-
হ্যা ফরেক্স ট্রেডিং লাভজনক ব্যবসা আবার নাও হতে পারে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। আপনি যদি সঠিকভাবে ফরেক্স সম্পর্কে ট্রেডিং কৌশল ও এনালাইসিস গুলো প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কাছে সব সময় ফরেক্স ট্রেডিং লাভজনক ব্যবসা হতে পারে। আবার আপনি ফরেক্স সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ না হন এমনকি মার্কেটের কোন ধরনের ট্রেডিং এনালাইসিস বা ফরেক্স নিউজ ফলো না করে ফরেক্স লাভবান হতে চান তাহলে আপনি ফরেক্সে লস হতে পারে। এজন্য সবসময় বেশি প্রয়োজন আপনার নিজের জ্ঞান ও অভিজ্ঞতা যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার কাছে ফরেক্স সহজ হয়ে উঠবে তা না হলে আপনি কখনই লাভবান হতে পারবেন না।
-
যে কোন ব্যবসায় সব সময় লাভ জনক হয় না । তেমনি ফরেক্স ব্যবসাও সব সময় লাভ জনক হয় না । এটা নির্ভর করবে আপনার ট্রেডিং দক্ষতার উপর । তবে আমি মনে করি যে কোন ব্যবসায় একতরফা লাভ বা লস হয় না। যদি দক্ষতা ভালো থাকলে লসে সম্ভাবনা কম থাকে এবং লাভের সম্ভাবনা বেশি থাকে ।
-
ফরেক্স অবশ্য লাভ জনক ব্যবসা তবে, যেহেতু ব্যবসা লসও হতে পারে সেটা আপনার সঠিক না জানার কারনে। আপনাকে অবশ্য এ ব্যবসার ব্যপারে জ্ঞান অর্জন করতে হবে। পড়ালেখা করতে হবে প্রচুর তাহলে আপনি হয়তো লাভ করতে পারবেন। না হলে পুরোটা লস। আপনি যদি লোভ করে এ ব্যবসায় আসতে চান যে রাতারাতি বড়লোক হবেন তা হলে ভূল আপনাকে অনেক *ধৈর্য্য ধারন করতে হবে এ ব্যবসায়।
-
ব্যবসা মানেই তো লাভ বা লস । শুধু লাভ নিবেন, লস করবেন না এটা কখনও সম্ভব না । ফরেক্স ব্যবসাটা আসলে কঠিণ মনে করলে কঠিণ, আর সহজ ভাবে নিলে অনেক সহজ । আপনি যদি সেই মানের ট্রেডার হন, অর্থাৎ আপনার দক্ষতা,জ্ঞান ও অভিজ্ঞতা যদি এক্সপার্ট লেবেলের ট্রেডারদের মত হয়, এবং মূলধন যদি বেশি হয় তাহলে ইনকামও বেশি হবে, তবে সবসময় লাভজনক হবে না, কারন মার্কেটকে আপনার পজিশনে থাকতে হবে ।
-
আসলে ফরেক্স না শুধু যে কোন ব্যবসাতেই লাভ লস দুটোই থাকবে। তবে এজন্য আপনাকে অবশ্যই সেই ধরনের মন মানসিকতা নিয়ে ফরেক্স মার্কেট ট্রেড করতে হবে। আপনি যদি ফরেক্স ব্যবসা কঠিন মনে করেন তাহলে আপনার কাছে কঠিন হবে, কিন্তু আপনি সহজ ভাবে নিতে পারেন তাহলে আপনাকের ফরেক্স ব্যবসা সবচেয়ে সহজ বলে মনে হবে। আপনি যদি পেশাদার ও দক্ষ ট্রেডার হতে চান তাহলে আপনাকে অবশ্যই দক্ষতা, অভিজ্ঞতা, পেশাদার ট্রেডারের পরামর্শ নিতে হবে তাহলে আপনি দ্রুত সফলতা দ্বারা পৌছতে পারবেন।
-
হ্যাঁ,ফরেক্স অন্য দশটি লাভজনক বিজনেস এর মধ্যে একটা বিজনেস।যে কোন বিজনেস এর লাভ নিভর করে দক্ষতার উপর। ফরেক্স ট্রেডিং এ লাভ লস নির্ভর করে দক্ষতার উপর।হা আপনি যদি ভাল আনালাইসিস করতে পারেন তহ ভাল লাভবান হবেন।ফরেক্স ট্রেডিং এ লাভ লস আনালাইসিস এর উপর ফুললি নির্ভর।
-
*,
ফরেক্স ট্রেডিংয়ের সব সময় lava সেনাবাহিনী মেলা বসবে সেটা তো ভাবা ঠিক না আপনাকে করতে হবে এবং চাই এবং আমি নিজেও খেয়াল করে দেখেছি যে ফরেক্স করতে আসলে প্রথম অবস্থায় প্রত্যেকটা মানুষই লস্করের করে থাকে
-
এটা ঠিক যে ফরেক্স ব্যবসা হলো একটি লাভজনক ব্যবসা কিন্তু সবসময় এই ব্যবসা হতে লাভ আশা করা উচিত নয়, কারণ এটি লাভজনক হলেও খুবই ঝুকিপূর্ণ ব্যবসা। আর এই ব্যবসা হতে মুনাফা অর্জন করা এতটা সহজ নয়। কিন্তু আপনি যদি আপনার জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি করতে পারেন তাহলে আপনি সহজেই এই ব্যবসা হতে মুনাফা করার চিন্তা করতে পারেন, কারণ জ্ঞান আর অভিজ্ঞতাই হলো এই ব্যবসার মুল অংশ।
-
আমার মতে ফরেক্স ব্যবসা সব সময় লাভজনক না হলেও এটা থেকে বেশ ভাল লাভের আশা করা যায়। কারণ এখানে লাভের কোন সীমাবদ্ধ নেই তবে এটা লাভজনক ব্যবসা হলেও কিছুটা ঝুকিপুর্ণ ব্যবসা বটে। আর তাই মুনাফা উপার্জন করা এতটা বেশি সহজ নয়। তবে আপনি যদি সঠিকভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান অভিজ্ঞ হয়ে উঠতে পারেন তাহলে আপনি অবশ্যই সহজেই ভাল আয় করত পারবেন। কারণ অভিজ্ঞতা হচ্ছে এই ব্যবসার মূল হাতিয়ার।
-
ফরেক্স ট্রেডিং আসলেই সব সময় লাভ জনক একটা ব্যবসা, তবে যদি এটাকে সে ভাবে দক্ষতার সাথে করতে পারেন তাহলে। তার মানে এই না যে আপনার কখনও লস হবে না। লাভ লস না থাকলে সেটাকে ব্যবসা বলা যায় না। সুতরাং এটা তাদের জন্য সব সময় লাভ জনক একটা ব্যবসা যারা এখানে এই ব্যবসার সাথে ১০ থেকে ১৫ বছর ধরে এই ব্যবসাটা করে আসছেন। তারাই সব সময় লাভে থাকেন। কিন্তু তারপরেও ফরেক্স মার্কেটের কথা ১০০% গ্যারান্টি দিয়ে কেহই বলতে পারবে না যে আগামী মুভটা মার্কেটের কি রকম হতে পারে।