-
আমি মনে করি ফরেক্সে গোল্ড মার্কেটে ট্রেড করে বেশি লাভ করা যায় যদি গোল্ড মার্কেট সম্পর্কে এনালাইসিস ভালো ভাবে করতে পারলে ।কারণ ফরেক্সে গোল্ড মার্কেটে মার্কেট মুভমেন্ট বেশি থাকে এবং এখানে মার্কেট বেশি ওঠানামা করে।এখানে যদি ভালো এনালাইসিস করা যায় তাহলে অনেক লাভ করা সম্ভব ।
-
আমি ব্যাক্তিগত ভাবে গোল্ড এ ট্রেড করিনা,আমার কাছে গোল্ড ট্রেড খুব রিস্কি মনে হয়,কারণ গোল্ড এর মুভমেন্ট খুব বেশি হয়ে থাকে,তাই গোল্ড এর উপর ভালো দক্ষতা না থাকলে লস এর সম্ভবনা বেশি হয়ে থাকে,তাই আমি সবাইকে গোল্ড ট্রেড থেকে বিরত থাকার কথা বলি,কারন্সি পেয়ার এ ট্রেড করা নিরাপদ।
-
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, তাই আমার এই বিষয়ের উপর ধারণা অনেক কম আছে । তবে আপনাদের আলোচনার মাধ্যমে আমি এই শিক্ষা অর্জন করলাম,, সেটা হলো আমাদের যে কোনো কারেন্সিতে ট্রেড ওপেন করার আগে সেই বিষয়ের উপর ভালো অভিজ্ঞতা অর্জন করা,, তারপর ট্রেড করা ।
-
প্রত্যেকটা ট্রেডার এর নিজস্ব ট্রেডীং স্টাইল আছে। অনেক আছেন যারা শুধু একটা কারেনসিতে ট্রেড করে থাকে। আবার অনেক আছেন যারা একাধিক পেয়ার এ ট্রেড করে থাকে। যারা যার সুবিধামত পেয়ার বেছে নিতে পারে। আর সব কারেনসিতে যে ট্রেড করতে হবে তা নয়। প্রফিট করতে পারলেই যথেষ্ট।
-
মার্কেট বুঝতে পারলে যে কোন মার্কেট এ ট্রেড করে প্রফিট করতে পারবেন। আগে মার্কেট বুঝতে হবে এবং সেই মার্কেট এর মুভমেন্ট পর্যবেক্ষন করতে হবে যদি আপনি বুঝতে পারেন ট্রেড করতে পারেন। তবে গোল্ড একটি শক্তিশালী মার্কেট যত তারাতারি আপনাকে লাভ দিবে তার চাইতেও কম সময়ে আপনাকে লস করবে সুতরাং বুঝার দরকার কি করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো গোল্ড এ ট্রেড করতে হলে আপনার অনেক বেশী ডিপোজিট লাগবে। কারন অনেক বেশী রিস্ক নিতে হবে।
-
আমি মনে করি ট্রেড কোনটাই খারাপ নয় যদি আপনি সেটাকে এনালাইসিস করে নেন তাহলে। তবে একটা বিষয় গোল্ড বা এই জাতীয় যত কারেন্সি রয়েছে এগুলো কোয়েটো কারেন্সি এর স্প্রেড অনেক বেশি থাকে তাই এইসব কারেন্সি দিয়ে ট্রেড করার জন্য ব্যালেন্স অনেক বেশি রাখতে হয়। গোল্ডেন ট্রেড করার জন্য আমি মনে করি কমপক্ষে 1000 ব্যালেন্স থাকলে আপনি জিরো পয়েন্ট পাঁচ দিয়ে একটি ট্রেড করতে পারেন।তবে আমরা যারা নতুন ট্রেডার তাদের জন্য এইসব কারেন্সি দিয়ে ট্রেড করা এই মুহূর্তে উচিত নয় যেসব রেগুলার কারেন্সি রয়েছে সেগুলো দিয়ে ট্রিট করাই বেটার যখন অভিজ্ঞতা হবে তখন এইসব নিয়ে এনালাইসিস করা যাবে বা ট্রেড করা যাবে।
-
গোল্ড ট্রেড করা খুব মজার। কিন্তু ইনস্টাফরেক্স এ গোল্ডে ৬০ পিপ স্প্রেড। সে কারনে আমি গোল্ড ট্রেড করি না। আর যে পেয়ারে স্প্রেড কম সে পেয়ারে ট্রেড করলে ভালো হয়। কারন মার্কেট এ বেশি স্প্রেড ট্রেড করলে বেশি লসে ওপেন হয়। সে কারনে আমরা যেটাতে কম স্প্রেড সেটায় ট্রেড করব।
-
ফরেক্স মার্কেট গোল্ড সবচাইতে বেশি মুভ করে। আপনি এই পেয়ারটি থেকে খুব দ্রুতই প্রফিট নিয়ে বের হতে পারবেন। ফরেক্স মার্কেট এ সব পেয়ার সবসময় মুভ করে না। কিছু পেয়ার আছে যেগুলো রেঞ্জিং করে থাকে। আর সেজন্য রেন্জি করে থাকে। রেন্জিং এর সময় স্কালপিং করা যেতে পারে।
-
একই সময়ে সংবাদ প্রভাব বা স্মার্ট অর্থের প্রভাব হতে পারে এবং আপনি ট্রেডিং বাজারের ক্ষতি থেকে বাঁচেন তবে এর অর্থ এই নয় যে প্রতিবার এটি আপনার পক্ষে কাজ করবে, এতে উপায় আপনার অর্থ পরিচালনা করুন এবং সর্বদা ট্রেন্ডটিকে প্রতিটি ব্যবসায়ীদের সেরা বন্ধু অনুসরণ করুন। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক বলেছেন যে আমাদের ভাগ্য ভাল থাকলে মাঝে মাঝে এমনকি কিক সমর্থন দেয়। আমরা যদি রামা টকিংয়ের সাথে কাজ করি, তবে আমরা যদি ভ্রমণ ও
-
ফরেক্স মার্কেটে গোল্ড ট্রেড দিয়ে করা যাবে না । অামরা যে ট্রেডার গোল্ড দিয়ে ট্রেড করব সেটা অামাদের কাছে রিক্স হয়ে যাবে । অামরা ভালোভাবে এ্যানালাইসিস করব তারপর দেখব যে অবস্থা কি ? অামরা ঠান্ডা মাথায় কাজ করব তহালেই অামরা সফলকাম হতে পারব ।গোল্ড পেয়ারটি খুবই ভোলাটাইল পেয়ার। গোল্ডে ট্রেড করতে হলে আপনাকে অনেক অভিজ্ঞ হতে হবে।