পরিশ্রম আর ধৈর্য থাকলেই যে ভাল কিছু হবে তা নয় কারন তাই যদি হত তাহলে গাধা তার পরিশ্রমের কারন এ ঘোড়া থেকেও বেশি সুবিধা পেত । আমি এই কথাটি বলছি কারন আপনি পরিশ্রম আর ধৈর্য নিয়ে ফরেক্স বিষয়ে যা শিখলেন তা যদি আপনি ট্রেডিং এর সময় কাজে না লাগান তাহলে কোন লাভ নেই । বরং আপনি প্রতিনিয়ত লস করে যাবেন । তাই ধৈর্য আর পরিশ্রমের সাথে সেই জ্ঞ্যন কে কাজেও লাগাতে হবে ।