ফরেক্স পরিকল্পনার গুরুত্ব.
আমরা যেকোন কাজ করতে গেলে পরিকল্পনা করেই করে *থাকি। তেমনি ফরেক্স এ পরিকল্পনা করতে হবে যে কি ভাবে ট্রেড করব কিভাবে মার্কেট এনালাইস করব।এভাবে আগে পরিকল্পনা করে তারপর ট্রেড করতে হবে। যাতে ট্রেড করলে লচ না হয় । এজন্য ফরেক্স এ পরিকল্পনার গুরুত্ব অনেক।
ফরেক্সে পরিকল্পনার গুরুত্ব
যে কোন কাজের জন্য আমাদের পরিকল্পনা করা অতি জরুরি।কারন পরিকল্পনা ছাড়া কোন কাজে সফল হওয়া যায় না ।ফরেক্স ও ঠিক একই রকম এতে পরিকল্পনা করে এবং মার্কেট এনালাইস করে তারপর ট্রেড করতে হয় এতে করে লাভ হবে না হলে লস হতে পারে ।
সুষ্ঠু পরিকল্পনা সফল ট্রেডার দের হাতিয়ার
কোন ব্যবসা ই সুষ্ঠু পরিকল্পনা ছাড়া সফলভাবে পরিচালনা করা যায় না। পরিকল্পনা ছাড়া ব্যবসায়িক পরিবেশ এলোমেলো অগোছালো হয়ে যায়। ফরেক্স মার্কেট প্লেসে ট্রেডিং এমনই এক ক্ষেত্র যেখানে পরিকল্পনার বিন্দুমাত্র ভুল হলেই লাভ নয় ক্ষতির সম্ভাবনাই বেশি।তাই ফরেক্স মার্কেট প্লেসে কোন ট্রেডিং করার পূর্বে বারবার আমাদের সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করাটা অতীব জরুরী। তাই নীতি কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
এখানে ভাবনা বলতে সুষ্ঠু পরিকল্পনা কেই ইঙ্গিত করা হয়েছে।