-
আমি যতটুকু জানি টাইম ফ্রেম হচ্ছে ফরেক্স
মার্কেট দেখার জন্য একটি নির্দিস্ট সময়ের
ক্যান্ডেল। এই নির্দিস্ট সময় পর পর ক্যান্ডেল
পরিবর্তন হয়। একটা ক্লোজ হয়ে আরেকটা
ক্যান্ডেল শুরু হয়। টাইমফ্রেমের মাধ্যমে আমরা শর্ট
টাইমে ট্রেড করে ভালো প্রফিট করতে পারি।
আবার h4 টাইমফ্রেমের মাধ্যমে ট্রেড করে বড়
ধরনের প্রফিট করতে পারি।
-
ফরেক্স ট্রেডিং এ টাইম্ফ্রেম খুবই জরুরী বিষয়।। ফরেক্স ট্রেডিং এর সময়কে কয়েকটি ভাগে বিভক্ত করে লং টাইম এবং শর্ট টাইম ফ্রেমে বিভক্ত করা হয়েছে।।।।। শর্ট টাইম হচ্ছে ১ মিনিট থেকে ৪ ঘন্টা এবং লং টাইম হচ্ছে ১ দিন থেকে ১ মাস পরজন্ত।।। তাই ফরেক্স ট্রেডিং এ যারা নতুন তাদের শর্ট টাইম এবং লং টাইম্ফ্রেম বুঝে ট্রেড করা উচিৎ।।।
-
ফরেক্স মার্কেট এ বিভিন্ন টাইম এর চাট দেখতে পাওয়া যাই আপনার সাথে যাবে আপনি সেই টাইম এ ট্রেড করবেন আমার মতে যাদের হাতে কম টাইম থাকে তাদের ডেলি চাট এ ট্রেড করা উচিত আর যাদের হাতে বেশি টাইম থাকে তাদের ছোট টাইম এ ট্রেড করা উচিত আপনি ফরেক্স মার্কেট এ আপনার সুবিধা মত টাইম এ ট্রেড করলে আপনি বেশি লাভ পাবেন তার জন্য আপনাকে ভাল করে ট্রেড বুঝতে হবে নিয়ম মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করলে অনেক অনেক ডলার লাভ করা যাই
-
টাইমফ্রেম বলতে একটা নির্দিষ্ট সময় পরপর ক্যান্ডেলের পরিবর্তনকে বুঝায়। যেটা দেখে মার্কেট এনালইসিস করে ট্রেডাররা ট্রেড করে থাকেন। এই টাইমফ্রেমকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। যথা- লংগার টাইমফ্রেম এবং সর্টার টাইমফ্রেম। কেউ কেউ লংগার টাইমফ্রেম আবার কেউ সর্টার টাইমফ্রেমে ট্রেড করে থাকেন। এটা নির্ভর করে ট্রেডারের দক্ষতা ও অভিজ্ঞতার উপর। তবে অবশ্যই দক্ষ ট্রেডার না হয়ে লং টাইমফ্রেমে ট্রেড করা উচিত নয়।
একজন ট্রেডার লং নাকি সর্ট ট্রেড করবেন তা নির্ভর করে তার দক্ষতা, অভিজ্ঞতা ও ক্যাপিটালের উপর। একজন দক্ষ ট্রেডার সাধারনত লং টাইমের জন্য ট্রেড করে থাকেন, তারা সর্ট টাইমেও ট্রেড করে থাকেন তবে সেটা কম সংখ্যক। নতুর ট্রেডারদের সর্ট টাইমের জন্য ট্রেড করাই উত্তম, কেননা লং টাইমে ট্রেড করার জন্য অনেক ধৈর্যের দরকার হয়। নতুন ট্রেডারদের ধৈর্য একটু কমই হয়ে থাকে। আর অভিজ্ঞ ট্রেডারদের তুলনামূলক ভাবে ধৈর্য একটু বেশি হয়ে থাকে, তাই তারা লং ট্রেডে ভালো করে থাকেন এবং প্রফিট করে থাকেন।
আবার, লং টাইমে ট্রেড করতে একটু বেশি মূলধন থাকতে হয়। মূলধন কম নিয়ে লং টাইমে ট্রেড করলে ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকে। কেননা অনেক সময় ট্রেড নেওয়ার পরে মার্কেট অনেক ডাউনে চলে যেতে পারে তখন ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয় মার্কেট কামব্যাক করার জন্য। কিন্ত মূলধন যদি কম হয় তাহলে সেটা সম্ভব হয়না। মার্কেট কমতে থাকলে মূলধন জিরো হওয়ার ভয়ে একসময় ট্রেড ক্লোজ করে দিতে হয়ে । এতে করে অনেক লসের মধ্যে পড়তে হয়। তাই বলা যায়, ক্যাপিটাল কম হলে কোনক্রমেই লং টাইমে ট্রেড নেওয়া ঠিক হবে না। তাই এসব বিষয় মূল্যায়ন করে আপনার ট্রেডিং পরিকল্পনা করা উচিত, যাতে করে মার্কেটে টিকে থাকতে পারেন এবং প্রফিট করতে পারেন।
-
টাইমফ্রেম ফরেক্সে একটি গুরুত্ববহনকারী ইন্ডিকেটর। যদিওবা আমি ফরেক্সে নতুন তাও এটি বুঝতে পারছি যে টাইমফ্রেম সঠিকভাবে এনালাইসিস করতে পারলে ফরেক্স থেকে উপার্জন করা অসম্ভব কিছু নয়। তবে টাইমফ্রেম এনালাইসিস করা আগে শিখতে হবে।
-
ফরেক্সে টাইম ফ্রেমের মাধ্যমে আমরা টেকনিক্যাল এনালাইসিস করে থাকি। ফরেক্স ট্রেডিং প্লাটফর্মে যে টুলসের মাধ্যমে যে কোন পেয়ার নিদিষ্ট কোন সময়ে সর্বোচ্চ কত উঠেছিল এবং কত নেমেছিল তার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান ও এনালাইসিস করার জন্য যে তথ্য সরবরাহ করে যে অপশনের মাধ্যমে সেটিই হলো টাইমফ্রেম। এর মাধ্যমে প্রতি এক মিনিট, পাঁচ মিনিট, এক, চার ঘন্টা, কিংবা একদিন বা একসপ্তাহ বা একমাস এর যে কোন সময়ের মধ্যে সকল তথ্য টাইমফ্রেম এর মাধ্যমে তথ্য পাওয়া যায়। ফরেক্সে ট্রেড করার জন্য যে সকল টাইমফ্রেম রয়েছে তা হলো- m1, m5, m15, m30, h1, h4, d1, w1, mn.
এসকল টাইমফ্রেম এর মধ্যে একেক জন একেক টাইমফ্রেমে ট্রেড করতে পছন্দ করে থাকেন। তবে নেশির ভাগ ট্রেডার চার ঘন্টা টাইমফ্রেম ট্রেড করতে স্বাচ্ছন্দ বোধ করে থাকেন।
-
ফরেক্স মার্কেটে টাইমফ্রেম বলতে মার্কেট এনালাইসিস করার জন্য যে নির্দিষ্ট কয়েকটি সময় বেসিজ চার্ট রয়েছে সেগুলোকে বুঝায়। ফরেক্সে অনেকগুলো টাইমফ্রেকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা- সর্ট টাইম টাইমফ্রেম এবং লং টাইম টাইমফ্রেম। আপনি যদি দক্ষ ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো লং টাইমফ্রেমে ট্রেড করতে বলবো আর যদি ফরেক্সে নতুন হন তহলে অবশ্যই সর্ট টাইমফ্রেমে করা উচিত।
নতুনদে ছোট ছোট লটে সর্ট টাইম ট্রেড করা উচিত এতে করে লাভ কম হলেও লস হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন সেটা নির্ভর করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা, সময় ও মূলধনের উপর। আপনাকে নির্ধারন করতে হবে আপনি ফরেক্সে কতোটা সময় দিতে পারবেন। যদি সময় দিতে পারেন তাহলে ১ ঘন্টা বা ৩০ মিনিটের টাইমফ্রেমে ট্রেড করতে পারেন।
আর যদি সময় দিতে না পারেন তাহলে লং টাইমফ্রেমে ট্রেড করতে পারেন। যেমন- ৪ ঘন্টা, ১ দিন বা ১ সপ্তাহের টাইমফ্রেমে ট্রেড করতে পারেন। উল্লেখ্য যে, লং টাইমের জন্য ট্রেড করতে অভিজ্ঞতা ও মুলধন একটু বেশি থাকা দরকার। সেক্ষেত্রে কমপক্ষে ২০০ ডলার ক্যাপিটাল থাকার দরকার আছে। দক্ষ ট্রেডাররা ১ দিন বা ১ সপ্তাহের টাইমফ্রেমে ট্রেড করে থাকেন কারন সেখানে লস হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। ধন্যবাদ
-
টাইম ফ্রেম একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেটে কি কি পরিবর্তন আছেসে তা দেখায় । টাইম ফ্রেম ৯ প্রকার যেমন: ১ মিনিটের টাইম ফ্রেম, ৫ মিনিটের টাইম ফ্রেম , ১৫ মিনিটের টাইম ফ্রেম, ৩০ মিনিটের টাইম ফ্রেম, ১ ঘন্টার টাইম ফ্রেম, ৪ ঘন্টার টাইম ফ্রেম, ১ দিনের টাইম ফ্রেম, ১ মাসের টাইম ফ্রেম। ট্রেড নেয়ার সময় আমাদের টাইম ফ্রেম গুলু ভালো করে লক্ষ্য করা উচিত ।
-
ফরেক্স ট্রেডিং এর সময়কে কয়েকটি ভাগে বিভক্ত করে লং টাইম এবং শর্ট টাইম ফ্রেমে বিভক্ত করা হয়েছে।।।।। শর্ট টাইম হচ্ছে ১ মিনিট থেকে ৪ ঘন্টা এবং লং টাইম হচ্ছে ১ দিন থেকে ১ মাস পরজন্ত।।। তাই ফরেক্স ট্রেডিং এ যারা নতুন তাদের শর্ট টাইম এবং লং টাইম্ফ্রেম বুঝে ট্রেড করা উচিৎ।।।
-
ফরেক্স মার্কেটের টাইমফ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় টাইমফ্রেম ব্যতীত ফরেক্স মার্কেট এনালাইসিস করা সম্ভব হয় না লং টাইম ফ্রেম এবং শর্ট টাইম ট্রেড অর্থাৎ স্ক্যাল্পিং করার ক্ষেত্রে টাইমফ্রেম এর গুরুত্ব অত্যাধিক । ফরেক্স মার্কেট আমরা সাধারনত ট্রেডিং এর ক্ষেত্রে মার্কেট মুভমেন্ট টাইম ফ্রেম দ্বারা বুঝে থাকি। এই টাইমফ্রেম এর মাধ্যমে মার্কেটে বাই নাকি সেল ধরবো এটি সাধারণত নির্বাচন করে থাকে এককথায় টাইমফ্রেম ছাড়া ট্রেডিং ক্ষমতা একদমই অসম্পূর্ণ