-
ফরেক্স ট্রেড করার জন্য পূর্বপরিকল্পিত এবং দক্ষতা অভিজ্ঞতার সাথে আমরা যারা ট্রেড করি আমাদের উদ্দেশ্য এবং থেকে ভালো একটি মুনাফা অর্জন করা। এতকিছু এনালাইসিস করার পরে আপনি যে প্রতিবারই লাভ করবেন বিষয়টা এরকম নয় আপনাকে কখনো না কখনো অবশ্যই লস করতে হবে কারণ লস করলাম পুরাই খানের সংশ্লিষ্ট থাকে। দিনে নিয়মিত লাভ করা যায় না তবে হ্যাঁ লস এর চেয়ে লাভের পরিমাণ টা বেশি থাকে সে ক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে তারপরে ট্রেড করতে হবে।
-
কথাটি আসলেই সত্য আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে প্রকৃত করেন তাহলে এটা টাইম দেখতে পারবেন আপনার ব্যালেন্স অনেক হয়ে গেছে আর যদি আপনি অল্প দিনে অনেক বেশি প্রফিট করার চিন্তায় থাকেন তাহলে আপনার অনেক সময় দেখা যাবে মার্কেট অনুকুলের নেই আর ব্যালেন্সও অনেক কমে গেছে হঠাৎ লস হচ্ছে তখন এই লস তা পূরণ করতে আপনার অনেকটা টাইম লাগবে তাই অল্প অল্প করে নিয়মিত প্রফিট করে সন্তুষ্ট থাকাটাই উত্তম।
-
ফরেক্স মার্কেট থেকে লাভ করা কোন সহজ কাজ নয়। মার্কেট প্রতিনিয়ত ওঠা নামা করে। ফলে কখন অনুকূলে আবার কখন প্রতিকূলে থাকে। তাই ফরেক্সে প্রতিদিন লাভ করা সম্ভব হয় না। তবে দক্ষতা,অভিজ্ঞ ও ধৈর্যের সাথে ট্রেড করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব।
-
ফরেক্স মার্কেটে প্রতি দিন লাভ করতে হলে অবশ্যই আপনাকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো দক্ষ ও অবিজ্ঞ হতে হবে এর বিকল্প কিছু নাই। কারন হলো এখানে সবাই প্রতি দিন লাভ করতে পারেনা। এখানে অনেক ট্রেডার আছে যারা লং টাইম ট্রেড করে এবং তারা সপ্তাহে লাভ করে এবং এতে ঝুঁকি কম থাকে। তাই এখানে যে প্রতিদিনই লাভ করতে হবে এরকমটা আমি মনে করি না। তবে যাঁরা এখানে স্কালপিং করেন তারা প্রতি দিন লাভ করতে পরে তবে এতে ঝুঁকি অনেক বেশি। তাই আমি মনে করি এখানে প্রতিদিন লাভ করার চেয়ে একবারে একটু বেশি লাভ করাই মনে হয় ভালো।
-
ফরেক্স মার্কেটে নিয়মিত লাভ করতে হল অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । তবে যাঁরা এখানে স্কালপিং করেন তারা প্রতি দিন লাভ করতে পরে তবে এতে ঝুঁকি অনেক বেশি। তাই আমি মনে করি এখানে প্রতিদিন লাভ করার চেয়ে একবারে একটু বেশি লাভ করাই মনে হয় ভালো।
-
মার্কেটে থেকে নিয়মিত লাভ করা সম্ভব না কোনো ব্যবসার ক্ষেত্রে তা সম্ভব হয় না।তাই মার্কেট থেকে নিয়মিত লাভ করার চিন্তা না করে একটি স্ট্রাট্রেজি তৈরি করে মার্কেটে ঠিকে থাকার চেষ্টা করতে হবে।নতুন ট্রেডার দের জন্য মার্কেট এ টিকে থাকাই প্রথম সফলতা।
-
বাসকি আপনাকে ধন্যবাদ আপনার পোস্টের জন্য ।
আপনার কথা অনেকাংশে ঠিক আবার অনেকাংশে
ঠিক নয় । আসলে মার্কেটে আমরা একটি নির্দিষ্ট
প্লানে আগানো উচিত । যেমন আপনি যদি টার্গেট
করেন যে আপনি মাসে 50 ডলার আয় করবেন আর তা
যদি আপনি এক দিনেই আয় করে ফেলেন তাহলে
আপনার উচিত মার্কেটে আর কোন ট্রেড না করে
মার্কেট পর্যবেক্ষন করা । এতে আপনার টার্গেট
যেমন ঠিক থাকল তেমনি আপনার ব্যালেন্স ও লসের
সম্মুখিন হল না । ধন্যবাদ
-
ফরেক্স মার্কেটে প্রতিদিন লাভ করা যায় না কারন মার্কেটে পাচটা ট্রেড দিলে দুইটা ট্রেড আপনার বিপরীতে যাবে আর েককটা আপনার প্রপ্রিট হবে সেটা হল আপনার লাভ তাই আমাদের কে প্রতিটা অনেক চিন্তা করে দিতে হবে।
-
আমি ফরেক্স এ এখন স্পফপ্ল হতে পারি নি তাই আমি আম্র প্রফিট সম্পর্কে বলতে পারছি না।আমি সকল নিয়ম মেনে চলি তবুও পারছি না।জানি না ভালো ট্রেডাররা কিভাবে করে।আমি হেরে গেলেও ফরেক্স এর হাল ছাড়বো না আমি ফরেক্স ট্রেডে নিয়মিত সফল ত্রেডার হতে চাই।
-
ফরেক্স মার্কেট যেহেতু ঝুঁকিপূর্ণ মার্কেট সে অনুযায়ী আপনাকে অল্প লাভের সন্তুষ্ট থাকতে হবে। কেন না আপনি যদি দৈনিক অল্প অল্প করে ও প্রফিট করেন তাহলে দেখতে পারবেন মাস শেষে আপনার পর্যাপ্ত প্রফিট হয়েছে। মূলত ব্যালেন্স টিকিয়ে রেখে দৈনিক অল্প লাভ করলেও সেটা অনেক। এতে করে আপনার একাউন্ট ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনাও কম থাকবে। মূলত আমরা বড় ধরনের প্রফিট তখনই করতে চাই যখন আমাদের মাঝে অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করে। তাই অতিরিক্ত লোভ অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে তা না হলে ফরেক্সে টিকে থাকা সম্ভব নয়।