-
তিনটি পদ্ধতিতে এনালাইজ করা হয়৷মাত্র ১০ ভাগ হলো ফান্ডামেন্টাল যা ঐ দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটের অবস্হা,২০ ভাগ হলো টেকনিক্যাল যা ক্যান্ডেল ফর্ম ও চার্ট প্যাটার্ণের অবস্হা ৷আর বাকী ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল অর্থাৎ ট্রেডারগণের নিজ নিজ মন-মানষিকতা ও দক্ষতা৷সবগুলোকেই গুরুত্ত্ব দিতে হবে৷তিন পা বিশিষ্ট বসার টুলের মত৷একটির সাথে অন্যটি সম্পৃক্ত৷বিশ্বের সকল ট্রেডারগণ তিন পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷
-
টেকনিক্যল এনালাইসিস দিয়ে আপনি ফরেক্স শুরু করতে পারেন । আপনি টেকনিক্যল এনালাইসিস ভাল পারলে আপনি ভাল লাভ করতে পারবেন । আপনি টেকনিক্যল এনালাইসিস ভাল পারলে আপনি ৮০ % টেড ভাল লাভ করতে পারবেন । তাই আপনার টেকনিক্যল এনালাইসিস ভাল করে সিখে তার পর অন্য এনালাইসিস ভাল করে সিখা ।
-
মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস থাকে।
যথা-
১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস ।
ফরেক্স মার্কেটে ৩ প্রকার এ্যনালাইসিস করা জরুরি।
-
ফরেক্স এনালাইসিস ছাড়া সফল হওয়া সম্ভব নয় টেকনিক্যাল এনালাইসিস দিয়ে ট্রেড শুরু করতে পারেন । তিন প্রকার এনালাইসিস এর ধারনা থাকতে হবে । যেকোন একটি দিয়ে আপনি মূল ট্রেডিং এর সিদ্ধান্ত নিতে পারেন । তবে পাশাপাশি অন্যটি সম্পর্কে ধারনা থাকতে হবে । না হলে সফল হওয়া সম্ভব নয় বলে আমি মনে করি ।
-
আমরা যদি টেকনিক্যাল এ্যানালাইসিস ব্যবহার করি তাহলেই আমরা আশা করব লাভ করার । আমরা মার্কেট এ্যানালাইসিস করব ধৈর্য্যের সহিত । যে ট্রেডার যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা টেকনিক্যাল এ্যানালাইসিস বেশী বেশী করে করার চেষ্টা রকব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করেন ।
-
ফরেক্সে তিন ধরনের এনালাইসিস প্রধানত রয়েছে । ফরেক্স করার জন্য এনালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটৈ তারাই ভালো ট্রেডার তথা সফল ট্রেডার হতে পারে যারা কিনা সর্বপ্রথম একজন ভালো বিশ্লেষক হতে পারে । একজন সফল বিশ্লেষক অনেক বেশি পরিমাণে মার্কেটের অবস্থা বিশ্লেষণ করতে পারে এবং সঠিক ফরেক্স সিদ্ধান্ত গ্রহণ করে সফল ট্রেডিং করতে পারে ।
-
ফরেক্স মার্কেটে যদি আপনি সফল হতে চান , তবে আমি বলব সব ধরনের এনালাইসিসই করতে হবে। কারন আপনি যদি এক ধরনের এনালাইসিস করেন তাহলে আপনার অন্য সমস্যা আছে কিনা বলতে পারবেন না। তাই আপনাকে ফরেক্স এ সফল হতে হলে যে তিন ধরনের এনালাইসিস আছে সব গুলোই করতে হবে।
-
ফরেক্স মার্কেটে অ্যানালাইসিস ছাড়া ট্রেড করা উচিত নয়। কেননা ভালোভাবে অ্যানালাইসিস করার মাধ্যমে মার্কেটের মুভমেন্ট বুঝতে পারা সম্ভবপর হয়ে থাকে। মার্কেট অ্যানালাইসিস তিনপ্রকার। ১. ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ২. টেকনিকাল অ্যানালাইসিস ৩. সেন্টিমেন্টালঅ্যানালাইসিস । এসবের মাধ্যমে ফান্ডামেন্টাল এবং টেকনিকাল অ্যানালাইসিস প্রধান।
-
ফরেক্স মার্কেট এ বিভিন্ন ফান্ডমেন্টাল নিউজ আছে। যেমন জব রিপোর্ট, এমপ্লয়মেন্ট রিপোর্ট, ব্যাংক ইন্টারেস্ট এর নিউজ প্রভৃতি। এই নিউজ গুলো ফান্ডামেন্টাল এর অন্তর্ভুক্ত। এই নিউজ দেখে চার্ট এর সাথে মিলিয়ে ট্রেড করাই হলো টেকনিক্যাল এনালাইসিস। এখানে দুই ধরনের এনালাইসিস ই প্রয়োজন।
-
ভাই ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস রয়েছে। যেমন: টেকনিক্যাল, ফান্ডামেন্টাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস ইত্যাদি। এর মধ্য থেকে যে কোন একটি ফলো করে আপনি কাজ করতে পারেন। তবে যা কিছুই করেননা কেন চিন্তা ভাবনা করে ধৈর্য নিয়ে, ঠাণ্ডা মাথায় কাজ করা বেশি ভাল। তবে আমার ধারনা মতে আপনি যেহেতু নতুন, সেজন্য বলব ভাই আপনি টেকনিক্যাল এনালাইসিস করে কাজ শুরু করতে পারেন,এটাই ভাল।