-
উইথড্র করার জন্য কয়েকটি দিক রয়েছে। ইন্সটাফরেক্স এর
উইথড্র আপনি মাস্টার কার্ড দিয়ে করতে পারেন। অন্যদিকে যারা ব্রোকার আছেন তাদের নিয়ম একটু ভিন্ন যে প্রেমেন্ট প্রসেস দিয়ে ডিপোজিট করবেন ওই অ্যাকাউন্টেই উইথড্র করতে হবে। এছাড়াও আরো কিছু উল্টো করার উপায় রয়েছে
স্ক্রিল , নেটলার , মাস্টার কার্ড ব্যবহার করে করতে পারেন।
-
উইথড্র বলতে বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ফরেক্স থেকে প্রফিট উত্তোলন । আর এ প্রিফিট উত্তোলন করার কিছু মাধ্যম রয়েছে । যেমন,স্ক্রল নেটলার মাষ্টার কার্ড ইত্যাদি । তবে আমার মনে হয় স্ক্রিলটাই বেটার । কারন স্ক্রিলে আমার কাছে বেশি সুবিধা মনে হয় ।
-
বেশিরভাগ বোকার এর ক্ষেত্রে দেখা যায় আপনি যে পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে ডিপোজিট করেছেন আপনাকে সেই সিস্টেম এর মাধ্যমে উইথড্র করতে হবে। তবে কিছু কিছু ব্রোকার ব্যতিক্রম ও আছে সে ক্ষেত্রে আপনি ব্যাংক ,পেজা, স্ক্রিল, পেপাল এর মাধ্যমে উইথড্র করতে পারেন। তবে আমার মনে হয় স্ক্রিল ফরেক্স মার্কেট থেকে টাকা ঊর্ধ্ব করার ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় কারণ স্ক্রিল এর ফি মাত্র 1 পারসেন্ট।
-
আমার কাছে ফরেক্স থেকে টাকা উত্তোলনের জন্য সব থেকে সহজ মাধ্যম হলো স্ক্রিল।কারণ বাংলাদেশে স্ক্রিলের অনেক ডিলার আছে এবং অনেক বাণিজ্যিক ব্যাংক স্ক্রিল থেকে টাকা লেনদেন করে থাকেন।এছাড়াও স্ক্রিলের ট্রান্সফার ফি অন্যান্য ই-কমার্স সাইটের থেকে অনেক কম।যে জন্য আমার পরিচিত অনেকেই ফরেক্স থেকে টাকা উত্তোলনের জন্য স্ক্রিল ব্যবহার করেন।
-
আমরা জানি ফরেক্স ব্রোকারগুলোর নিয়ম হল আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়ে ডিপোজিট করবেন, আপনাকে সেই পেমেন্ট প্রসেসর এবং সেই অ্যাকাউন্টেই উইথড্র করতে হবে। কিন্তু কিছু কিছু ব্রোকার যে মাধ্যম দিয়েই ডিপোজিট করা হোক না কেন, ব্যাংক বা তাদের মাস্টারকার্ডের মাধ্যমে উইথড্র করতে দেয়। যেমন ইন্সটাফরেক্সে আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়েই ডিপোজিট করুন, তাদের মাস্টারকার্ড দিয়ে উইথড্র করতে পারবেন। তাদের মাস্টার কার্ড ইস্যু অনেক ঝামেলার ব্যাপার।
-
ফরেক্স থেকে টাকা উত্তোলনের জন্য বিভিন্ন ট্রেডার বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকে। তবে আপনার উত্তোলনের জন্য সর্বপ্রথম আপনাকে আগে চেক দিতে হবে যে আপনার উত্তোলনের পদ্ধতি ফরেক্স ব্রোকারে আছে কিনা। আমাদের দেশের ট্রেডাররা সাধারণত স্ক্রীল এবং নেটেলার এই দুই পদ্ধতি অনুসরণ করে থাকে। তাই আমার মনে হয় আপনিও যদি এই দুটোর থেকে যে কোন একটি যদি ব্যবহার করেন তাহলেই ভাল হয়। কারণ এই দুটোই খুবই সুরক্ষিত এবং খুব সহজ।
-
নেটেলার, স্ক্রিল,পেপাল জনপ্রিয় মুনাফা উত্তোলন এর জন্য। বাংলাদেশের মানুষের জন্য পেপাল ব্যবহার করার সুযোগ খুবই কম। স্ক্রিল টাই বেশি সুবিধাজনক বলে মনে হয়।
-
ফরেক্স একটি বৃহৎ বিজনেস মাকের্টে।যেখানে ট্রেড করার পর বোনাসের টাকা ইউথড্র করা যায় বিভিন্ন উপায়ে।।ফরেক্স মাকের্টের লাভের টাকা ইউথড্র করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ব্যাংক,স্কিল,পেজা, েপাল,নেটেলা ইত্যাদি।তার মধ্যে জনপ্রিয় ইনস্টাফরেক্স।ইনস টাফরেক্স ব্রোকারে আমি ট্রেড করি।তবে সবসময় দুটি মেথট দিয়ে ডিপোজিট করি।নেটেলারও স্কিলও ব্যবহার করি।বিকাশ ওইসলামী ব্যাংকের মাধ্যমেও টাকা নিতে পারি
-
ফরেক্সে আপনি যতো দক্ষতার মাধ্যমে ট্রেড করবেন ততো বেশি সফলতা পাবেন এবং ডলার আয় করতে পারবেন। ডলার উইথড্র দেবার জন্য ভাল মাধ্যম হলো নিটেলার বা স্ক্রিল একাউন্ট।এটাতে উইথড্র করলে সুবিধা পাওয়া যায় কিছু টা।
-
আমি যতোদুর যানি ফরেক্স থেকে টাকা উত্তোলনের জন্য বিভিন্ন ট্রেডার বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকে।আমিও তেমনি একটি পন্থা অনুসরণ করি তা হলো স্ক্রিল। তবে আপনার উত্তোলনের জন্য সর্বপ্রথম আপনাকে আগে চেক দিতে হবে যে আপনার উত্তোলনের পদ্ধতি ফরেক্স ব্রোকারে আছে কিনা সেটা দেখে আপনাকে উত্তোলন করতে হবে। আমাদের দেশের ট্রেডাররা সাধারণত স্ক্রীল এবং নেটেলার এই দুই পদ্ধতি অনুসরণ করে থাকে। তাই আমার মনে হয় আপনিও যদি এই দুটোর থেকে যে কোন একটি যদি ব্যবহার করেন তাহলেই ভাল হয়। কারণ এই দুটোই খুবই সুরক্ষিত এবং খুব সহজ।আমিও স্ক্রিল ব্যবহার করে থাকি এখানে ১% হারে কমিশন কাটে এবং কোন প্রকার ঝামেলা ছাড়া উত্তোলন করা যায়। ধন্যবাদ