-
সিংহ যেকোন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। তার নিজের এলাকায় শিকার করার মত কিছু না থাকলে অন্য এলাকায় চলে যায়। নতুন পরিবেশ বুঝে শুনে সে তার শিকার খুঁজতে থাকে। একটা জিনিস কখনোই শুনবেন না যে কোন সিংহ না খেয়ে মারা গেছে। কারণ সে তার খাবার যেকোন পরিস্থিতিতে খুঁজে বের করে নেয়।ট্রেডার হিসেবে আপনাকে যেকোন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে টিকে থাকা শিখতে হবে। হয়তোবা মার্কেট সবসময় ট্রেন্ডে থাকবে না, অথবা মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করছে। দেখা যায় কোন পেয়ার এই মুহূর্তে ট্রেড করার মত অবস্থায় নেই। এইসব পরিস্থিতিতে আপনি কখনোই টিকে থাকতে পারবেন না যদি আপনার কোন ভালো ট্রেডিং স্ট্রাটেজি না থাকে।
-
ফরেক্স মার্কেট এ প্রফেশনাল মানের ট্রেডার নিয়মিত প্রফিট করে।এদের ফরেক্স মার্কেট এর সম্পদ বলা হয়।আমাদের উচিত নিজেদের ফরেক্স মার্কেট প্রফেশনাল মানের ট্রেডার হিসাবেই গড়ে তুলা।এর জন্য প্রয়োজন প্রচুর চর্চা আর ফরেক্স মার্কেট বিষয়ে প্রচুর পড়াশুনা করা।নিজেকে ফরেক্স মার্কেট এ প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই কষ্ট টুকু করতেই হবে।
-
ফরেক্স মার্কেটে প্রাইস অ্যাকশন বা এলিয়ট ওয়েভ দিয়ে সহজ ট্রেডগুলো ধরতে পারবেন। কিন্তু তার আগে উক্ত বিষয়গুলোর উপরে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। আপনি যখন ট্রেড করবেন তখন অনেক ট্রেড সেটআপ আপনার চোখে পড়বে। কিন্তু সবগুলো সহজ ট্রেড হবে না। সিংহ আমাদের এই শিক্ষা দেয় যে মার্কেট থেকে ওই ট্রেডগুলো ধরতে হবে যেগুলোর লাভ হওয়ার সম্ভাবনা প্রবল। এতে করে আপনার লসের ট্রেডের সংখ্যা কমবে এবং লাভের ট্রেডের পরিমাণ বাড়বে। আর আপনি লাভবান হবেন। সাথে করে আপনি এখান থেকে আপনার স্বপ্ন পুরন করতে পারবেন।
-
আমরা জীবনে যেটাই করি না কেন সব কাজই প্রফেশনাল্লী বা সিরিয়াসলি করা উচিত। প্রত্যেক কাজেই কিছু কিছু বাধা বা প্রতিবন্ধকতা থাকবেই তাই বলে দমে যাওয়া যাবে না। সব প্রতিবন্ধকতা পেরিয়ে সামনের দিকে আগাতেই হবে। কঠোর মনোবল, পরিশ্রম এবং ধৈর্যের সাথে ট্রেডিং করে যেতে হবে তাহলে সফলতা সুনিশ্চিত। আপনি যদি ফরেক্স প্রফেশনাললি করেন এবং ফরেক্স সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হন তাহলে মার্কেটের যেকোনো অবস্থা থেকে আপনি প্রফিট বের করে আনতে পারবেন। মার্কেট যদি কনসলিডেশন বা স্থিতিশীল অবস্থায় থাকে তখনও একজন দক্ষ ট্রেডার ট্রেড নেওয়ার উপযুক্ত পয়েন্ট খুঁজে বের করতে পারে।
-
ট্রেডার হিসেবে আপনাকে যেকোন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে টিকে থাকা শিখতে হবে । শিকারের উপর ঝাপিয়ে পড়ে, ঘাড় কামড়ে ধরে সে তার শিকার নিশ্চিত করে । সব সময় লজিকাল দূরত্বে গেলে প্রফিট নিয়ে নিতে হবে ।কথাটির তাৎপর্য হলো ফরেক্স মার্কেটে তারাই সফল যারা যেকোনো পরিস্থিতি অর্থাৎ মার্কেটের যে কোন অবস্থাতেই টিকে থাকতে পারে এবং নিজেকে সক্রিয় ও স্থির বুদ্ধিমত্তায় কাজ করতে পারে এমনটাই বোঝানো হয়েছে। প্রত্যেক সফল ব্যক্তির পিছনে এমনই কিছু স্ট্রাটেজি থাকে। আমাদের সফল হতে হলেও এরকম গুণের অধিকারী হওয়া বাঞ্ছনীয়।
-
ডিং আমাদের ধৈর্যশীল হবার শিক্ষা দেয় । কারন আমি জানি ফরেক্স মার্কেটে টিকে থাকা এতো সহজ কাজ না । ফরেক্স খুব কঠিব কাজ । এখানে খুব সহজে লস হয়ে থাকে । তাই প্রফেশনাল ট্রেডিং আমাদের ধৈর্যশীল হবার শিক্ষা দেয় সাথে সাথে অনেক পরিশ্রম হবার শিক্ষা ও দেয় । আমি প্রফেশনাল ট্রেডার হতে চাই কারন আমি অনেক অনেক আয় করতে চাই ফরেক্স থেকে ।
-
আমি জানি ফরেক্স মার্কেটে টিকে থাকা এতো সহজ কাজ না । ফরেক্স খুব কঠিব কাজ । এখানে খুব সহজে লস হয়ে থাকে । তাই প্রফেশনাল ট্রেডিং আমাদের ধৈর্যশীল হবার শিক্ষা দেয় সাথে সাথে অনেক পরিশ্রম হবার শিক্ষা ও দেয় ।আর আমরা যত বেশি ফরেক্স মার্কেটে পরিশ্রমী হতে পারব তত বেশি লাভবান হতে পারব। আর আমাদের সব সময় মনে রাখতে হবে এই ব্যবসা করতে গেলে আমাদের কখনও ধৈর্য্য ও লোভ লালসা করা যাবে না, তাহলে আমরা কখনও ফরেক্স মার্কেটে লাভবান হতে পারব না। এজন্য আমাদের সব সময় মনে রাখতে হবে।
-
ফরেক্স মার্কেটে প্রফেশনাল ট্রেডিং অর্থ ইনকাম এর একটি কার্যকর হাতিয়ার।প্রফেশনা ট্রেডিং আমাদের কোন কিছু শেখায় না।বরং প্রফেশনাল ট্রেডিং দক্ষতা আমাদের অর্জন করতে হয়।ফরেক্স মার্কেটে অনেক প্রফেশনাল মানের ট্রেডার আছে তারা প্রতিদিন যে প্রফিট করে।আপনি যদি একজন অদক্ষ ট্রেডার হয়ে সেই কাজ করতে যান।ফলাফল কি হবে আমরা সকলেই জানি।এ জন্য ফরেক্স মার্কেটে কে কি করলো সেটে দেখার বিষয় না।আপনি কতটুকু দকতা অর্জন করতে পারলেন সেটাই বড় বিষয়।
-
ফরেক্সে প্রফেশনাল ট্রেডিং আমাদের বাস্তব জীবনে অনেক কিছু শিক্ষা দেয় যা থেকে আমরা সঠিক নিয়মে প্রয়োগের মাধ্যমে বেনিফিট অর্জন করতে পারি। প্রফেশনাল ট্রেডার হতে গেলে পর্যাপ্ত ধৈর্য এবং পরীক্ষার সম্মুখীন হতে হয় যার মাধ্যমে আমরা উক্ত নিয়মাবলী সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করি এবং সেই জ্ঞান অনুযায়ী যথাযথ প্রয়োগ করার মাধ্যমেই প্রফিট করতে পারি শতবার সম্মুখীন হতে হয়। তাই লস প্রতিরোধ করার জন্য আমাদের নিয়মাবলী যথাযথ প্রয়োগের কোন বিকল্প নেই এবং যত বেশি অভিজ্ঞতা অর্জন করা যায় ততই সফলতার সম্ভাবনা বেশি থাকে।
-
ট্রেডার হিসেবে আমাদের সব ট্রেড সেটআপের এন্ট্রি নিলে হবে না। একটা কঠিন ট্রেডের লাভ হওয়ার সম্ভাবনা কম থাকে। ট্রেড করার সময় এই কঠিন ট্রেডগুলো বাদ দিতে হবে। না হলে এইসব ট্রেডের পিছনে আমাদের সমস্ত ইনভেস্ট চলে যাবে এবং আমরা যখন কোন সহজ ট্রেড পাবো তখন তা ধরতে পারব না। সপ্তাহে অল্প কিছু ট্রেড করে আগে পাকা খেলোয়াড় হতে হবে তাহলে পরবর্তীতে দীর্ঘ মেয়াদি ট্রেড করা অনেক সহজ হবে।