিট করব এবং কি রকম ্স মার্কেটে ভাল
ব্রোকার হাউস হল
যে ব্রোকার ভাল পেমেন্ট দেয়
ঝামেলা করেনা সেই ব্রোকার হাউস
ভাল,সে খানে একাউন্ট কর
সুবিধা পাব ?