-
হ্যা আমি আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে সফলতা লাভ করতে পারবো যদি আমরা ফরেক্স মার্কেট ভাল ভাবে বুঝতে সক্ষম হই । আপনাকে আস্তে আস্তে আগাতে হবে এক সাথে বেসি ট্রেড করা যাবে না । অল্প অল্প ট্রেড ধরতে হবে আপনি বেশি বলিয়মে ট্রেড করলে লস খাওয়ার সম্ভাবনা থাকেবে । তাই আপনাকে সফলতা অর্যন করতে হলে ধর্য্য ধরে মার্কেটে কাজ করতে হবে । তাহলেই আপনি আমি সফল হতে পারবো ।
-
একদম ঠিক বলছেন ভাই, কিন্তু একটি ভাল সিস্টেম কোথায় পাব যা অনেকদিন থেকেই তো খুঁজছি। আসলে একটি সিস্টেম খুঁজছি যা যুগ যুগ ধরে চলতে থাকে এবং প্রফিট দেয় ফরেক্স থেকে আমার জানা নেই তবে অনেকেই ইহা জানে এবং প্রফিটও করছে।
-
ফরেক্স লাইফে সবাই আশা করে শুরু করে মাসে একটা ভালো প্রফিট করতে পারবে। কিন্তু তা কয়জনে পারে। হাতে গোনা কয়েকজন ফরেক্স এ টিকে থাকতে পারে। ফরেক্স এ আমি তিন বচ্ছর ধরে আছি। এই বচ্ছরে মাত্র একাবার ২০ ডলার লাভ করেছিলাম এবং সেটা উত্তোলন করেছিলাম।
-
নিজের ধৈর্য্য ও প্ররিশ্রমই হচ্ছে সফলতার চাবিকঠি। ধৈর্য্য সহকারে কোনো কাজ করলে তাতে অবশ্যই সফল হওয়া যায়। তাই দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য্য সহকারে প্ররিশ্রম করে কাজ করলেই অবশ্যই ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে একদিন না একদিন সফল হবই। ধৈয্য সহকারে ফরেক্স এ কাজ করলে এখান থেকে সফল হওয়া সমব্ভ। কষ্ট করলে যে কোন কাজে সফল হওয়া যায়। আমি বিশ্বাস করি যে আমার কষ্ট বিফলে যাবে না। আর পৃথিবীতে এমন কোন কাজ নাই যা মানুষের দ্বারায় সম্বব না। মানুষ ইচ্ছা করলে যে কোন কাজ করতে পারে এবং সফলতা অর্জন করতে পারে।
-
অবশ্য, ফরেক্স এ একদিন সফলতা আসবে। যদি আমরা ফরেক্স এর ব্যপারে পড়াশুনা করি এবং প্রতিদিন একটু একটু করে জানার চেষ্টা করি, মার্কেট দেখতে থাকে এবং এনালিসিস করে ট্রেড করি তাহলে আমাদের সফলতা আসবে। বড় কোন সফলতা আসতে সময় লাগে সাথে লাগে প্ররিশ্রম এবং ধৈর্য্য। যার এ পাওয়ার চেষ্টা আছে সাথে প্ররিশ্রম তাহলে সেটা অবশ্য আপনার নাগালে আসবে এবং এটা থেকে আপনি লাভবান হবেন।
-
হ্যা এই কথাটা আমি পুরোপুরি বিশ্বাস করি কেননা আমি মনে করি একজন ট্রেডার যদি মনে করে তার নিজের আত্মপ্রত্যয় ও অধ্যাবসায় দিয়ে ফরেক্স সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এমনকি ফরেক্স এর খুটিনাটি বিষয়গুলো দ্রুত নিজের মধ্যে আয়ত্ব করে নিতে পারে কঠোর পরিশ্রমের মাধ্যমে পাশাপাশি ধৈর্য্য এবং লোভকে পরিহার করে ট্রেড করার মত ক্ষমতা অর্জন করতে পারে তাহলে সে অবশ্যই এই মার্কেটে একদিন সফলতা অর্জন করতে পারবে। কারণ কথায় আছে ধৈর্য্য থাকলে সফলতা একদিন আসবেই।
-
অবশ্যই চেষ্টা করলে যে কোন কাজে একদিন সফলতা আসবেই । মনে হচ্ছে আপনি নতুন, সেজন্যই বলব আপনি মনে প্রাণে কমপক্ষে ৩ থেকে ৪ টা বছর এই মার্কেটের পিছনে সময় দেন, জ্ঞান অর্জন করেন, অভিজ্ঞতা বাড়ান, ডেমো ট্রেড করেন, যেটা বুঝতে পারবেননা ফোরামের সদস্যদের নিকট জেনে নিন, প্রশ্ন করুন আমরা সবসময় আপনার সাথে আছি ।
-
মানুষ পারে না এমন কোনো কাজ নেই। একজন মানুষ *যদি ধৈর্য্য সহকারে কোনো কাজ করে তাহলে সে সফল হবেই। তেমনি ফরেক্স মার্কেটে ও যদি মানুষ কঠোর পরিশ্রম করে তাহলে সে অবশ্যই সফল হবে। আর একজন সফল ট্রেডার হতে পারবে।
-
ফরেক্স মার্কেটর মজা এখানেই। প্রতিটি ট্রেড একটি রোমাঞ্চ দেয়। সেটা যখন যুক্তি দিয়ে ব্যখ্যা করা যায় তখন আরো ভালো লাগে...
জ্ঞান অর্জন করার মাধ্যমে জিবীকা অর্জন করার সুযোগ করে দেয় ফরেক্স..
যারা পড়তে ভালবাসে তাদের জন্য ফরেক্স আর্দশ একটি পেশা হতে পারে...