-
আমি অতটা অভিজ্ঞ নই তবুও বলবো আপনি যদি ফরেক্স এ নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে সুস্বাগতম। যারা নতুন তারা আগে ফরেক্স এর ব্যপারে জানতে হবে বিভিন্ন মাধ্যম থেকে, যদি ফোরামকে বেছে নেন সবচেয়ে ভাল হয়। তারপরও অনেক সাইট আছে সেগুলোও দেখতে হবে, ইউটিউব এর ভিডিও দেখে কিভাবে ট্রেড করতে হয় জানতে হবে, ডেমো ট্রেড করতে হবে এবং যাযা শিখবেন ডেমোতে সেগুলো প্রয়োগ করে অত্বস্ত করতে হবে। আসলে ফরেক্স হল চলমান প্রক্রিয়া, এখানে শেষ বলতে কিছু নেই তাই শুধু ভালভাবে চলতে শিখতে হবে।
-
ফরেক্সে সফল হতে হলে সবার উচিৎ হবে প্রথমে ডেমো করে নিজেকে প্রস্তুুত করা। অনেকেই আছে ডেমোতে সমায় বেশি দিতে চায় না। এটা ঠিক না রিয়েল মানি ব্যাবহারের আগে ডেমো করা উচিত। আর ডেমোতে ৬ মাস ধরে করতে হবে। ডেমোতে লাভ হলে, ধীরে ধীরে রিয়েল মানি ব্যবহার করে অল্প অল্প ভলিউম ব্যবহার করুন, একবারে কোটিপতি হতে যাবেন না, তাহলে ভিকারী হয়ে যাবেন। আসল কথা জুয়ার মত করা যাবে না।
-
আপনি যদি ফরক্স মার্কেটে কাজ করতে চান তা হলের আমার পরামর্শ হলো প্রথমে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানে হবে। ফরেক্স মার্কেট অ্যানালাসিস করতে হবে। ডেমো ট্রেড করে নিজেকে দক্ষ করে তুলতে হবে।আর আপনি যদি কোন বিষয় না বুঝেন তা হলে দক্ষ ট্রেডারের কাছ থেকে সাহায্য নিতে পারেন।
-
আপনি প্রথমত নিয়মিত ফোরামের পোস্টগুলো পড়তে থাকেন।এখান থেকেই অনেক কিছু শিখার আছে এবং এর পাশাপাশি ফোরামে নিয়মিত পোস্ট করবেন এতে করে আপনি বোনাস ডলার পাবেন যা দিয়ে ট্রেড করে শিখতে পারবেন এবং লাভবানও হবেন।
-
সর্ব প্রথম ফরেক্স সম্পর্কে ভালোকরে জানতে হবে। লাভের চিন্তা বাদ দিয়ে ডেমো ট্রেড অার মার্কেট এনালাইসিস চালিয়ে যেতে হবে। ধৈর্য্যশীল হতে হবে। প্রতিদিন ফরেক্স এ সময় দিতে হবে পর্যাপ্ত। ঠান্ডা মাথায় ফরেক্স করতে পারলে এখানে টিকে থাকা সম্ভব।
-
ফরেক্স ব্যবসায় করতে সবার প্রথম দরকার ধৈর্য। কারন এখানে লাভ ক্ষতি উভয়ই আছে ফলে হতাশ হয়ে কাজ করলে ধ্বংস ছাড়া কিছুই হবে না। এখানে কাজ করে সফল হতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে হবে। মার্কেট এনালালাইসিস ভালো ভাবে করতে হবে। ফরেক্স নিউজ বুঝতে হবে। এসকল কাজ যদি ভালো ভাবে করা যায় তবে ফরেক্স থেকে যে উপার্জন হবে তা নিজে ও নিজ ফ্যামিলি পরিচালনা করা সম্ভব। ফরেক্স অবশ্যই উপার্জনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
ফরেক্স খুবই ভালো একটি ব্যবসা।যে ব্যবসাটি কিনা যে কেউ করতে পারবে।যে কেউ ই যদি ধৈর্য সহকারে এ ব্যবসা করতে পারে তাহলে তার সফলতা পাওয়া সম্ভব। এ ব্যবসা টি করে যথেষ্ট আয় করা সম্ভব যে কেউ ই এ ব্যবসায় অভিজ্ঞ হতে পারলে যথেষ্ট আয় করতে পারবে।
-
চলার পতে সূ-পরামর্শ দেওয়ার মানুষ খুব কমই পাওয়া যায় । মা-বাবা বা কাছের কোন মানূষ ছাড়া আপনাকে সহজে কেহ সূ-পরামরশ দিবে না । যদি দেয় বুঝবেন তার স্বার্থ নিহীত আছে । ফরেক্সের ক্ষেত্রেও ঠিক তেমন । তারপরও বলতে হয় যে, ফরেক্সে করতে কিংবা ফরেক্সে ট্রেড করতে হলে আগে ফরেক্স সম্পর্কে বিষদ ভাবে ঝানুন বুঝুন শিখুন । তারপর ফরেক্স করতে আসেন । তা না হলে সব হারাবেন ।
-
হ্যাঁ আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করতে পারেন আপনি ফরেক্স মার্কেট এ শুরুর দিকে ডেমো ট্রেড ভাল করে করেন আর আপনি যা শিখলেন তা মার্কেট এ কাজে লাগাতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ খুব কম সময় এ অনেক ভাল করতে পারবেন তাই যখন দেখবেন আপনি ডেমো ট্রেড এ ভাল করছেন তখন আপনি রিয়েল ট্রেড শুরু করলে আপনার ফরেক্স মার্কেট এ সফল হতে খুব বেশি সময় লাগবে না
-
ফরেক্স ব্যবসায় যদি আপনার কাজ করতে ইচ্ছুক হয় তাহলে আমার পরামর্শ হল বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করা এবং তার সাথে সাথে ডেমো ট্রেড চালিয়ে যাওয়া । আমরা কখনোই এ্যানালাইসিস ছাড়া ফরেক্স ট্রেড করব না তাহলেই আমরা ক্ষতিগ্রস্থের মধ্যে পড়ে যাবে । সুতরাং ফরেক্স ট্রেডার হতে হলে দক্ষতার সহিত এবং ধৈর্য্যের সহিত অগ্রসার হওয়া তাহলেই লাভবান হতে পারবেন ।