-
আমি একজন নতুন ট্রেডার তাই প্রথম অবস্থায় ট্রেডিং মার্কেটে দক্ষতা অর্জন ও ফরেক্স থেকে অনেক প্রত্যশা নিয়েই আমি বোনাস দিয়ে ট্রেড করার সিদ্ধান্ত নিলাম । ফরেক্সে ট্রেড করে লাভবান হতে গেলে আমাদের অনেক বেশি পরিমাণে বোনাসের সদ্ব্যবহার করতে হবে । ফরেক্সে প্রেকটিস এর কোন বিকল্প নেই । যে যত ভালো প্রেকটিস করবে সে তত ভালো মানের একজন ট্রেডার হতে পারবে ।
-
আমি অনেকদিন আগে ফোরামে কাজ করেছিলাম এখন আবার শুরু করেছি আমি যখনই সময়ই পাই তখনই ফোরামে সময় দেয়ার চেষ্টা করি যেহেতু নতুন করে শুরু করলাম সেহেতু আমার একাউন্টে এখনো কোন বোনাস নেই তবে এ মাসে যা বোনাস পাবো তা থেকে টিকে থাকার চেষ্টা করবো।
-
আমরা জানি ইন্সটাফরেক্স এর ফোরাম সাইট ফরেক্স বাংলা তে পোস্ট করলে বোনাস মানি দেয়া হয়ে থাকে। এই বোনাস মানি দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারবেন। প্রতি মাসে ফরেক্স বাংলার ফোরাম সাইট থেকে আপনি ২৫০ ডলার ইনকাম করতে পারবেন। প্রতিদিন ৩০-৪০ টি পোস্ট করা উচিত। ফোরামের নিয়ম কানুন ভালভাবে মেনে তারপরেই পোস্ট করা উচিত। বোনাস মানি দিয়ে ট্রেড করার সুবিধা দেয়ার জন্য ফরেক্স বাংলাকে ধন্যবাদ।
-
অামরা বোনাস নিয়ে ট্রেড করলে কোন প্রকারই চিন্তায় থাকব না । কেননা চিন্তা এমন এক জিনিস যা দূর করা খুবই কষ্ট সাধ্য । অামরা ফোরাম ভালোভাবে করার চেষ্টা করব তাহলেই লাভবান হতে পারব । অামরা ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই লাভবান হতে পারব ।
-
আমরা প্রতি মাসে আমাদের বোনাস দিয়ে ট্রেড করি। আপনি যদি প্রতি মাসেই ফোরাম পোস্টিং করে থাকেন তাহলে আপনি অব্যশোই প্রতি মাসে আপনার বোনাস পাবেন। বোনাস আপনি উঠাতে চাইবেন না। কারন বোনাস যদি উঠাতে যান তাহলে একাউন্ট ব্লক করে দেওয়ার সম্ভাবন আচে।
-
হ্যা এটা সত্য আমি প্রতি মাসে ফোরাম বোনাস নিয়ে ট্রেড করি। আর আপনি যদি ফরেক্স ফোরামে পোষ্ট করে থাকেন তাহলে আপনি অবশ্যই প্রতি মাসে কিছু না কিছু বোনাস পাবেন। যদি আপনি মাসে বেশি বোনাসের আসায় পোষ্ট করেন তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিন ৩০-৪০টি পোষ্ট করতে হবে। তাহলে দেখা যাবে আপনি মাস শেষে একটা ভাল এমাউন্ট পাবে ফোরাম বোনাস। যা দিয়ে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করে ভাল মুনাফা অর্জন করতে পারবেন।
-
বোনাস একটি উৎ*সাহ প্রদানের মাধ্যম এটি ট্রেড করার উদ্দেশ্যে না এটি একটি রিওয়ার্ড মাত্র। আমাদের উচিৎ* শিক্ষার জন্য ফোরামে যোগদান করা উপার্জনের উদ্দেশ্যে নয়। তবে অনেকেই এই ফোরাম কে একমাত্র বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচনা করে। কিন্তু ফরেক্স একটি বিনিয়োগের ক্ষেত্র এখানে বিনিয়োগ ছাড়া আপনি কখনই সফল হতে পারবেন না। কোনো না কোনো সময় আপনাকে বিনিয়োগ করতেই হবে।
-
বোনাসের ব্যাপারটি হচ্ছে একজন ট্রেডারকে ফরেক্স মার্কেটে আরোও বেশি উৎসাহ প্রদান করা। যাতে করে আপনি ফরেক্স মার্কেটে প্রবেশ করে কিছু দিন ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেড করে ফোরাম বোনাস নিয়ে মার্কেট সম্পর্কে বুঝতে পারেন এটাই হল মূল উদ্দেশ্য। পরে আস্তে আস্তে আপনি ফরেক্স মার্কেটে বিনিয়োগের মাধ্যমে ট্রেড শুরু করতে পারেন।
-
আমি প্রতি মাসেই বোনাস ডলার পাচ্ছি আর তা দিয়ে ইচ্ছামতো বিভিন্ন ভাবে ট্রেড করছি৷লস ও লাভ দুটোই করছি৷মাঝে মাঝে লস বেশি হয়ে যায় আবার ভালো প্রফিটও পাই৷তবে আগের মতো এখন আর ঘন ঘন ব্যালেন্স জিরো হয় না৷আমার লোভের কারনেই বার বার লস হয়েছে৷ইদানিং নিয়মিত অল্প করে প্রফিট পাচ্ছি৷দেখি পফিটের ধারা অব্যাহত রাখতে পারি কী না৷এই লোভ আর অধৈর্য্যই আমাকে সফলতা দেয় না৷
-
ইন্সটাফরেক্স এই ফোরাম অনেক ভাল একটা উদ্যোগ কারন যাদের টাকা কম ডিপোজিট করার মত তাদের অনেক উপকার হবে, এই ফোরাম এর বোনাস দিয়ে অনেকে ট্রেড করছে আর তারা নিয়মিত লাভ করে টাকা পারছে ইন্সটাফরেক্স থেকে আপনি যদি টার্গেট করে কাজ করেন এই ফোরাম থেকে ৫০০ ডলার বোনাস নিব তারপর সেই ডলার দিয়ে ট্রেড করবো এটা অনেক ভাল হবে