-
টাকা ছাড়া ফরেক্সে ট্রেড করা জন্য ইনন্সতা ফরেক্সে নো ডিপোজিট বোনাস দিযে থাকে তা একটা একাউন্টে একবার পারেন যদি আপানার একাউন্ট ফুল ভেরিফিকেশন করা থাকে তবে। আর আমার যারা ফরেক্সে শিখতে আছি তারা ফোরাম পোষ্ট করে মাস শেষে যা পাই তাই দিয়ে ট্রেড করি এটাও এক প্রকার টাকা ছাড়া ট্রেডিং যদি আমাদের ফোরম পোষ্টিং এক জন্য নিযমিত ফোরাম পোষ্ট করতে হবে তার পর এটা আমদের ফরেস্কে শেখার জন্য বিশাল সুয়োগ ।
-
নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷তাই তাদের নিজের পকেটের টাকা দিয়ে ট্রেড না করাই ভালো৷তাছাড়া আমরা অবশ্যই অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে৷তাই প্রথমেই পোষ্টিং করে করে বোনাস জমিয়ে তা দিয়ে ট্রেড করা অনেক ভালো৷১০০% রিস্ক ফ্রী ট্রেড৷এই সুবিধাটি অত্যন্ত চমৎকার ও খুবই প্রশংসনীয়৷উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই৷
-
ফরেক্সে ভাল ভাবে ব্যবসা করতে হলে অবশ্যই টাকা ডিপোজিট করতে হবে। ফ্রী বোনাস দিয়ে খুব ভাল ট্রেড করা যায় না। কারন বোনাস এর অনেক শর্ত থাকে। তবে নতুনদের জন্য বোনাস দিয়ে ট্রেড করাটা ভাল তাহলে বিনে টাকায় ফরেক্সের সব কিছু খুব সহজে জানতে পারে ও শিখতে পারে।
-
ভাই কিছু মনে করবেন না।আপনি আয় করার সিস্টেম কখন দেখাবেন।ভাই একটা অনুরোধ রইল যে ভাই পুরো পোস্ট দেবার চেস্টা করবেন।আপনি মার্কেটের যদি কলা কৌশল সম্পর্কে বিস্তারিত বললে ভাল হত।
-
ফরেক্স ট্রেড করুন কোন টাকা ছাড়া এটা শুশু ইন্সতাফরেক্স থেকে সম্ভব । আপনি টাকা ছাড়া ফরেক্স করতে পারবেন টাকা তুলতেউ পারবেন এটা করার জন্য আপনাকে ফরেউম পোস্ট করতে হবে বা ওয়াল্লচমে বনুস দিয়ে ও টেড করতে পারবেন । মুল কথা হল আপনার ফরেক্স এ লেগে থাকতে হবে । তাহলে আপনি ফরেক্স ট্রেড করতে পারবেন টাকা ছাড়া ।
-
আমি বাংলা ফোরামে আজ একটা একাউণ্ট খুললাম আমিও শুনেছি যে বাংলা ফোরামে ফরেক্স বিষয়ে পোস্ট করে নাকি ডলার বোনাস পাওয়া যাই তাই আমি বাংলা ফোরামে নিয়মিত পোস্ট করতে চাচ্ছি।
-
ভাই আপনি অনেক সুন্দর কথা বলেছেন ফরেক্স থেকে আয় করা যায় | আমি মনে করি ফরেক্স থেকে আয় করা সহজ না অনেক কথিন এ খান থেকে আয় করতে হলে অনেক পরিশ্রম করতে হয় | আমি আপনি ফরেক্স মাকেটে যদি পরিশ্রম করি তবে টাকা ছারা আয় করা সম্ভব ফরেক্স মাকেট থেকে |
-
আপনি ফোরাম পোস্টিং করে যে বোনাস পাবেন তা দিয়ে আপনি ট্রেড করতে পারেন নিজের পকেটের টাকা খরচ না করেই। আপনি যদি আপনার ফোরাম অ্যাকাউন্টের সাথে ইন্সটাফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট যুক্ত করে রাখেন তাহলে পোস্টিং বোনাস প্রতি মাসের ১-৭ দিনের ভিতরে চলে যাবে এবং তা দিয়ে ট্রেড করে যে প্রফিট পাবেন তা আপনি সহজেই তুলে নিতে পারবেন।
-
বাংলাদেশ ফরেক্স ফোরাম ও ইন্সটা ফরেক্স বাংলাদেশে নতুন ফরেক্স ট্রেডার সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে । বাংলাদেশ ফরেক্স ফোরামে কমেন্ট পোস্ট করে আমরা প্রতি কমেন্টে $০.২০ করে বোনাস পাই ও মাস শেষে এই বোনাস আমাদের ইন্সটা ফরেক্স একাউন্ট এ যোগ হয় ও আমরা আসল মার্কেটে বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারি ও সেই মুনাফা আমাদের ব্যাংক একাউন্ট এ তুলতে পারি । এই ব্যবস্থা থাকায় আমাদের দেশে অনেক নতুন ফরেক্স ট্রেডার সৃষ্টি হচ্ছে ও আমরা বিনা মূলধন বিনিয়োগে ট্রেডের সুযোগ পাচ্ছি ।
-
আপনি ঠিকই বলেছেন ইন্সটাফরেক্স দিচ্ছে একমাত্র বিনা ইনভেষ্টমেন্ট ছাড়া ট্রেড করার সুবিধা। এই ট্রেড মার্কেটে আপনি কোন টাকা ছাড়াই অনেক টাকা আয় করতে পারেন। এর জন্য কিছু নিয়ম কানুন আছে সেগুলো ভাল ভাবে মেনেই আপনি অনেক টাকা আয় করতে পারেন।