-
হা ফরেক্স মার্কেটেভাপনি যদি কম লটে ট্রেড কপ্রতে চান তবে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক লাভবান হতে পারবেন কারন আপনি যদি কম লটে ট্রেড ওপেন করেন তবে আপনি দেখবেন আপনার ট্রেড যদি লস হয় তবে কোন না কোন সময়ে আপনার ট্রেড লস পুশিয়ে উটবে আর আপনি লাভ করতে পারবেন।
-
জনাব,
আমি দ্বিতীয় লেভেল ভেরিফাই এর জন্য ব্যঙ্ক স্টেটমেন্ট দিয়েছিলাম। কিন্তু আমালে ডেক্লাইন করে দেয়। আমি কয়েকবার আপ্লোড করেছি। কিন্তু একই মেসেসজ দিছে যে স্টেট্মেন্ট সীল দিয়ে দিতে হবে। দয়া করে বলবেন কি সীল ছাড়া দিলে কি কারনে ভেরিফাই হবে না।
আমার জানা মতে আপনি যেই ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট নেন না কেন তা উক্ত ব্যাংকের কতৃপক্ষ সিল ও স্বাক্ষর দেওয়া থাকে। ব্যাংকের কতৃপক্ষের সিল ও স্বাক্ষর ছাড়া উক্ত স্টেটমেন্টের কোন বৈধতা থাকেনা। তাই আপনাকে ব্যাংকের কতৃপক্ষ সিল ও স্বাক্ষর সম্বলিত ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনাকে ২য় লেভেল ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
একাউন্ট ভেরিফিকেশনের জন্য ভোটার আইডি এর দুপাশের স্কান কপি প্রথম ধাপে দিয়ে থাকি ২য় স্তরে নিজের পরিচয় ও ঠিকানা রয়েছে এমন দকুমেন্টস এর স্কান কপি যেমন বিদ্যুত বিল, টেলিফন বিল বা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করে থাকি।এগুলো যখন নির্ভেজাল হবে তখন একাউন্ট ও হবে ঝামেলা মুক্ত।ইন্সটাফরেক স কর্তৃপক্ষ যে কোন সময় ভেরিফাই এর ডকুমেন্ট চাইতে পারে। আর আপনি প্রফিট করার পর যে ডলার উইথড্র দিবে সেটা উঠাতে আপনার অব্যশই একাউন্ট ভেরিফাই করতে হবে।
-
আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করার মূল উদ্দেশ্য হলো আমাদের একাউন্টটি যাতে কোনো ধরনের ভুল তথ্য বা প্রতারনা মূলক বা কোন তথ্য দিয়ে ওপেন করতে না হয় বা ডুপ্লিকেট না হয় তার জন্য আমাদের একাউন্ট ভেরিফিকেশন করতে হয়। এই জন্য আমাদের সেকেন্ড লেভেলে ঠিকানা ভেরিফাই করতে হয়। তার জন্য আমাদের ব্যাংক স্টেটমেন্ট, বৈদ্যুতিক বিলের কপি, কিংবা অন্য কোনো ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হয়। সেখানে স্পষ্ট রেজুলেশন এবং সিল সম্পূর্ণ সাইন থাকতে হবে তাহলে আপনার একাউন্টি ভেরিফাই হবে।
-
আপনার জমা দেওয়া রেকর্ড ফরেক্স ভেরিফিকেশন ম্যানেজারের কাছে সন্তোষজনক নাও হতে পারে। কোনও উদ্বেগ নেই, আপনি নিশ্চিতকরণ স্তরটি পাস করতে পারেন ২. কেন আপনার রেকর্ডটি বেশি বা কমতে থাকে তার কারণগুলি নিষ্পত্তি করার চেষ্টা করুন। আপনার রেকর্ডটি স্থির এবং চিহ্নিত না হওয়া ইভেন্টে সেই সময়ে সীল এবং সেই বিন্দুতে আউটপুট সাইন করুন এবং সিদ্ধান্তটি পুনরায় পাঠান। অফ সুযোগ যে না, সেই সময়ে অন্য একটি রেকর্ড খোলা যেতে পারে। তবুও, প্রধান টাই চেক স্তর 2 পাস হয়েছে কিনা তা যাচাই করুন।
-
আমিও এই রকম সমস্যার মধ্যে 1 মাস গিয়েছে কতবার ফাইল আপলোড দিয়েছি আর রিজেকশন করেছে। তারপর ইন্সটাফরেক্স এর হেল্পলাইনের মাধ্যমে যোগাযোগ করে সমস্যার সমাধান করেছি। সকলেরই উচিত যে কোনো ধরনের সমস্যা সাপোর্টে গিয়ে সাহায্য চাওয়া। আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে ঠিকানা একাউন্ট ওপেন করার সময় দিয়েছেন সে আলোকে আপনি ডুকোমেন্ট সাবমিট না করলে আপনার ভেরিফিকেশন নিবে না।
-
নিম্নে সমস্যা ২ টি দেওয়া হল :
(১) এ্যাকাউন্টের ঠিকানা আর ভেরিফাইয়ের ঠিকানা ঠিক না থাকলে ।
(২) যে ঠিকানা আপলোড করব সেটি সাইজ ২ এমবির নিচে থাকতে হবে ।
-
ফরেক্স মার্কেটে ভেরিফিকেশন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফরেক্স মার্কেটে আয় করতে হলে অবশ্যই ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনের জন্য ভোটার আইডি এর দুপাশের স্কান কপি প্রথম ধাপে দিয়ে থাকি ২য় স্তরে নিজের পরিচয় ও ঠিকানা রয়েছে এমন দকুমেন্টস এর স্কান কপি যেমন বিদ্যুত বিল, টেলিফন বিল বা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করে থাকি।এগুলো যখন নির্ভেজাল হবে তখন একাউন্ট ও হবে ঝামেলা মুক্ত।তাই একাউন্ট ভেরিফিকেশনের জন্য সবসময় সঠিক তথ্য প্রদান করা উচিত।তবে ২য় স্তরে আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভেরিফাই করতে চান তাহলে কালার্ড কপি চাইতে পারে।
-
আপনি দ্বিতীয় ভেরিফিকেশনে কি ধরনের ডকুমেন্ট আপলোড করেছেন? তা জানালে আপনার সমস্যার সমাধানে অনেকটাই সুবিধা হত। কতৃপক্ষ আপনাকে কেন Decline সে সম্পর্কে বিস্তারিত হয়ত আপনার মেইলে দিয়ে দিয়েছে। মেইল চেক করে দেখুন। যদি সে রকম কোন তথ্য আপনি না পান তাহলে তাদের হেল্প লাইনে যোগাযোগ করুন। সমাধান পেয়ে যাবেন।