-
লট বাড়িয়ে দিলে আপনি অনেক লাভও করতে পারেন আবার আপনার একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে । একটি উদাহরন দিলে আমার মনে হয় ভাল হবে। ধরুন আপনার ৫০$ এর একটি একাউন্ট আছে । আপনি সেখান থেকে ১$ এর একটি ট্রেড ওপেন করলেন ।এখন আপনার অনুকুলে যদি মার্কেট ৫০ পিপ্স মুভ করে তাহলে আপনি ৫০$ লাভ করবেন কিন্তু মার্কেট যদি আপনার বিপরীতে ৫০ পিপ্স যায় তাহলে আপনার ৫০$ লস হবে এবং আপনার একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাবে । জেনে রাখা ভাল যে বেশী লটের ট্রেড ওপেন করা মানে হল মানি ম্যানেজমেন্ট ফলো না করা । আর ফরেক্সে মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ।
-
লট বাড়িয়ে দিয়ে ট্রেড করলে আপনার ব্যালেন্স জীরো হবে,আপনি যদি ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে বড় বড় লট এ ট্রেড করেন তাহলে আপনার লাভ হতে লোকসান বেশিই হবে,ফরেক্স ট্রেড এ টিকে থাকতে হলে আপনাকে ছোট ছোট লট এ ট্রেড করতে হবে,অন্যথায় টিকে থাকতে পারবেন না।
-
ভাই আপনার ব্যালেন্স যদি বেশি থাকে তাহলে এটা করতে পারেন। এছাড়া লর্ট সাইজ/ ভলিওম বাড়িয়ে ট্রেড করা উচিত হবে না। কারন আপনার একটা ট্রেডে কতটুকু মার্জিন যাচ্ছে এবং আর কতটুকু ফ্রি-মার্জিন থাকছে, এখানে আপনাকে সেটাও দেখতে হবে। তাই এসব চিন্তা-ভাবনা ছাড়া যদি ভলিওম বাড়িয়ে ট্রেড করেন, মুহূত্বেই আপনার ব্যালেন্স কখন খালি হবে বুঝতেও পারবেন না।
-
লট বাড়িয়ে ট্রেডিং করার মাধ্যমে আপনি অল্প সময়ের মধ্যে অনেক বেশি প্রফিট করতে পারেন, আবার অল্প সময়ের মধ্যে লস করার মাধ্যমে ব্যালেন্স জিরো করে ফেলতে পারেন। তাই বলব কোনোভাবেই সঠিকভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট ছাড়াই খুশিমত লট বাড়িয়ে ট্রেড করা উচিত নয় কেননা এর ফলে লাভের পাশাপাশি আপনার ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।তাছাড়া আপনি বলেছেন যে একবার লস করার পরে আপনি অতিরিক্ত ঝুঁকি নিয়ে লট বাড়িয়ে ট্রেড করে রিকভার করার চেষ্টা করে থাকেন, আমার মতে এটা বোকামি ছাড়া আর কিছুই নয় কারণ এই অতিরিক্ত ঝুঁকি নেয়ার জন্য আপনার অবশিষ্ট ব্যালেন্স টুকু হারিয়ে ফেলতে পারেন। তাই আশা করব আপনি এরকম বোকামি করা থেকে বিরত থেকে সময় দিয়ে অনুশীলন করে ফরেক্স সম্পর্কে আপনার অভিজ্ঞতা ও দক্ষতার পাশাপাশি ব্যালেন্স বাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করার মাধ্যমে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন। আর আপনি যদি ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করতে পারেন তাহলে অবশ্যই আজ অথবা কাল ফরেক্স থেকে সফলতা অর্জন করতে পারবেন।
-
ফরেক্স এ লট বাড়িয়ে ট্রেট করা মানে ওভার মানি ম্যানেজমেন্টে ট্রেড করা।এর ফলে ট্রেডে বিপুল পরিমাণে ঝুঁকি বেড়ে যায়।কারণ যদি কখনো ভুল ট্রেড ধরা হয় বা মার্কেট আপনার উল্টা দিকে চলে তাহলে আপনার প্রচুর পরিমাণ লস হয়ে যেতে পারে এমনকি আপনার একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে।তাই একজন সচেতন ট্রেডার হিসেবে কখনোই ওভারলটে ট্রেডিং করা উচিত নয়।
-
লট এর পরিমান কম রাখাই ভাল । একবার লস হলে আপনি যদি লট এর পরিমান বাড়িয়ে ট্রেডে আসেন আর আবাও যদি লস করেন তো আপনার লস এর পরিমান বাড়তে থাকবে। তাই বুদ্ধিমানের কাজ হলো লট এর পরিমান না বাড়িয়ে ট্রেডে থাকা
-
ভাই আমার মতে কত লট সাইজ এ ট্রেড করবেন এটা সম্পূর্ণই আপনার ট্রেডিং মূলধন এর উপর নির্ভর করে । কারণ আপনার ট্রেডিং মূলধন যদি ১০০$ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কখনই ৫$ এর ট্রেড করা আপনার জন্য সমীচীন হবে না । আর যদি করেন তাহলে হয়ত আপনার অ্যাকাউন্ট মার্জিন কল পেতে খুব বেশি টাইম লাগবে না । তাই আমার নির্দেশনা হল যতটা পারেন ১/১০ অংশ হিসেবে ট্রেড করেন । ধরুন আপনার অ্যাকাউন্ট ব্যাল্যান্স ২০০$ সেক্ষেত্রে এর ১/১০ অংশ মানে ২০ সেন্ট এর ট্রেড করা আপনার জন্য ভাল ।
-
ফরেক্স মার্কেটে যাদের মুলধন অনেক বেশি তারা বেশি লটে ট্রেড করতেই পারে তবে তার জন্য যথেষ্ট ট্রেডিং অভিজ্ঞতা অবশ্যই দরকার। আর যাদের মুলধন কম তারা যদি অতিরিক্ত লাভের আশায় বেশি লটে ট্রেড করে তবে সেটা তাদের জন্য বোকামিই বলা চলবে। কারন বেশি লট মানে বেশি লাভ বেশি লসেরও ব্যাপারটাও রয়েছে। তাই নিজেকে অভিজ্ঞ না করা পর্যন্ত এবং পর্যাপ্ত মুলধন না থাকলে বেশি লটে ট্রেড না করাটাই ভালো ফল দিবে।
-
লট বাড়িয়ে ট্রেড করার অর্থ হলো ওভারলটে ট্রেড করা। আর এর ফলে একটি ট্রেডে রিস্ক এর পরিমান বহুগুনে বেড়ে যায়। এ কারণে যদি মার্কেট কখনো ট্রেড এর বিপরীতে চলে যায় তাহলে অনেক লস হয়ে যেতে পারে। দেখা যাবে একটা সময় অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য হয়ে গেছে। লট বাড়িয়ে ট্রেড করার ফলে মানি ম্যানেজমেন্ট ঠিক থাকেনা। মার্কেট ট্রেড এর বিপরীতে অল্প গেলেও লট বাড়িয়ে ট্রেড করার ফলে লস বেশি দেখায়। তাই নিজের একাউন্ট কে নিরাপদ রাখতে চাইলে এবং ফরেক্স থেকে বিদায় নিতে না চাইলে লট বাড়িয়ে ট্রেড না করাই ভালো।
-
লট সাইজ বাড়ানো মানে হচ্ছে রিস্ক বাড়ানো। যত বড় লট সাইজ তত দ্রুত একাউন্ট খালি। ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের সর্বপ্রথম কাজ হচ্ছে তার একাউন্টকে সুরক্ষিত রাখা। একাউন্টকে ঝুঁকিতে ফেলে ট্রেড করা একান্ত বোকামি ছাড়া আর কিছুই না আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। ছোট লটে ২-৩ টা ট্রেডে মুনাফা করার পরই লোভ বেড়ে যায় মনে হয় লাভগুলো যদি বড় লটে করতে পারি আমাকে আর পায় কে। আর তখনি হয় নিউজের ছোবলে নতুবা ভুল ট্রেডের ফলে একাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলি।