আমরা যারা চাকরী করি তাদের প্রত্যেকের সকালে ঘুম থেকে উঠে অফিসের প্রস্তুতি নিতে হয়। অফিসে যাওয়ার আগে তেমন গুরুত্বের সাথে ট্রেডও করা যায় না। বিশেষ করে যারা চাকরী জীবি তাদের বেশির ভাগের সময় হয় চাকুরীর পরে
Printable View
আমরা যারা চাকরী করি তাদের প্রত্যেকের সকালে ঘুম থেকে উঠে অফিসের প্রস্তুতি নিতে হয়। অফিসে যাওয়ার আগে তেমন গুরুত্বের সাথে ট্রেডও করা যায় না। বিশেষ করে যারা চাকরী জীবি তাদের বেশির ভাগের সময় হয় চাকুরীর পরে
প্রতিটি ফরেক্স ট্রেডারকেই ট্রেডিং করার জন্য নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করে নেয়া প্রয়োজন। যদিও ফরেক্সে ২৪ ঘন্টাই ট্রেডিং করা যায়। কিন্তু আপনার সুবিধামত একটি নির্দিষ্ট সময় বেছে নেয়া প্রয়োজন। ধন্যবাদ
আমিও আপনার সাথে একমত , ফরেক্স মার্কেট 24 ঘন্টাই খোলা থাকে .... যারা ট্রেডার তাদের প্রত্যেকই তাদের একটি সময় মত তারা কাজ করে থাকে ... আমিও তার ব্যতিক্রম নয় , আমি সন্ধার পর ট্রেড করতে অনেক বেশি পছন্দ করি কারন অই সময় সব থেকে বেশি নিউজ থাকে এবং বেশি প্রভাব পড়ে মার্কেটে ।
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন এবং ২৪ ঘণ্টা ওপেন থাকে তাই যার যখন খুসি তখন সে ট্রেড করবে এটাইত এই বাবসার মুল জিনিস । ।আর আপনি যদি চাকরি করেন তাহলে অবসর সময়ে ট্রেড করতে পারেন ।
তাই আপনি সন্ধার পরে ট্রেড করবেন না সন্ধার আগে করবেন সেটা আপনার বিষয় । তবে সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে। তাই এ সময় ট্রেড করে লাভ করা যায় অল্প সময়ে ।
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । ফরেক্স ব্যবসার জন্য নির্দিষ্ট কোন টাইম নেই । এ ব্যবসা দিনে ২৪ ঘন্টাই করা যায় । তবে তারপরেও ফরেক্স ব্যবসার জন্য একটি টাইম যার যার সুবিধা অনুযাই বের করে নেয়া উচিত । কারণ কম বেশি সবাই ফরেক্স ছাড়াও অন ব্যবসা বা চাকরির সাথে জরিত আছে । আর একটি টাইম নির্ধারন করলেও এটা বুঝায় কোন কাজটা থেকে কত লাভ হচ্ছে । তাই একটি নির্দিষ্ট টাইম কি করে নেয়াই ভাল ।
ট্রেডিং শুরু করার আগে নিজের স্ট্রাটেজি ঠিক করে নেয়াটা জরুরি। কোন সময় ট্রেড করলে বেশি প্রফিট হয়, কোন সময় ট্রেড করলে লসের সম্ভাবনা থাকে সেটা আগে থেকে ঠিক করে নেয়া ভাল। এই সময় কে ঠিক করে নিলে ফরেক্স এ তাড়াতাড়ি লাভ করা যায়। আমার মতে ডে ট্রেড এর জন্য দুপুর ১টা থেকে রাত ১০ টা ভাল।
আসলে আমরা বেশীরভাগ মানুষই সন্ধ্যার পর ট্রেড করে থাকি , কারণ আমরা যারা চাকুরীজীবী আছি তারা সাধারণত এই সময়টায় ফ্রি থাকি । আর কাকতালীয় ভাবে এই সময়টাতেই মার্কেটের অবস্থানও বেশ লক্ষণীয় । যাই হোক সন্দ্যার পরেই হল ট্রেড করার উপযুক্ত সময় ।
কেউ যদি চাই যে ২৪ ঘন্টাই ফরেক্স ট্রেডিং করবে কোন ব্যাপার না সে করতে পারে, কারণ ফরেক্স বাজার ২৪ ঘন্টাই খোলা তাকে। তবে একটা মানুষের পক্ষে কখনও ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব নয় তাই সে তার পছন্দ মোতাবেক সকাল বিকাল সন্ধ্যা বা রাত একটি নির্দিষ্ট সময় নির্ধারন করে ট্রেড করে থাকে। আসলে এটা সম্পূর্ন নিজের উপরই নির্ভর করে।
ফরেক্স ট্রেডিংয়ের জন্য সন্ধার সময়টাই যে একেবারে পারফেক্ট আসলে বিষয়টা কিন্তু ঠিক তা নয়। ফরেক্স ট্রেডিংয়ের পারফেক্ট সময় কখন এটি ঐ ভাবে নিদিষ্ট করে কারর পক্ষেই বলা সম্ভাব না তবে হ্যা যদি কোন দিন সন্ধার ঐ সময়টায় মার্কেট মুভমেন্ট অনেক ভাল থাকে তা হলে ঐ দিনের জন্য সন্ধার ঐ সময়টাই পারফেক্ট ট্রেড করার জন্য।
ন।হ্যা ফরেক্স এর কোন নির্দিষ্ট টাইম টেবিল নেই। ২৪ ঘন্টাই করা যায়। তবে দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬ তা পর্যন্ত বেশি ভলাতাইল হই। তারপরও এক এক জন তাদের সুবিধা অনুযায়ী কাজ করতে পারে।
আপনি যখন ফ্রী থাকবেন তখনে করতে পারবেন... কোন বাধ্যবাধকতা নেই ভাই। এটাই ফরেক্সের আসল মজা।