-
আমরা আমাদের লসকে রিকভার করার চাইতে আমরা আমাদের লসের সহনীয় পর্যায় যখন একটা নিদ্দিষ্ট মানদন্ডে সেট করে দিব তখন তাকে বলা হবে স্টপ লস ঠিক করে দেওয়া । ফরেক্সে স্টপ লসের একটা আলাদা গুরুত্ব রয়েছে । ফরেক্সে যে যত বেশি পরিমাণে নিয়ম তথা শৃখ্ঙলার মধ্য দিয়ে যাবে সে তত আগে সফল হবে । অনেকে দেখা যায় যে স্টপ লস ব্যবহার করে না তারা এতে লসে পড়বে ।
-
ফরেক্স মার্কেটে কোন ট্রেডার যদি স্টপ লসের সঠিক ব্যবহার করতে না পারে তাহলে ঐ ট্রেদার বেশির ভাগ সময়ে লসের সম্মুক্ষিন হবে।স্টপ লস হল আপনি কোন ট্রেড ওপেন করলেন এবং ট্রেড আপনার বিপক্ষে মানে লসে চলে যাচ্ছে তখন আপনি স্টপ লস ফাংশন এমন খানে সেট করলেন যে আপনি যদি মার্কেটে না থাকেন তাও ঐ ট্রেড অটোমেটীকলি ক্লজ হয়ে যাবে।
-
স্টপ লস ছাড়া ট্রেড করা ফরেক্স মার্কেটে অনেক ঝুকি থেকে যাই।কোন দিন যদি মার্কেটে বড় ধরনের মুভ ঘটে আর ট্রেড যদি বিপক্ষে যাই তাহলে অনেক লসের সম্ভবনা থাকে।তাই সব সময় ফিবোনিচি এনালাইসিস করে স্টপ পয়েন্ট সেট করতে হবে।
-
আসলে আমি অনেক দিন ধরে ফরেক্স এ আছি। পরিশেষে দেখালাম যে ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য স্টপ লস অব্যশোই ব্যবহার করা উচিত। এখানে স্টপ লস ছাড়া টিকে থাকা যাবে না। হয়তো সীমিত সময়ের জন্য ফরেক্স করা যাবে লং টাইম টিক্ তে চাইলে অব্যশোই স্টপ লস ব্যবহার কর*্যতে হবে।
-
ফরেক্স স্টপ লস ও টেক পপিট খুব গুরুত্বপূর্ণ, ট্রেড বসানোর সময় স্টপ লস ও টেক পপিট বসানো উত্তম কারণ আপনার লাভ বা লসের একটি সীমা থাকা ধরকার, যখনই ঐ সীমা অতিক্রম করবে তখনই আপনি আপনার টেড্র কোলজ করে দেওয়াই ভাল। এর জন্য ট্রেড বসানো আগে প্রয়োজনে আপনি স্টপ লস আর টেক পপিট বসাতে পারেন । লোভ আর আবেগ কোনটা ফরেক্স জন্য ভাল না ।
-
আনাল্যসিস থিক থাকলে স্টপ লস ছারাও ট্রেড করে লাভ করতে পারবেন কিন্তু রিস্ক হয় যায়। মাঝে মাঝে অপ্রত্তাশিত কিছু নিউজ এসে পরে তখন স্টপ লস না থাকলে অ্যাকাউন্ট ০ হয়ে যায়। তাই অপ্রত্তাশিত দুরঘটনা এরাতে স্টপ লস ব্যাবহার করা উত্তম।
-
ফরেক্স খুবই রিস্কি একটি মাকেট।একটু ভুল ট্রেড করার ফলে আপনার ব্যলেন্স জিরো হতে পারে।আপনি যখন ট্রেড করবেন এবং আপনার ট্রেডটি যখন লসে থাকবে তখন আপনার ট্রেডটি ক্লোজ না করে যদি টেক প্রফিট দিয়ে আপনি তখন যদি ঘুমিয়েও পড়েন তাতে করে আপনার লস হবে না। স্টপ লস বা টেক প্রফিট এর মাধ্যমে আপনার ব্যালেন্স জিরো হতে বাচাঁতে পারবেন।
-
স্টপ লস ছাড়া ট্রেড করলে অবিজ্ঞ ট্রেডারদের দরকার । যে যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । যারা নতুন তারা লস এড়ানোর জন্য অবশ্যই স্টপ লস করতে পারেন । যদি স্টপ লস ঠিক করে না দেন তাহলে আপনাকে সবসময় কম্পিউটারের সামনে বসে থাকতে হবে যাতে বেশি লস না হয়। এখানেই স্টপ লস আমাদের সাহায্য করে থাকে। স্টপ লস আমাদের বেশি লসের হাত থেকে রক্ষা করে থাকে।
-
স্টপ লস ছাড়া ট্টেড করলে যেমন অনেকটা লাভ আছে। তেমনি স্টপ লস দিয়ে আপনার বেশী লস বা আপনার ক্যাপিটাল বাচাঁতে রক্ষা করে থাকে এই স্টপ লস দ্বারা। ফরেক্স মার্কেট এ যখন মার্কেট অনেকটা উঠানামা করে তখন এই স্টপ লস ব্যবহার করলে আপনি কততে স্টপ দিয়ে তা ক্লোজ করবেন তা বোঝায়।
-
আমরা জানি যে ফরেক্স এ স্টপ লস ছাড়া ট্টেড করলে যেমন আয় হয় ঠিক তেমনি লস ও হয়। ফরেক্স মার্কেট এ এই স্টপ লস ব্যবহার করলে আপনার মূল ব্যালেন্সটা অনেকটা রক্ষা করে থাকে। মার্কেট যখন অনেকটা উঠানামা করে থাকে তখন ক্লোজ করলেও ক্লোজ হয় না। তাই যদি এই স্টপ লস ব্যবহার করি তাহলে এই স্টপ লস আমাদের এই ব্যারেন্স জিরোর হাত থেকে অনেকটা রক্ষা করে থাকে।