হ্য ভাই কখনোই হোপ লেস হয়ে পরবেনা। আর ভাই লাভ ট্রেডিং তখন ই শুরু করবেন যখন আপনি মানে করবেন যে হ্য এখন আমি ফরেক্স হতে লাভ করতে পারবো তাই আনেক আনেক ডেমো করেন।
Printable View
হ্য ভাই কখনোই হোপ লেস হয়ে পরবেনা। আর ভাই লাভ ট্রেডিং তখন ই শুরু করবেন যখন আপনি মানে করবেন যে হ্য এখন আমি ফরেক্স হতে লাভ করতে পারবো তাই আনেক আনেক ডেমো করেন।
সফল ট্রেডার হওয়া খুবই কঠিন ব্যাপার।সফল হওয়ার জন্য অটুট মনোবল বজায় রাখতে পারে।নিজের মনোবলকে শক্ত রাখতে হবে।
ফরেক্স সফলতা অর্জন কর তে হ লে ভ লিউম এবং বেকাপ সমন্ধে ভাল গেন না থাক লে এবং প্রয়গ না জানলে সফল হওা মস্কিল।
যে কোন সফলতার পেছনের গোপন রহস্য হলো তার লক্ষ্য দৃঢ়সংকল্পবদ্ধ থাকা। আমি এই উক্তিটি মনের মধ্যে গেঁথে নিয়েছি। তাই হাল ছেড়ে দিইনি। আমার লক্ষ্য অন্তত লক্ষ টাকার মালিক হওয়া প্রাথমিকভাবে এই ফরেক্স ব্যবসার মাধ্যমে। আমার আত্মবিশ্বাস আছে আমি সফল হবোই।
আমি মনে করি ফরেক্স মার্কেট এ আপনি যদি চান সফল হতে তাহলে আপনাকে সবার আগে ভাল করে চেষ্টা করতে হবে ও আপনি চাইলে অনেক সহজেই এই মার্কেট থেকে লাভ করতে পারবেন যদি আপনি কঠোর পরিশ্রম করতে পারেন কারন চেষ্টা থাকলে সফল হবই ।
ফরেক্স মার্কেটে একবার লাভ হলে নিজেকে সফল মনে করা যাবে না। যখন বার বার লাভ হয়ে একবার লস হয় কোন ভুল বা আবেগের বসে তাহলে নিজেকে সফল মনে করব। সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হবে। লস হলে নিজের প্রতি আত্নবিশ্বাস রাখতে হবে। তাহলে সফল হওয়া যাবে। নিজের মনোবলকে শক্ত রাখতে হবে।
অধ্যাবসায় পরিশ্রমের সফল চাবিকাঠি। একজন ফরেক্স ব্যবসায়ী এই মার্কেট হতে প্রচুর অর্থ উপার্জন করতে বা সফল হতে চাইলে তাকে সর্বপ্রথমে এই মার্কেট তথা ব্যবসা সম্পর্কে ভাল করে অধ্যায়ন করে ব্যবসা শুরু করার আগে পূর্ব অভিজ্ঞতা অর্জন করতে হবে।
একবার না পারিলে দেখ শতবার তাই ফরেক্স মার্কেটে একবার বা কয়েকবার ব্যর্থ হলেও যদি আপনি সফল বা ট্রেডে দক্ষ হবেন এরুপ দৃড় সংকল্প হন তবে আপনি সফল হবেন তা আশা করা যায়। ধন্যবাদ।
সফল ট্রেডার হতে হলে আপনাকে অনেক পরিস্রম করতে হবে। অধ্যাবসায় ছাড়া একজন ফরেক্স ব্যবসায়ী কখনও উন্নতি করতে পারে না। অর্থ উপার্জন করতে হলে বা সফল হতে চাইলে আপনাকে ভাল করে বিষয়টা জানতে হবে এবং ব্যবসা শুরু করার আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
সফল হতে হলে অনেক পরিশ্রম এবং আত্নবিশ্বাস থাকতে হবে। সফল হতে হলে নিজের প্রতি বিশ্বাস থাকাটা জরুরী। একই সাথে ধরজ্জ ও থাকতে হবে!!