-
আপনি যখন ইচ্ছা কাজ করতে পারেন এতে কোন টাইম দেওয়া নেই।আপনি স্বাধীন ভাবে কাজ করতে পারবেন। তবে বেশির ভাগ লোকেরা বিকাল ৫টা থেকে রাত ১১টা পরযন্তরযন্ত কাজ করে কারন এ সময় মার্কেটের মুভ মেন্ট বেশি প্রফিট করে তাই। আমি মনে করি ফরেক্স আপনি যখন তখন কাজ করতে পারেন।
-
বাংলাদেশ সময়ে ট্রেড করার ভালো সময় বলতে কোন কিছু অাছে ফরেক্স এর ক্ষেত্রে এমন কোন নিয়ম দেখিনি। কারন ফরেক্স এর কারেন্সির উঠানামায় কারো কোন হাত নেই। যে কোন সময় অাপনার লাভ হতে পারে অাবার যে কোন সময় অাপনার লস হতে পারে। শুধু অনুসরন করা হয়ে থেকে কিছু টেকনিকেল এনালাইসিস। অতএব এটাই মুল কথা যে বাংলাদেশ সময়ে কোনটি ট্রেড করার উপযুক্ত সময় এমন কোন নিয়ম নেই। সপ্তাহে পাচদিন যে কোন সময়েই অাপনি ট্রেড করতে পারেন। সব দিন গুলো একই।
-
আমি বলব আপনার ট্রেডিং সিস্টেম এ যে সময় ট্রেড আসবে সেই সময় ট্রেড করলে ভাল হবে তা হলে আপনি ভাল করে ট্রেড করতে পারবেন আর লাভ ও করতে পারবেন অনেক বেশি তবে ফরেক্স মার্কেট বেশি মুভ করে দুপুর ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই সময় ট্রেড করলে বেশি লাভ করতে পারবেন তাই আমি বলব ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করলে লাভ করতে পারবেন বেশি
-
আপনি যদি লন্ডন সেশনে ট্রেড করেন তাহলে আপনাকে দুটি বিষয়ে সচেতন থাকতে হবে , ১) বাংলাদেশ সময় দুপুর ১২ টা থেকে রাত ১১ টা এবং অবশ্যই gbp এর পেয়ারে । একই ভাবে সিডনি সেশনে অস্ট্রেলিয়ার ডলারের সকল পেয়ারে আপনি ট্রেড করতে পারেন । আসলে সেশন হলো একটি দেশের অফিস টাইম । যেমন বাংলাদেশে সকল বড় বড় লেনদেন , অফিস-আওয়ার (সকাল ১০টা-বিকাল ৫টা) এর মধ্যে সংঘটিত হয় । এই সময়কেই বলা হয় বাংলাদেশ সেশন । একই ভাবে নিউইয়র্ক এর অফিস-আওয়ারকে বলা হয় নিউইয়র্ক সেশন । তাই যেই সময় লেনদেন যেখানে বেশি হয় , সেই সময় সেইখানেই ট্রেড করা উচিৎ* ।
-
যার যার ট্রেডিং সিস্টেম অনুযায়ী মার্কেট এ ট্রেড করতে হয়। আপনি যদি স্ক্লাপিং করতে চান তাহলে বলব লন্ডন সেশনে ট্রেড করা জন্য। কারন মার্কেট সবচেয়ে যে সময়টুকু ভোলাটাইল থাকে সেই সেশন হলো লন্ডন সেশন। আপনি যদি প্রাইচ একশঅন এ ট্রেড করেন তাহলে ভোরবেলা মার্কেট এনালাইসিস করতে হবে।
-
ফরেক্স মার্কেট ২৪ খোলা থাকে সপ্তাহে ৫ দিন। সুতরাং যেকোন সময় ট্রেড করতে পারেন। তবে কিছু কিছু সময় মার্কেট এ ভোলাটিলি বেশী থাকে তখন ট্রেড করলে ভাল প্রফিট পাওয়ার সম্ভবনা থাকে। বাংলাদেশে সময় অনুযায়ী দুপুর ২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, আবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মার্কেট ভাল অবস্থায় থাকে সুতরাং এসব সময়ে ট্রেড করলে লাভবান হতে পারেন। তবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড নিবেন।
-
আপনি ফরেক্স মার্কেটে বাংলাদেশের সময় অনুযায়ী যদি ট্রেড করতে চান তাহলে আপনাকে দুটো সেকশনে ভাগ করে নিতে হবে। আর সেটা হচ্ছে বাংলাদেশ সময় দুপুর ১২টা হতে ৩.৩০ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা হতে রাত ১২ পর্যন্ত। তবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯.৩০ মিনিট পর্যন্ত সবচেয়ে বেশি নিউজ প্রকাশিত হয়। আর এই সময়টা যদি আপনি সঠিকভাবে নিউজগুলো ফলো করে বুঝতে পারেন এবং সেঅনুযায়ী যদি ট্রেড করতে পারেন তাহলে আপনি অবশ্যই এই মার্কেট থেকে ভাল সফলতা অর্জন করতে পারবেন।
-
আপনাকে সঠিক এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করতে হবে যদি আপনি এখানে টিকে থাকতে চান । আর আপনি আপনার ইচ্ছা মতো যেকোনো সময় ফরেক্স ট্রেডিং করতে পারেন । তবে ফরেক্স মার্কেট এ আমাদের বাংলাদেশি সময় ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মার্কেট এ বেশি মুভমেন্ট থাকে বলে এই সময় ফরেক্স ট্রেডিং করা ভাল পিপ্স অর্জন করা সম্ভব ।
-
এ ব্যাপারে অনেকের অনেক মতবাদ রয়েছে, কারণ ফরেক্স মার্কেটে কয়েকটি সেশন রয়েছে যে সেশন গুলোতে ট্রেডিং করলে প্রফিট করার সম্ভাবনা বেশি থাকে। সে অনুযায়ী বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত ট্রেডিং এর জন্য উপযুক্ত সময়।কেননা এই সময়ে মার্কেটে মুভমেন্ট এর পরিমান অন্যান্য সময়ের তুলনায় বেশি থাকে। যার ফলে কোন ট্রেডার যদি এই সময়ে সঠিক দিকে সঠিক ট্রেড ওপেন করতে পারে তাহলে অল্প সময়ের মধ্যে খুব ভাল প্রফিট করতে পারবে।
-
ফরেক্স মার্কেট থেকে ভাল প্রফিট করার জন্য আমাদের দেশে হতে সন্ধা ৬ ঘটিকা হইতে রাত ১১ ঘটিকা পর্যন্ত,এ সময়ে বেশির ভাগ ফরেক্স ট্রেডার ফরেক্স মার্কেটে ট্রেডিং করে বিধায় মার্কেটের মুভমেন্ট বেশি থাকে,এই সময়ে যদি কোন ট্রেডার মার্কেট মুভমেন্ট দেখে ট্রেডিং করতে পারে তাহলে সেই ট্রেডার অনেক প্রফিট করে থাকে।