-
ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । শুধু ফরেক্স ব্যবসা বলে না অন্য ব্যবসায়ও অল্প পুজিতে বেশি লাভের আশা করা ঠিক না । এই জন্য তো আমি অনেক বড় এমাউন্ট ইনভেষ্ট করেছি । আমি বলি যে সকল ট্রেডারদের বড় এমাউন্ট ইনভেষ্ট করা উচিত ।
-
অল্প পুজিতে আপনার বেশি লট ব্যবহার করতে হবে। আর সেটা আপনার একাউন্টর এর জন্য রিস্ক। আর যদি বেশি ব্যালেন্স থাকে তাহলে কোন সমস্যা নেই। আপনি যদি ২০০ ডলার ও ইনভেস্ট করেন ৫% রিসক নিলে আনি ০.১০ সেন্ট দিয়ে ট্রেড করতে পারবেন। যা ভালো প্রফিট করা সম্ভব।
-
অল্প পুজি বেশি প্রফিট এর আশা করা উচিত নয়। অল্প পুজি নিয়ে বেশি প্রফিট এর আশা করলে একাউন্ট যিরো হওয়ার সম্ভবনা বেশি . তাই আমাদের উচিত অল্প পুজি নিয়ে অল্প লাভের আশা করা . তাহলে আমরা ফরেক্স মার্কেটে বেশী দিন টিকে থাকতে পারব।
-
অল্প পুঁজি দিয়ে বেশি লাভের আশা তারাই করতে পারে যাদের ফরেক্স এর উপর আছে বিশাল দক্ষতা । আমরা যারা ফরেক্সে ট্রেড করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করে টিকে থাকতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে দক্ষতা প্রয়োজন । যার বেশি দক্ষতা আছে তার অল্প পুঁজি দিয়েও ভালো কিছু করতে পারবে । ফরেক্সে ট্রেডিং এর জন্য একজন ট্রেডারকে খুব বেশি পরিমাণে চেষ্টা আর পরিশ্রম অব্যহত রাখতে হবে ।
-
আমি বলবো ফরেক্সে অল্প পুঁজি দিয়ে বেশি লাভের আশা করা মোটেই উচিৎ হবে না। কারন আপনি আপনার প্রতিটা ট্রেড একই রকম লর্ট সাইজ দিয়ে তো আর করবেন না সেদিকটা ভাবলে দেখা যাবে যে আপনার মেইন ব্যালেন্সের বেকাব সেটা পুরোপুরি হবে না, অর্থাৎ ব্যালেন্সের কোন বেকাপ থাকছে না, ইকুয়িটি নীল হবার সম্ভাবনা রয়েছে। তাই আপনার পুজি যত বাড়াবেন আপনার উপার্জনও ততই একটু করে বাড়াতে পারবেন।
-
অল্প পুজি বেশি লাভের আশা করা একদমই ঠিক না। অল্প পুজি বেশি লাভের আশা করে যারা তাই ব্যালেন্স জিরো করে ফরেক্স থেকে ছিটকে পরে। ১০% থেকে ১৫% প্রফিটের আশা করুন তাহলে লসের সম্ভাবনা খুবই কম থাকবে। আর ব্যালেন্স জিরো করতে না চাইলে স্টপ লস ব্যাবহার করুন। বেশি বেশি ট্রেড থেকে বিরত থাকুন।
-
আমার মতে মোট কথা ফরেক্স মার্কেটে আপনার নির্দিষ্ট কোন স্ট্রেট্রেজি ছাড়া সফলতা সম্ভব না । ফরেক্স মার্কেটে আপনি যখনই অতি লোভে পড়ে আপনার স্ট্রেট্রেজির বাহিরে যাবেন তখনই আপনি ধরা খাবেন । মার্কেটে আপনি আপনার পুজির উপর ভিত্তি করে মানি ম্যানেজমেন্টে মাধ্যমে ঠিক করে নিন আপনি মাসে শতকরা কতটুকু ফিডব্যাক আশা করেন ।
-
অল্প পুজি দিয়ে বেশি লাভ এর আশা করাটা কখনই ঠিক না। আর আমার মনে হয় বেশিরভাগ ট্রেডাররাই এই কারণে তাদের মুলধন হারায়। কারণ তারা অল্প পুজি নিয়ে বেশি লাভ করার চেষ্টা করে। সর্ব প্রথম আমাদেরকে মনে রাখতে হবে এই ব্যবসা এতটা সহজ না। আমরা যদি এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে চাই তাহলে আমাদেরকে সকল নিয়ম কানুন মেনে ট্রেড করতে হবে। আর কখনই বেশি লোভ করা যাবে না। কারণ লোভ কখনই ভাল দিক বয়ে আনে না।
-
আমার মতে অল্প পুজি দিয়ে বেশি লাভ করার আশা করা মোটেও ঠিক না। আর এ কারণেই বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে এসে লস করে থাকে। তাই আমাদের সব সময় মনে রাখা উচিত আগে এই ব্যবসাকে কিভাবে বুঝা যায় এবং কিভাবে সহজ করা যায় সেই বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। তারপর নিয়ম অনুসারে আপনাকে ট্রেডিং কৌশল পরিচালনা করে মুনাফা উপার্জন করতে হবে। তাহলে আপনি মোটামুটি সফলভাবে ট্রেড করতে পারবেন। এবং ক্রমানয়ে আপনারে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি বেশি লাভের চিন্তা করতে পারেন।
-
আমি মনে করি অল্প মুলধন দিয়ে বেশি লাভ আসা করা মোটেই যৌক্তিক নয়।তাতে হিতে বিপরীত হতে পারে। আমাদের সকলের উচিত অল্প মুলধন দিয়ে ট্রেড করার সময় লোভ সামলিয়ে ট্রেড করা। তাহলে মার্কেটে টিকে থাকা সম্ভব হবে। আর তা না হলে সব হারিয়ে বিদায় নিতে হবে।