-
ফরেক্স মার্কেট এনালাইসিস করে কেউ শিওর হতে পারে না।তবে মোটামুটি মার্কেট সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।ফরেক্স মার্কেট এনালাইসিস করে কেউ যদি শিওর হতে পারতেন তবে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হতে পারতেন।এনালাইসিস মার্কেট সম্বন্ধে একটা ধারণা দেয়। মোটামুটি মার্কেট এর অবস্থান বোঝা যায়।ফরেক্স এ নিউজ ট্রেড করে মার্কেট এনালাইসিস করতে হয় তাহলে মার্কেট এর সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায় ওই ধারণা অনুসারে ট্রেড করলে মোটামুটি লাভ করা যায়।ফরেক্স মার্কেট এ বিভিন্ন ধরনের এনালাইসিস এ পারদর্শী হতে পারলে মোটামুটি লাভ করা যায়।
-
সবার জন্য একটা অপ্রিয় সত্য হচ্ছে – ফরেক্স মার্কেটে কোন এনালাইসিস-ই ১০০ ভাগ কাজ করে না। তবে যদি কোন এনালাইসিস ৮০% - ৯০% কাজ করে, তবে তা আপনার ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য যথেষ্ট হতে পারে।
-
ফরেক্স মার্কেটে সিউর করে পূর্বে কেউ কিছু বলতে পারে না।যদি বলতে পারতো তবে সে পৃথিবীর সেরা কয়েকজন ধনীদের মধ্যে একজন হত । এনালাইসিস এর মাধ্যমে কি ঘটতে পারে এটা ধারণা পাওয়া যায় ।তবে এনালাইসিস করে ট্রেড করলে বেশির ভাগ ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে । তাই ট্রেড করার আগে অবশ্যই ভালো ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা উচিত।
-
ডেইলি কেন্ডেল এনালাইসিস করে ২-৪ ঘন্টার জন্যে মার্কেট ট্রেন্ড বুজা জায়। আর এই হিসাবে ডেইলি ২০-৩০ পিপ্স শিকার করা অনেক সহজ। তবে খেয়াল রাখতে হবে যে প্রতি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ব্যবহার করতে হবে। আবার এই ট্রেড নিতে হলে আপনাকে নিউজ প্রকাশ হবার পর ট্রেড নেওয়া প্রয়োজন।
-
অবশ্যই এ্যানালাইসিস করে আপনি শিওর হতে পারবেন। মার্কেটি আপনাকে বলে দিবে কখন ট্রেড নিতে হবে আর কখন কুইট করতে হবে। সুতরাং আগে এই মার্কেটের উপর আপনার দক্ষতাকে বেশি প্রাধান্য দিন। জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে সক্রিয় ভূমিকা পালন করুন,ধৈর্য্যের সাথে সবকিছুকে সমাধান করুন। আর সবচেয়ে বড় কথা হলো সালাতের মাধ্যমে আপনার রবের কাছে সাহায্য কামনা করুন।
-
আমি মনে করি এনালাইসিস করে ১০০% শিওর হওয়া যায় না । এনালাইসিস করে কিছুটা ধারনা নেওয়া যায় তবে এটা যে পুরাপুরি শিওর হওয়া যায় না এটা ঠিক । তবে অনেকে এনালাইসিস করে ভাল ফল পায় । কিন্তু সে জন্য তার অনেক দক্ষতার দরকার হয় ।
-
এনালাইসিস হল কোন একটি বিষয়ের উপর বিশ্লেষণ। হতে পারে বিশ্লেষণ টা রেখা চিত্রের মাধ্যমে দেখানো হয়। এনালাইসিস করে আপনি ফরেক্স ট্রেড এর লস লাভ এবং কি পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন সেটা জানতে পারেন। মার্কেট আপডাউন কতটা করছে কতটা করবে ইত্যাদি সকল বিষয়ে প্রায় জানা সম্ভব এনালাইসিস করে।
-
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে আগামী ৫ মিনিট পর কি হবে কেউ জানেনা।যদি কেউ বলতে পারত ফরেক্স মার্কেট এ আগামী ৫ মিনিট পর কি হবে তাহলে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যেত।ফরেক্স মার্কেটে এনালাইসিস করে শিওর হওয়া যায় না এটা ঠিক কিন্তু মার্কেট সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায়।এজন্য ট্রেড করার আগে যদি আমরা মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে পারি আমাদের লস হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।তাই ট্রেডিং এর পূর্বে আমাদের ভালভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা উচিত।
-
ফরেক্স যেহেতু একটা ব্যাবসা সেহেতু লাভ লস থাকবেই,তাই বলব ফরেক্সে শত এনালািসিস করেও ১০০% শিওর হওয়া সম্ভব না,কারন ফরেক্স হচ্ছে গতিশীল মার্কেট যা সব সময় পরিবর্তিত হয়,কেউ যদি বুজতে পারতো যে আগামি এক মিনিট পর মার্কেট কোনদিকে যাবে তাহলে তার নাম বিশ্বের বড় ধনিদের নামের তালিকায় থাকতো,তবে এনালািসিসের মাধ্যমে ফরেক্স থেকে ৮০% এর উপরে প্রফিট করা সম্ভব,কেননা এনালাইসিস করে মার্কেট কোনদিকে যেতে পারে সে সম্পর্কে বেশ ভাল ধারনা পাওয়া যায়, তাই আমরা যদি ট্রেড করার পূর্বে ভালভাবে এনালাইসিস করে নেই তাহলে লসের সম্ভাবনা কম থাকবে,এবং ভাল প্রফিট করতে পারব।
-
আমরা জানি ফরেক্স একটি ব্যবসা। ব্যবসা না শিখে আয়ের প্রত্যাশা করা বোকামী। আগে নিয়ম-কানুন মেনে ধৈর্য্য সহকারে ফরেক্স শিখতে হবে। এনালাইসিস শিখতে হবে তারপর ট্রেড করতে হবে।এনালাইসিস মার্কেটের গতিবিথি সম্পর্কে ধারনা দেয়। সেই ধারনার সাথে নিজস্ব কৌশল মিলিয়ে ট্রেড করতে হয়। আমরা অনেক সময় ধৈর্য্য ধরতে পারি না এনালাইসিস ছাড়া ট্রেড ওপেন করে লসের বোঝা বহন করি। এক সময় একাউন্ট জিরো হয়ে যায়।ফরেক্স থেকে আয় করা যায় আপনিও পারবেন। মূলধন রক্ষা করে কিভাবে লাভ করা যায় তার কৌশল রপ্ত করতে হবে।এবং লোভ থেকে দূরে থাকতে হবে।