সফল ট্রেডার হতে হলে আগে লোভকে তাগ করতে হবে। যে স্ট্রেটিজি মার্কেট এ ভাল রেজাল্ট দেয় সেই স্ট্রেটিজি নিয়ে ডেমোতে প্র্যক্টিস করতে হবে। ডেমো করার সাথে অল্প ডোলা দিয়ে রিয়েল ট্রেড ও করা যেতে পারে। আর রিয়েল ট্রেড এ মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।
Printable View
সফল ট্রেডার হতে হলে আগে লোভকে তাগ করতে হবে। যে স্ট্রেটিজি মার্কেট এ ভাল রেজাল্ট দেয় সেই স্ট্রেটিজি নিয়ে ডেমোতে প্র্যক্টিস করতে হবে। ডেমো করার সাথে অল্প ডোলা দিয়ে রিয়েল ট্রেড ও করা যেতে পারে। আর রিয়েল ট্রেড এ মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।
ফরেক্স রিস্কি ব্যবসা জেনেও আমরা ফরেক্স করে থাকি। কারন আমরা জানি ফরেক্স থেকে অফুরন্ত আয়ের সুযোগ রয়েছে। ফরেক্স করে অনেকে ধনী হয়েছেন। ফরেক্স সফল হওয়ার জন্য ট্রেডিং বিষয়ে অভিজ্ঞ হতে হবে। আস্তে আস্তে ট্রেড করতে করতে আমরা দক্ষ হতে পারি।
সফল ট্রেডার হতে হলে আপ্নারে ফরেক্স এর সকল বিষয় জানতে হবে , বুঝতে হবে তাছাড়া আপনি সফল ট্রেডার হতে পারবেন না । সফল ট্রেডার হিসাবে আমি মনে করি যে আমরা যদি এই ফরেক্স টা ভাল করে শিখতে পারি তাহলে ট্রেড করে অনেক লাভবানহতে পারবো ।
ভাই ভয় পাওয়ার কিছুই নেই। ভয় করলে কোনকিছু বা কোন কাজেই সফলতা পাওয়া যাবেনা। নতুন অবস্থায় এই ব্যবসাটাকে বুঝতে এবং করতে অনেক সমস্যা কিংবা বাঁধা আসবে, সেগুলোকে সমাধান করে করে আপনাকে সামনে এগুতে হবে। আর তাছাড়া আমরা এই ফোরামের সকল সদস্যগণ আপনাকে সবসময় সহযোগিতা প্রদান করতে সর্বদা প্রস্তুত রয়েছি। কেননা আপনি যদি এই ফরেক্স ব্যবসা সংক্রান্ত কোন কিছু আপনার অজানা থেকে থাকে তাহলে আপনি এই ফোরামে প্রশ্ন করলেই সব তথ্য পেয়ে যাবেন, এবং আশা করা যায় যে আপনার অনেক সমস্যার সমাধানও আপনি পেয়ে যাবেন।
আমি নিজেও নতুন ট্রেডার তারপর আমি সফল ট্রেডারদের কাছ থেকে কিছু জানতে পেরেছি কিভাবে সফল হওয়া যায় এই মার্কেটে। আমি সবার মাঝে সেগুলো শেয়ার করতে চাই যেমন : মার্কেট নিয়ে চিন্তা কম করা, অধিক ট্রেড না করা, লোভ না করা, লং টাইম ফ্রেমে ট্রেড করা যেমন : ডি১ চার্টে, কম ভরিয়ূমে ট্রেড করা, সব সময় ট্রেড না করা, সুযোগ বুঝে ট্রেড করা, মার্কেট অধিক এনালাইসিস করা, মানিম্যানেজমেন্ট ভালভাবে ফলো করা, প্রাথমিক ভাবে বেশী দিন ডেমো ট্রেড করা ইত্যাদি। আরও অনেক কিছু আছে যা অনুসরন করলে মার্কেট এ টিকে থাকা যাবে এবং সফল হওয়া যাবে।
ফরেক্স মার্কেট এ সফল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট এ লেগে থাকতে হবে, আর নিয়মিত ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখতে হবে আপনি আগের ভুল গুল বারবার করা যাবে না তাহলে আপনি ফরেক্স মার্কেট এ খুব তারাতারি সফল হতে পারবেন তাই আপনি যদি ভাল করে শিখতে পারেন তা হলে রিস্ক ফ্রী ভাবে ট্রেড করতে পারবেন ফরেক্স মার্কেট এ
ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে চাইলে আপনাকে অবশ্যই ধৈর্য্য ধারণ করতে হবে আর লোভকে পরিহার করতে হবে। পাশাপাশি আপনাকে মানি ম্যনেজমেন্ট সম্পর্কে সঠিক জ্ঞান অনুধাবন করতে হবে। এবং টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল সম্পর্কে গভীরভাবে এনালাইসিস করতে হবে। পাশাপাশি নিয়মিত ডেমো অনুশীলন করতে হবে। তাহলে আপনি অবশ্যই ভবিষ্যতে খুব তাড়াতাড়ি ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হতে পারবেন।
প্রত্যেকে সফল ভাবে ট্রেড করে প্রফিট করতে চায়।।কিন্তু নানা কারনে তাদের সফলতা লাভ কঠিন হয়ে ওঠে। যেমন লোভ, ফরেক্স সম্পর্কিত জ্ঞানের অভাব, না বুঝে ট্রেড করা ইত্যাদি। যেগুলার কারনে লস করে হতাশ হয়ে আগ্রহ দমে যায়। তাই ডেমো প্রাকটিস করে যথেষ্ট সময় নিয়ে রিয়েল ফরেক্স এর দুনিয়ায় প্রবেশ করা উচিত। তাহলে সফল হবেন, আশা করা যায়।
আমার মতে আপনি যদি সত্যিই একজন সফল ফরেক্স ট্রেডার হতে চান তাহলে এখানে বিষয়গুলি অনুসরন করতে পারেন এগুলো আপনার সফলতা অর্জনের পথকে আরও সহজ করে দিবে বলে আমি মনে করি। আপনি প্রথমে ফরেক্স সম্পর্কিত কিছু বই পড়ুন, টেকনিক্যাল এনালাইসিস , ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস সম্পর্কিত বিষয়াবলী ভালমত বুঝে এর সঠিক ব্যবহার করা জানুন, সঠিক মানি-ম্যানেজম্যান্ট করে ট্রেড এন্টি করা শিখুন , ভাল একটি ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী ও স্ট্র্র্যাটেজির সকল নিয়ম কানুন সঠিকভাবে মেনে ট্রেড করা শিখু্ন।স্ ট্র্র্যাটেজির সাথে সকল নিয়মকে ব্যবহার করে অন্তত ১২-১৮ মাস ডেমো ট্রেড করুন ।
ভাই ফরেক্স মাকেটে সফল হতে হলে আমি মনে করি ডেমো পারতিস করতে হবে ফরেক্স মাকেট থেকে সফল হতে হলে ডেমো পারতিস করতে হবেই | ডেমো পারতিস ছারা ফরেক্স থেকে আয় করা সম্ভব না ফরেক্স মাকেটে আপনি যত বেশি ডেমো পারতিস করবেন আপনি তত ফরেক্স থেকে সফল হতে পারবেন |