-
যেহেতু আমি লং ট্রেড করি তাই আমার অল্প পিপ্স এর ট্রেড করার চিন্তা মাথায় নেই। লং ট্রেড করি বিধায় একটু বেশি লাভের আশায় ট্রেড করি এবং একটা ট্রেড ওপেন করে থাকি। আমি সাধারণ লাভের আশায় ট্রেড করি না আমার উদ্দেশ্য হচ্ছে আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করা। যদি আমি একজন ভাল মানের ট্রেড হতে পারি তাহলে ভবিষ্যতে ভাল প্রফিট অর্জন করতে পারব এমনটাই আমার বিশ্বাস।
-
এটি নির্ভর করবে আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করেন। যদি আপনি দীর্ঘমেয়াদী ট্রেডার হয়ে থাকেন, তাহলে আপনি দৈনিক হিসাব করতে পারবেন না। কিন্তু যদি আপনি স্বল্পমেয়াদী ট্রেডার হন, তাহলে আপনি সাপ্তাহিক কিংবা মাসিক পিপস গণনা করতে পারবেন। এছাড়াও আপনি গড় হিসাব করতে পারেন, যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার কখনই পিপস্ হিসাব করে না। কারন যখন মার্কেট আপনাকে সিগ্নাল দিবে শুধু তখনই ট্রেড করতে হবে। অন্যথায় ঝুঁকির সম্ভাবনা রয়েছে।
-
দৈনিক কত পিপ্স ট্রেড করবেন তা নির্ভর করে আপনার ট্রেডিং টাইম ফ্রেম এর উপর। যদি আপনি দীর্ঘ মেয়াদী টাইম ফ্রেম এ ট্রেড করেন তাহলে দৈনিক পিপ্স এর নিয়ম হবে আলাদা। আর যদি স্বল্পমেয়াদী ট্রেড করেন তাহলে আপনার টাইম ফ্রেম হবে ভিন্ন ধরনের। তবে আমি মনে করি আপনি প্রথম অবস্থায় দীর্ঘ মেয়াদী ট্রেড না করে স্বল্পমেয়াদী ট্রেড করা উচিত। তাহলে আপনি খুব সহজেই ফরেক্স সম্পর্কে অধিক বেশি জ্ঞান অর্জন করতে পারবেন। এছাড়া প্রতিদিন আপনি ছোট ছোট ট্রেড ওপেন করতে পারেন যেমন: ১০ পিপ্স থেকে ২০ পিপ্স করে নিতে পারেন। তাহলে আপনি খুব ভাল প্রফিট অর্জন করতে পারবেন আমার বিশ্বাস।
-
আমি বলবো অল্প বিনিয়োগে অধিক আয়ের জন্য ফরেক্স হচ্ছে অন্যতম ব্যবসা। এখানে অল্প পুঁজি দিয়ে অনেক ভালো পরিমাণ মুনাফা আয় করা সম্ভব। শেয়ার মার্কেট থেকেও এখানে অনেক বাড়তি সুবিধা আছে। এটা ওয়াল্ডের সব চাইতে বেশি লাভজনক ব্যবসা। তাই আমি মনে করি আমাদের অন্য খাতে বিনিয়োগ না করে ফরেক্সে বিনিয়োগ করা উচিৎ।
-
পৃথিবীতে এমন কোন ব্যাবসা নেই যেখানে প্রতিদিন নির্দিষ্ট পরিমান লাভ বা লস হয়। ব্যাবসার খেতরে সব হয় ওলট-পালট ভাবে। তাই আমার কোন নির্দিষ্ট লাভ বা লসের গননা নাই তবে আনুমানিক বলতে পারি যে আমি সপ্তাহে ০.২০ লট কোরে মোট ২০০ পিপস মত ও এর বেশি ও লাভ করে থাকি। তবে আমার বর্তমানে লস খুবি কম হয়। প্রতম প্রথম কয়েকটা একাইন্ট নষ্ট করছি।
-
ফরেক্সে আসলে লাভ লস হল মৌলিক বিষয় । যেগুলো আামদের মেনে নিতেই হয় । কিন্ত আমরা যদি কিছু বিষয়কে একটু গভীর দৃষ্টিতে দেখি তবে দেখতে পাব যে ফরেক্সে সফল হতে হলে আামাদেরকে অনেকগুলো বিষয়ের প্রতি নজর দিতে হবে । আমি একজন নতুন ট্রেডার বলে এখনো ডেমোতে ট্রেড করি বিধায় কোন ধরনের লাভের হিসাব করি না বরং আমি কেন লস করলাম সেটাকেই মুখ্য বিষয় হিসেবে দেখি ।
-
আমার মতে ফরেক্সে আসলে লাভ লস হল মৈলিক বিষয় । যেগুলো আামদের মেনে নিতেই হয় । কিন্ত আমরা যদি কিছু বিষয়কে একটু গভীর দৃষ্টিতে দেখি তবে দেখতে পাব যে ফরেক্সে সফল হতে হলে আামাদেরকে অনেকগুলো বিষয়ের প্রতি নজর দিতে হবে । আমি একজন নতুন ট্রেডার বলে এখনো ডেমোতে ট্রেড করি বিধায় কোন ধরনের লাভের হিসাব করি না বরং আমি কেন লস করলাম সেটাকেই মুখ্য বিষয় হিসেবে দেখি । কারন মার্কেটে লসের খুজে তার সমাধান করা বড় বিষয়।
-
আমি আসলে ফরেক্সে লং ট্রেড করতেই বেশি পছন্দ করি আর সেই কারনে আমি ফরেক্স ট্রেডিং থেকে প্রতিদিন প্রফিট লাভ করতে সক্ষম হই না তবে অ্যাভারেজ করে বলতে হলে প্রতিদিন আমি প্রায় ৪০ থেকে ৫০ পিপস ফরেক্স ট্রেডিং থেকে লাভ করতে সক্ষম হই।শর্ট ট্রেড কররে প্রতিদিন আরো অনেক বেশি পিপস লাভ করা সম্ভাব তবে সেক্ষেত্রে একটু বেশি ঝুকি বহন করতে হয়।
-
আমি ফরেক্সে মূলত শর্ট ট্রেড করতেই বেশি পছন্দ করি আমি সপ্তাহের পাচ দিনই প্রফিট লাভ করার চেষ্টা করি মাঝে মধ্যে পাচদিন প্রফিট লাভ করার সুযোগ হয় না তার পরও যতটুক প্রফিট লাভের সুযোগ হয় তার আলোকে বলতে হলে প্রতিদিন আমি প্রায় ৫০ থেকে ৫৫ পিপস লাভ করতে সক্ষম হই তবে মাঝে মধ্যে যদি মার্কেট কন্ডিশন ট্রেডের প্রতিকূরে যাওয়ার কোন আভাস পাই সেই সময় ১০ থেকে ১৫ পিপস লাভ করেই ট্রেড সমূহ ক্লোজ করে দেই।
-
সবাইর একটা গোল থাকে যে কতো পিপ্স প্রফিট নিবে। তবে সব সময় সকলের পিপ্স পূরন হয় না। আমার মতে আপনি প্রতিদিন ১০ পিপ্স শিকার করার জন্য টার্গেট নিন। আতি আবেগ বাদ দিন। অনেকের কিছু প্রফিট হলে বেশি লাভের আশায় আবার ট্রেড নিয়ে থাকেন ফলে রেজাল্ট হয় বিপরীত। উল্টো প্রফিট হারিয়ে পুজিতে আঘাত করে। তাই বেশি লাভের চিন্তা বাদ দিয়ে কি বাবে সীমিত পিপ্স নেওয়া যায় সেটা দেখতে হবে আর মার্কেট এনালাইসিস করে ট্রেড নিতে হবে।