-
আমিআমি আপনার সাথে একমত।ফরেক্সের মত গতিশীল মার্কেটে অবশ্যই স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহারও করতে হবে। কেননা একবার মার্কেট ১০০ পিপস উঠলে আবার ৫০ পিপস নেমমে যেতে পারে।এভাবে ফরেক্স মার্কেটে উঠা আর নামার মাধ্যমেই ট্রেড করতে হয়। এজন্য প্রতিটি ট্রেডে স্টপলস এবং টেকপ্রফিট সেট রাখতে হবে।
-
মনে করেন আপনি একটি ট্রেড ওপেন করলেন বাই এ থখন যদি মার্কেট দাওন এ যাই তখন আপনি লস খাবেন। আর আপনি যদি একটি ট্রেড সেল এ ওপেন করেন তখন মার্কেট যদি দওন হই তখন আপনি লাভ করবেন। এটাকে লস লাভ বলে।
-
ফরেক্স এ টেক প্রফিট ও স্টপ লস অনেক গুরুত্ত্বপূর্ণ বিষয়। এটি ব্যবহারের মাধ্যমে আপনি কতটুকু লাভ নেবেন আর কতটুকু লস করবেন তা ঠিক করতে পারেন। আমি মনে করি এটি ব্যবহার করা সবার জন্য ভালো।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে অনেক নিয়ম কানুন জানতে হয় তার মধ্যে একটি হল স্টপ লস টেক প্রপ্রিট। আমাদের অনেকের লসের আরেক কারন হল সঠিক ভাবে স্টপ লস ব্যাবহার বরতে না পারা। তাই আমাদের কে সঠিক ভাবে স্টপ লস ব্যাবহার কররতে হবে।
-
ফরেক্স মার্কেট এই ট্টেড প্রফিট ও স্টপ লস অনেকটা সুবিধা করেছে ফরেক্স মার্কেট এর জন্য। ফরেক্স মার্কেট যখন অনেকটা মুভমেন্ট করে এবং উঠানামা করে তখন আমাদের ব্যলেন্স কমে যায় এবং লস হয়। তাই এই স্টপ লস ও ট্টেড প্রফিট করে রাখলে অনেকটা সুবিধা হয়। ট্টেড প্রফিট করলে আপনি কত টাকা লাভ করে তা ক্লোজ করবেন তা *সুবিধা করে এবং স্টপ লস হল আপনি কত টাকা লস বা স্টপ লস করে দিবেন তা নিদিষ্ট করে র্মাক করে ক্লোজ করে দিবেন তা বোঝায়।
-
ফরেক্সে স্টপ লস ও টেক প্রফিট এর মাধ্যমে আমরা আমাদের অনেক বিষয়ে নিয়ন্ত্রন করতে পারি । যেমন স্টপ লস ব্যবহার করার মাধ্যমে আমরা লসকে নিয়ন্ত্রনে রাখতে পারি এবং টেক প্রফিট অপশন ব্যবহার করে আমরা লাভের একটা অংশ খুব দ্রুত মার্কেট থেকে নিয়ে বেরিয়ে যেতে পারি । ফরেক্সে স্টপ লস ও টেক প্রফিট অপশন ব্যবহার করেএকজন ট্রেডার অনেক লাভবান হরেত পারে ।
-
প্রতিটি ট্রেডেই আমাদের উচিত টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করা। আপনি টেক প্রফিট ও স্টপ লস ছাড়া ট্রেড করতে পারেন কিন্তু সেই এ্যাকাউন্টে রিক্স থেকে যায়। আপনি যদি স্টপ লস ব্যবহার না করেন তাহলে আপনার বড় ধরনের লসের সম্ভাবনা থেকে থাকে। আর *যদি আপনি স্টপ লস ব্যবহার করেন তাহলে আপনি বড় ধরনের বিপদের হাত হতে রক্ষা পেতে পারেন। টেক প্রফিট ব্যবহার না করলেও সমস্যা নেই কিন্তু আপনার উচিত স্টপ লস ব্যবহার করা।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস ও টেক পপিট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ট্রেড বসানোর সময় স্টপ লস ও টেক পপিট বসানো উত্তম কারণ আপনার লাভ বা লসের একটি সীমা থাকা ধরকার, যখনই ঐ সীমা অতিক্রম করবে তখনই আপনি আপনার টেড্র ক্লোজ করে দেওয়াই ভাল। এর জন্য ট্রেড বসানো আগে প্রয়োজনে আপনি স্টপ লস আর টেক পপিট বসাতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস হল আপনি কন ট্রেড ওপেন করলে ঐ ট্রেড যদি আপনার বিপরিতে যাই তাহলে আপনি যদি বেশি লস করা হাত থেকে রক্ষা করে ওই টুলস টি।ধরুন আপনি আপনি গোল্ডে ট্রেড করেছেন ১১৯০ তে সেলে ওই ট্রেড যদি বিপরিতে যাই তাহলে বেশি লস হবে আপনি যদি ১১৯৫ তে সেট করে দেন তাহলে ঐ খানে গিয়ে ট্রেড আপনার অটোমেটিকলি কেটে যাবে।আর টেক প্রফিট হল আপনার ট্রেড যদি আপনার পখে যাই তাহলে একটা নির্দিস্ট লাভ নিয়ে ট্রেড ক্লজ হয়ে যাবে।
-
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্সে এটি খুবই গুরুত্ত বহন করে ধরুন আপনি বিভিন্ন এনালাইসস, বিভিন্ন অর্থনৈতিক নিউজ বা ফরেক্স সমন্ধে আরো বিস্তারিত জেনে মনে করলেন যে আগামী ১ঘন্টা বাজার উপড়ে যাবে এবং আপনি সেই ভাবে বাই এ ধরলেন কিন্তু দেখা গেল যে আপনি ধরার পরে বাজার নিম্নমুখি তখণ আপনি একটি নির্দিষ্ট স্টপ লস দিয়ে রাখলে এর বেশি আপনার লস হবে না।