-
ভাই একজন সফল ট্রেডারের অনেকগুলো গুণাবলী রয়েছে। সফল ট্রেডাররা সাধারণত আমাদের তুলনায় তাদের ধৈর্য অনেক বেশি, তারা সব সময় একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে কাজ করতে পছন্দ করেন, তারা তাদের সিস্টেমের বাইরে কোন কিছু করতে চান না, তারা মার্কেটকে বেশ ভালভাবে পর্যবেক্ষণ করেন ইভেনকি মার্কেটের সাইকোলোজিক্যাল বিষয়গুলোকে বেশি প্রাধাণ্য দিয়ে থাকেন এবং তারা অনেক দক্ষ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে চাইলে আপনাকে যেসব গুণাবলি অর্জন করতে হবে। সেগুলো হচ্ছে আপনার ধৈর্য্য থাকতে হবে, লোভ করা যাবে না, মানি ম্যনেজমেন্ট সঠিকভাবে করতে হবে, ট্রেডিং কৌশলগুলো সম্পর্কে দক্ষতা অর্জন করতে হব, নিউজ টাইমগুলো ভালভাবে বুঝে শুনে ট্রেডে এন্ট্রি নিতে হবে এবং মার্কেট নিয়ে পর্যাপ্ত পরিমাণ গবেষণায় লিপ্ত থাকতে হবে। আর উক্ত বিষয়গুলো যে ট্রেডার সঠিকভাবে পরিচালনা করে ভাল ট্রেড করতে পারবে সেই ট্রেডারই হবে সফল ট্রেডারের মধ্যে একজন আমি মনে করি।
-
আমিও একমত , এতদিনে যা শিখলাম তা এই তিনটি কথার মাঝেই আছে । আমরা ফরেক্স করি লাভের আশাই তাই লাভ অরে যদি ধরে রাখতে না পারি আর তার পুনরাব্রিত্যি করতে না পারলে কোন কাজেই আসবেনা আমাদের এই পরিশ্রম । তবে হ্যাঁ , আমাদের অবশ্যই আগে ফরেক্স এর যাবতীয় বিষয় গুলো ঠিক রেখে কাজ করতে হবে । তার পরেই আমরা পিপ্স বানান, পিপ্স ধরে রাখা , এবং তা পুনরায় করতে পারব ।
-
এই তিনটা গুণের একটাও আমার মধ্যে নাই তাই আমি মনে হয় কোন দিন চাইলেও সফল হতে পারব না। আমার তিনটা গুন অবশ্যই আছে - আর তা হল
লস পিপ, লুজিং পিপ এবং রিপিট। আমি কি সফল হব?
-
ফরেক্স সফলতা অর্জন করতে হলে জানতে হবে আগে ফরেক্স কি? আমরা অনেকে বোধ হয় ভাল করে বুঝিও না যে ফরেক্স মার্কেট টা কি? তারপর কিভাবে আয়ত্ব করা যায় ফরেক্স মার্কেট কে সেই সব কিছু জানতে হবে তারপর গিয়ে ডেমো ট্রেড করতে হবে যতদিন না আপনি পুরোপুরি সঠিক ভাবে ট্রেড করতে না পারেন। আমরা অনেকেই এমন আছি ৫০০০ ডলারে ডেমো একাউন্টে ট্রেড করি কোন রকমের স্টপলস-টেক প্রফিট ছাড়া দেখা যায় লাভ হয়ই যেভাবেই হোক। যদি মনে করা হয় যে ডেমোতে ট্রেড করলেই শেখা হয়ে যাবে তাহলে তো মুশিকিল তাই নয় কি?
-
হ্যা ফরেক্সে সফল হওয়ার জন্য এই তিনটি কথা গুরুত্বপূর্ন।আপনি পিপস গেইন করবেন কিন্তু ধরে রাখতে পারবেন না তাহলে কি আপনাকে সফল বলা যাবে। আপনাকে সফল হতে হলে পিপস অর্জন করলেই হবে না তা ধরে রাখতে হবে এবং নিয়মিত আপনাকে এটা চালিয়ে যেতে হবে।
-
আমিও একমত , এতদিনে যা শিখলাম তা এই তিনটি কথার মাঝেই আছে । আমরা ফরেক্স করি লাভের আশাই তাই লাভ অরে যদি ধরে রাখতে না পারি আর তার পুনরাব্রিত্যি করতে না পারলে কোন কাজেই আসবেনা আমাদের এই পরিশ্রম । তবে হ্যাঁ , আমাদের অবশ্যই আগে ফরেক্স এর যাবতীয় বিষয় গুলো ঠিক রেখে কাজ করতে হবে । তার পরেই আমরা পিপ্স বানান, পিপ্স ধরে রাখা , এবং তা পুনরায় করতে পারব ।
-
একজন সফল ট্রেডারের গুনাবলী হচ্ছে যা আমি বলতে চাই সেগুলো 11 করে বললে আমি মনে করবো এই ফোরামে আমি পোস্ট করতে সক্ষম
-
এই ফোরামে পোস্ট করার জন্য আমি মনে করি সবগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণ ভাবে চিন্তাভাবনা করে বলতে হবে এবং সফল ট্রেডারের ক্ষেত্রে যা যা বলা দরকার আমি একেক করে সবই বলবো যদি আপনারা আমার সঙ্গে থাকেন
-
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে এক হল আপনি সময় সম্পর্কে সচেতন থাকবেন আপনি আপনার ট্রেডিংকে নিয়ন্ত্রন করতে পারবেন আপনি একটু ভালো করে আয়ত্ত করে নিবেন