একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডারের একটি নির্দিষ্ট ট্রেডিং স্ট্র্যাটিজি থাকবে এবং ঐ স্ট্র্যাটিজির যাবতীয় নিয়ম কানুন মেনে ট্রেড করবে । স্ট্র্যাটিজি অনুযায়ী বাই ও সেল করে ও স্ট্র্যাটিজি অনুযায়ী টেক প্রফিট ও স্টপ লস ঠিক করে । তারা কখনই ওভার ট্রেড করে না এবং সঠিক মানি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে । অনুমান নির্ভর ট্রেড করা যাবেনা, এনালাইসিস করে ট্রেড করতে হবে তাহলে লাভ করা যাবে ।