ফরেক্সে আপনি আপনার ইচ্ছামত ট্রেড করতে পারেন । আপনি চাইলে শর্ট ট্রেডও করতে পারেন আবার আপনি চাইলে লং টার্ম ট্রেডও করতে পারেন । এটা আপনার উপর নির্ভর করে আর আপনার একাউন্ট ব্যালেন্স এর উপর । সাধারনত আমাদের যাদের একাউন্ট ব্যালেন্স কম তার শর্ট টার্ম ট্রেড করি । কারন আমরা বেশি ঝুকি নেয়ার সাহস রাখি না । ট্রেড এ লাভ হলেও আমরা ট্রেড ক্লোজ করি যেন আমাদের ট্রেড লসে না যায় । আর ব্যালেন্স বেশি থাকলে আমরা ঝুকি নিয়ে ট্রেড করতে পারি ।