ব্যবসায় লাভ লস উভয় আছে ।ফরেক্সে এ যেমন দুএক বার লাভ করে বড়লোক হওয়া যায় না তেমন কেউ দু এক বার লস করেও গরিব হয় না ।তবে ফরেক্সে ভাল করে প্রশিক্ষন নিয়ে ট্রেড করা যায় তাহলে লস হয় না ।বরং লাভ হয় ।আমার জানা মতে ফরেক্সে কেউ গরিব হয় না ।
Printable View
ব্যবসায় লাভ লস উভয় আছে ।ফরেক্সে এ যেমন দুএক বার লাভ করে বড়লোক হওয়া যায় না তেমন কেউ দু এক বার লস করেও গরিব হয় না ।তবে ফরেক্সে ভাল করে প্রশিক্ষন নিয়ে ট্রেড করা যায় তাহলে লস হয় না ।বরং লাভ হয় ।আমার জানা মতে ফরেক্সে কেউ গরিব হয় না ।
ফরেক্স কোন জুয়া খেলা নয়। এটা জুয়া খেলা হলে এখান থেকে গরীব হওয়ার একটা সম্ভবনা থাকত। তবে নিশ্চিত থাকুন ফরেক্স করে আপনি গরিব হবেন না। যদি ফরেক্সের কাজ শিখে ট্রেডিং এর সকল নিয়ম মেনে ট্রেড করেন তাহলে আপনি এখান থেকে অনেক আয় করতে পারবেন। আর যদি অদক্ষতা ও নিয়ম না মেনে ট্রেড করেন বড় জোর আপনি আপনার ব্যালেন্সটা শূন্য করে ফলতে পারেন কিংবা একাউন্টা হারাতে পারেন।
অবশ্যই ফরেক্স থেকে গরিব হওয়া যায়।তবে একবার দুইবার লাভ করলে যেমন কেউ রাতারাতি বড়লোক হয়ে যায় না তেমনি একবার দুইবার লস করলেও কেউ গরিব হয়ে যায়না।আপনি যদি লসের পর লসই করতে থাকেন অবশ্যই আপনি গরিব হবেন।ফরেক্স মার্কেট অবশ্যই রিস্কি একটা জায়গা তবে সেই রিস্ক যদি আপনি না বুঝে নেন ফল খারাপ হবে এটাই স্বাভাবিক।আপনাকে আগে মার্কেট এনালাইসিস করা শিখতে হবে,মানি ম্যানেজমেন্ট বুঝতে হবে তারপর ট্রেড করতে হবে।আপনি যত দক্ষ হবেই আপনার জন্য তত ভাল।তবে বার বার না বুঝে ট্রেড করলে আপনার পতন নিশ্চিত এখানে।
অবশ্যই ফরেক্স থেকে গরিব হওয়া যায়।তবে একবার দুইবার লাভ করলে যেমন কেউ রাতারাতি বড়লোক হয়ে যায় না তেমনি একবার দুইবার লস করলেও কেউ গরিব হয়ে যায়না।আপনি যদি লসের পর লসই করতে থাকেন অবশ্যই আপনি গরিব হবেন।ফরেক্স মার্কেট অবশ্যই রিস্কি একটা জায়গা তবে সেই রিস্ক যদি আপনি না বুঝে নেন ফল খারাপ হবে এটাই স্বাভাবিক।আপনাকে আগে মার্কেট এনালাইসিস করা শিখতে হবে,মানি ম্যানেজমেন্ট বুঝতে হবে তারপর ট্রেড করতে হবে।আপনি যত দক্ষ হবেই আপনার জন্য তত ভাল।তবে বার বার না বুঝে ট্রেড করলে আপনার পতন নিশ্চিত এখানে।
আগে এ কথা আপনাকে বুঝতে হবে যে ফরেক্স আন্তর্জাতীক অনলাইন ব্যাবসা ।আর ব্যাবসা মানে লভি লসের ধাক্কা থাকবেই ,আর আপনার অনভিজ্ঞতার কারনে যদি এই ফরেক্স ব্যাবসায় যদি ধাক্কা খান,আর এ ধাক্কা সামলানোর মতো ক্যাপসিটি যদি আপনার না থাকে তাহলে গরীব হওয়াটাই সাবাবিক।
ফরেক্স মার্কেটে একবার দুই বার লাভ করে কেউ যেমন ধনী হতে পারে না । ঠিক তেমনি একদুই বার লস করে কেউ কোনদিন গরিব হয় না । তবে পর্যায়ক্রমে কেউ যদি টানা লস করতে থাকে তবে সে একসময় গরিব হতে এতে কোন সন্দেহ নেই । ফরেক্স মার্কেটে সফল হতে হলে অবশ্যই বেশি পরিমানে নিজেকে নিয়ন্ত্রন করতে হবে । নিজেকে নিয়ন্ত্রন বলতে আমি বুঝাচ্ছি যে নিজেকে অবশ্য দক্ষ করে গড়ে তুলতে হবে ।
অনেকেই মনে করেন ফরেক্স ট্রেডিং মানেই হল অনেক বেশি বেশি আয়ের স্থান এমনটি কখনই ঠিক না অনেকেই মনে করে ফরেক্সে ইনভেস্ট করলেই এখান থেকে আয় করা যায় কিন্তু বিষয়টা তেমন নয় ফরেক্স থেকে আয় করতে হলে আপনাকে অনেক ফোরাম পোস্টিং করে বোনাস নিয়ে বা ইনভেস্ট করে মুলধন বানিয়ে দক্ষতার সাথে ট্রেড করলে লাভবান হবেন।
প্রত্যেকটা ব্যবসাতে যেমন লাভ লস আছে ফরেক্স ব্যবসা থেকে তেমন লাভ হই তেমন লসও হই।প্রতিটা ব্যবসাতে লাভ লস দুটোই থাকে।আপনি যদি না লস করেন তাহলে ফরেক্স ব্যবসা সম্পর্কে ধারনা আসবে কি করে।ট্রেড করে যদি আপনি লস করেন তবে ঐ লসের কারন গূলো খূজে বের করুন যাতে পরবর্তী তে আবার যেন লস না করেন।আর মার্কেট সম্পর্কে আপনাকে প্রতিনিয়ত লেখাপড়া করে যেতে হবে।
ফরেক্স ট্রেডিং একটা বিজনেস । প্রতিটা বিজনেস এ যেমন লাভ লস থাকে তেমনি ফরেক্স ট্রেডিং এ ও লাভ লস আছে । ফরেক্স মার্কেট খুবই রিস্কি একটা মার্কেট । নতুন ট্রেডার রা ভাবে ফরেক্স মার্কেট হচ্ছে টাকা তৈরির বিজনেস এবং এখান থেকে অনেক কম সময়ে অনেক টাকা আয় করা যায় । কিন্তু এই ধারণাটা ঠিক না । আপনার জ্ঞান যদি ফরেক্স এর বিষয়ে কম হয় এবং বিশাল লাভ এর জন্য বড় লট এর ট্রেড দেন তাইলে আপনার মূলধন হারাবার সম্ভাবনা বেশী ।
বিষয়টাকে ঐ দৃষ্টিকোণ থেকে না দেখে এভাবে ভাবা যেতে পারে যে যারা ফরেক্সে নতুন আসেন তাদের মধ্যে বেশিরভাগ জন মনে করেন এটা শধু বাই আর লসের খেলা । তাই তারা ফরেক্স সম্পর্কে ভালভাবে না জেনে অর্থ বিনিয়োগ করেন এবং সম্পূর্ণ ক্যাপিটাল লস করে বসেন । পরিশেষে বুঝতে পারেন ফরেক্স সম্পর্কে অনেক কিছু শেখার আছে । তখন আবার শিখতে থাকেন নতুন করে আর পাশাপাশি বিনিয়গের উৎস খুজতে থাকেন । আনন্দের বিষয় এই যে "ইন্সতাফরেক্স" আমাদের এমন একটি প্লাটফর্মের সৃষ্টি করে দিয়েছে যেখান থেকে আমরা ফরেক্স শেখার পাশাপাশি বিনিয়োগ করার জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে পারি ।