-
ভাই কেউ যদি মনে করেন যে আপনি ফরেএক্সে শুধু মাত্র কিছু ইন্ডিকেটর দিয়েই প্রফিট করেবেন তাইলে আপনি আগেই ফরেক্স হতে ঝরে পরে জাবেন, তবে হ্য আপনি শুধু মাত্র sma দিয়েও প্রফিট করেতে পারবেন, তবে এর জন্য আপনার লাগবে আনেক আধ্যাবসায়। আর পরিশ্যম। এছারা আপনি ফরেক্স এ টিকে থাকতে পারবনে না। ফরেক্স এ আপনাকে একটা পেয়ার কে আনেক ভাবে দেখতে হবে না হলে আপনি আকালেই ঝরে পরেযাবেন ফরেক্স হতে।
-
আমি আপনার সাথে একমত আসলে আমিও মনেকরি যে আপনি রিয়েল একাউন্টে যে কয় ডলার বিনিয়োগ করবেন ঠিক সেই কয় ডলার নিয়ে ডেমো একাউন্টে প্রাকটিস করবেন। তাহলেই আপনি ভাল ফলাফল পেতে পারেন।ফরেক্স মার্কেটে সফল হওয়ার লক্ষন হিসেবে আমার মনে হয় যখন কেও ডিমোতে ট্রেড করার জন্যে যে পরিমান ডলার নিয়ে শুরু করে সে যদি রিয়াল একাউন্ট ও সেই পরিমান একাউন্ট দিয়ে ট্রেড করা শুরু করে তাহলে তার লস হবার সম্ভবনা কম থাকে।
-
ডেমোতে ট্রেড করার সময় মূলধন নিবেন তত ডলার যত ডলার নিয়ে আপনি রিয়েল ট্রেড করতে চান। তাহলে আপনার ফরেক্স প্রাকটিস সহজ হবে।ফরেক্স এর সফল হওয়ার লক্ষন হল, ফরেক্স মার্কেট এর 90% জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। আপনি যত ডলার ইনভেস্ট করতে পারবেন ঠিক ততটুকু ডেমো একাউন্টে নিয়ে প্রাকটিস শুরু করবেন তাহলে মানি ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে।এবং হিসাব ক্ক্রুন যে কয়টা ট্রেড ওপেন করলেন কয়টাই লস বা লাভ করলেন এবং কেন লাভ বা লস করলেন।
-
ফরেক্স থেকে সফল হওয়ার লক্ষণগুলো হলো যেমন, অভিজ্ঞতা, দক্ষতা, পরিশ্রম ও ধৈর্য ধারণ করা। ফরেক্স ফোরামের কঠোর শ্রম ও মেধা প্রয়োগ করা। ফরেক্স ফোরামের প্রতি আত্মবিশ্বাসি হওয়া। সাধারণ জ্ঞান অর্জন করা। ফরেক্স ফোরামের সম্পর্কে এনালাইসিস করা। ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করা। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান অর্জন করা। ফরেক্স এর সকল নিয়মাবলী অনুসরণ করা। তাহলেই ফরেক্স ফোরাম থেকে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব হবে।
-
ফরেক্স মার্কেটের সফল হওয়ার যে সকল লক্ষণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো প্রচুর ধৈর্যশীল হওয়া। আপনি যদি ধৈর্যের মাধ্যমে পর্যাপ্ত অনুশীলন করতে পারেন তাহলে কোনো না কোনো সময় ফরেক্স মার্কেট এ আপনি একজন অভিজ্ঞ ট্রেডার হতে পারবেন। প্রতিটি ট্রেড করার পেছনে পর্যাপ্ত সময় ও নিয়ম মেনে ট্রেড করতে হবে।
ফরেক্স শেখার ও জানার জন্য যদি আপনার অনেক আকাঙ্ক্ষা ও ইচ্ছা থাকে তাহলে ফরেক্স বিষয়ে আপনি জ্ঞান লাভ করতে পারবেন। আর ফরেক্সে সফলতার অন্যতম চাবিকাঠি হইলো ফরেক্সে যোগ্যতা অভিজ্ঞতা অর্জন করা। ট্রেড করার জন্য যদি আপনি সঠিকভাবে এনালাইসিস করতে পারেন তাহলে পড়েছে আপনি সহজেই সফল হবেন।
-
আমার মতে ফরেক্সে সফল হতে হলে ফরেক্স সম্বন্ধে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে। বেশি বেশি ডেমা টেড করে ফরেক্স সম্বন্ধে ধারনা অর্জন করা যায়। রিয়েল একাউন্ট যত দিয়ে শুরু করার ইচ্ছে ডেমো একাউন্ট ও তত দিয়ে শুরু করে লাভ করতে পারলেই রিয়েল একাউন্ট শুরু করা উচিত।
-
ফরেক্স এর সফলতা হওয়ার লক্ষণ গুলো হলো নিজেকে দক্ষতার সাথে কাজ করতে হবে এবং সফলতার সাথে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হবে এবং ব্যবসায় বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হবে তার থেকে নিজেকে সফলভাবে কাজ করে বিজয়ী হতে হবে এবং ফরেক্স মার্কেটের ব্যবসা করতে হলে কি দিতে হবে গ্রাহকের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে এবং ফরেক্স এর সকল নিয়ম কারণ জানতে হবে দরকার হলে ফরেক্স দেমো একাউন্ট এর মাধ্যমে কাজ শিখতে হবে এবং তারপর ফরেক্স করতে হবে এবংফরেক্স এর সকল নিয়ম কানুন আইন অনুসরণ মেনে চলে কাজ করলে সফলতা আসবে এবং ভালো কিছু সুফল পাওয়া যাবে ফরেক্স এর মাধ্যমে।
-
আপনার সাথে একমত প্রকাশ করছি । আমি মনে করি যত ডলার নিয়ে রিয়েল ট্রেড করবেন তত ডলার নিয়ে ডেমোতে প্রকটিস করা উচিত এতে করে ট্রেডারা বুঝতে পারবে যে সে যত ডলার নিয়ে নামবে তত ডলার নিযে নামলে সে মাস শেষে এত পিপস পকেটে ঢুকবে । অন্যথায় বেশী ডলার নিয়ে ডেমোতে ট্রেড করলে তার হিসার রাখা একটু কষ্ট কর হবে ।
-
ফরেক্স এর সফল হওয়ার লক্ষন হল, ফরেক্স মার্কেট এর 90% জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। ফরেক্স মার্কেট এ এনালাইসিস ও ট্টাজেডি ও বাইনারি অপশন দেখে ফরেক্স মার্কেট এর ভাল করে বুঝতে হবে এবং কাজ করলে অবশ্যই ভাল সাফলতা হওয়া যাবে।
-
ফরেক্স ব্যবসার সফলতা মূল কারণ হল দক্ষতা । যে যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ভালোভাবে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য মার্কেট ভালোভাবে এ্যানালাইসিস করার চেষ্টা করব ।