-
একাউন্ট ব্যলেন্স শুন্য হয়ে গেলে ফরেক্স আর ট্রেড করা যাবে না , ফরেক্সে আবার ট্রেড করতে হলে ফরেক্সের একাউন্টে আবার ডলার ঢুকাতে হবে তারপর ট্রেড করা যাবে । ফরেক্সে কাজ করে একাউন্ট ব্যালেন্স খুব কম শুন্য হয় । আর এই শুন্য হওয়ার পেছনেও অনেক কারন থাকতে পারে । ফরেক্সে না বুঝে কাজ করা , ট্রেডিং দক্ষতা না থাকা , বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করা । এই সব কাজের জন্য ফরেক্সের একাউন্ট শুন্য হয়ে যায় ।
-
একাউন্ট ব্যালেন্স জিরো হতেই পারে এটা প্রথম প্রথম প্রায় সবার সাথেই ঘটেছে।তবে এ নিয়ে দুশ্চিন্তা না করে আপনি ফোরামে কাজ করে যান পরবর্তীতে আপনি আবার বোনাস ডলার পাবেন এবং তা দিয়ে ট্রেড করা শুরু করতে পারবেন।তবে প্রফিট করার আগে আপনাকে ব্যালেন্সটা রিকোভারি করতে হবে মানে আপনি প্রথমে যে ব্যালেন্সটা লস করেছিলেন সেটা আপনাকে ফিরিয়ে আনতে হবে এবং তারপরই প্রফিট করতে পারবেন।
-
ফরেক্স এ কেউ লাভ করে আবার কেউ লস করে থাকে। আবার অনেকেরই ব্যালেন্স জিরো হয়ে যায়। আর এটাই ফরেক্স এর ঝুকি যে কেউ লাভ করে আবার কেউ লস করে থাকে। তবে এ থেকে আমাদের বাচার উপায় হল ফরেক্স এর বিভিন্ন ধরনের কিছু নিয়ম কানুন মেনে চলল্লে ব্যালেন্স বাচাতে পারি। ফরেক্স এর মার্কেট এনালাইসিস করে ফরেক্স এর মানি ম্যানেজমেন্ট ফলো করলে ফরেক্স থেকে আয় করা যাবে এবং ব্যালেন্স জিরো সম্ভাবনা কম হবে।
-
এ্যকাউন্টস ব্যলেন্স শুন্য হলে পরবর্তি মাসের বোনাস যুক্ত হবে। তবে কত বার এ্যকাউন্ট শুন্য হলেও একাউন্ট জীবিত থাকে এটা আমার জানা নেই। তবে বুঝে শুনে ট্রেড করুন ও মানি ম্যানেজমেন্ট করুন তাহলে এ্যকাউন্টস ব্যলেন্স শুন্য হবে না।
-
ফরেক্স মার্কেটে আপনাকে একটি কথা মনে রাখতে হবে সেটি হলে ফরেক্ মার্কেটে লাভের পাশাপাশি কিন্ত লস ও বিদ্যমান রয়েছে । মার্কেটে আপনি একটি ট্রেড নেওয়ার আগে চিন্ত করুন এই ট্রেডে আপনি কত লস করতে পারেন বা লস করার সম্ভাবন আছে । আর সেই অনুযায়ী আপনি মার্কেটে লট সাইজ নির্বাচন করে ট্রেড করুন । আশা করি সফলতা পাবেন । ধন্যবাদ ।
-
আমি আমার প্রথম ডিপোজিট করেছিলাম পাইজা এর মাধ্যমে। আমি টাকা উত্তোলন ও করি পাইজা এর মাধ্যমে। কিন্তু আমি আর একটা ট্রেডিং একাউন্ট শুরু করতে চাচ্ছি । তাই আমি ফোরাম বোনাস টা ব্যবহার করব। কারণ আমার ইনভেস্ট খুব একটা বেশি ছিল না। আর ফোরাম বোনাস ব্যবহার করলে রিস্ক অনেক কম থাকে ।
-
ফরেক্স মার্কেটের একাউন্ট থেকে ব্যালেন্স শুন্য হয়ে গেলে আমরা আবার ট্রেডিং একাউন্টে পরের মাসে ফোরামের বোনাস পেতে পারি তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হবে অনেক ভাল করে ট্রেডিং করার সময় আমাদের স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করতে হবে।
-
আমার মনে হয় আপনার একাউন্টস ব্যালেন্স শুন্য হলে, এক্ষেত্রে আপনার উত্তেজিত না হয়ে মাথা ঠাণ্ডা রেখে বিষয়টি নিয়ে ভাবতে হবে যে কি কারনে আপনার ব্যালেন্স শুন্য হল। আর যদি উল্টাপাল্টা ভেবে ট্রেড করা বন্ধ করে দেন তাহলে আপনারই ক্ষতি। তাই আমি বলব , চিন্তা ভাবনা করে ভুলটা কোথায় ছিল তা খুজে বের করে সংশোধন করা।
-
আমি ফরেক্সে এসে প্রথম মাসে পোস্ট বোনাস দিয়ে ট্রেড করে অ্যাকাউন্ট জিরো হয়ে গয়েছিল কর আমি তো ট্রেড কি সেটা বুজতান আন পরে ট্রেড ভালভাবে ট্রেড শিখে পুনাতন লস রিকভার করছিলাম। আমি যখন অ্যাকাউন্ট জিরো করে ফেলছিলাম তখন আমি খুব চিন্তাই পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি পড়ে মাথা ঠাণ্ডা রেখে ট্রেড করেছিলাম।
-
এ্যকাউন্টস ব্যলান্স শুন্য হবে এটা স্বাভাবিক । কারন ফরেক্স তো ব্যবসা । লাভ ও লস তো থাকবেই । তাই আমি মনে করি এ্যকাউন্টস ব্যলান্স শুন্য হলে আমাদের নতুন করে আবার ডিপোজিট করে ট্রেড শুরু করতে হবে । কারন লস এর ভয়ে ট্রেড থেকে দূরে যাওয়া ঠিক না । আমি এ্যকাউন্টস ব্যলান্স শুন্য হবার ভয় পাই না ।