-
ফরেক্স একটি ট্রেড যা ভাল ভাবে শিখতে পারলে ঘরে বসেই আয় করা যায় এবং আত্ন কর্মসংস্থান হয় । ফরেক্স ব্যবসাতে লাভ লস আছে এবং দক্ষতার সাথে ট্রেড করতে পারলে লাভ হবে । তাছাড়া বিনা পুজিতে ফরেক্স ছাড়া অন্য কোন ব্যবসা নাই । তাই বেকার জনগনের জন্য কর্মসংস্থান ।
-
আমার জানা মতে ফরেক্স ব্যবসাহ করি তার কারণ হলো আমাদের পারিবারি কারণ এবং নিজের পড়ালেখার খরচ আমরা নিজেই করতে পারি আমাদের পরিবার থেকে টাকা পয়সা নেয়া লাগে না আমাদের পড়া লেখা নিজের খরচে করতে পারছি ফরেক্স ব্যবসার কারনে আমরা নিজের এবং পরিবারের খরচ চলাতে পারবো তার জন্য ফরেক্স ব্যবসাহ করবো ।
-
ফরেক্স চমৎকার একটি আয়ের উৎস। ফরেক্স ব্যবসা অনলাইনভিত্তিক হওয়ায় ঘরে বসেই ব্যবসা পরিচালনা করা যায়। ফরেক্স থেকে ধারাবাহিক ভাবে গত ৩ বৎসর যাবৎ লাভ করে আসছি।প্রথম ২ বৎসর লস করেছি। লস রিকোভারি করে বর্তমানে লাভে আছি। আমার লাভ নিয়ে আমি সন্তষ্ট। এবং লাভের টাকা নিজের পকেটে আনতে কোন ঝামেলা পোহাতে হয় না। তাই আমি ফরেক্স করি । ফরেক্স ব্যবসা আমার অনেক পছন্দ।ফরেক্সকে ভালবাসার অনেকগুলো কারনের মধ্যে অন্যতম হলো টাকা আয় করা যায়। স্বাধীন পেশা, বর্তমানে পার্টটাইম হিসেবে অতিরিক্ত আয়ের উৎস হলো ফরেক্স। ফরেক্সের আয় থেকে প্রিয়জনের জন্য অনেককিছু করতে পারছি তাই আমি ফরেক্সকে ভালবাসি।
-
আমরা যারা শিক্ষিত বেকার হয়ে পরিবারের বোঝা,সমাজের বোঝা ও দেশের বোঝা হয়ে বসে থাকি,অভিশপ্ত-অলস বেকার জীবন কাটাই প্রকৃতপক্ষে তাদের জন্যই এই ফরেক্স মার্কেট৷এজন্য আমাদের ফোরামে নিয়মিত ট্রেডিং কৌশল গুলো শিখতে হবে এবং পাশাপাশি সেগুলো ডেমো ট্রেডিংএ প্র্যাকটিস করে করে আয়ত্ব করতে হবে,দক্ষ হতে হবে৷একসময় ঠিকই আপনি এখান থেকে নিয়মিত পর্যাপ্ত আয় রোজগার করতে পারবেন-কোনোও সন্দেহ নাই৷
-
অন্যান্য ব্যবসার মত ফরেক্সও একটা ব্যবসা সেকারেই আমরা এটা করি । কেননা এই ব্যবসাটা আপনি ঘরে বসেই শুধু একটা কম্পিউটার নিয়ে আপনি একাই এই ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনাকে কারও কাছে যাওয়ার প্রয়োজন নেই । সঠিকভাবে যদি এই ব্যবসার সবকিছু আয়ত্ব করতে পারেন তাহলে প্রচুর ইনকাম করতে পারবেন, এখানে ইনকামের কোন লিমিটেশন নেই । আমি এখান থেকে অনেক কিছুই অর্জন করেছি ও পেয়েছি । তাইতো এখনও এই ব্যবসার সাথেই রয়েছি ।
-
ফরেক্স এ কাজ করার মূল উদ্দেষ্য টাকা আয় করা। তবে আমরা অনেকে নতুন যখন আসি বুঝতে পারিনা মার্কেট এর ব্যপারে এবং লস করি। প্রথম অনেকে আমরা অস্বাভাবিক একটা আশা নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসি, দেখা যায় আশানুরুপ লাভবান না হতে পেরে ফরেক্স মার্কেট থেকে বিদায় নিই। তবে নতুন যারা মার্কেট এ আসেন ট্রেড করতে তারা যদি একটু ধৈর্য্য সহকারে ফরেক্স ভালভাবে জেনে এবং ডেমো ট্রেডিং করে নিজেদের কে প্রস্তুত করে নিয়ে মার্কেট এ আসেন তাহলে আমার মনে হয় ফরেক্স থেকে আমরা ভাল আয় করতে পারবো। এবং এটা আমাদের ব্যক্তিগত উন্নতি হওয়ার সাথে দেশের ও উন্নতি হবে।
-
ফরেক্স মারর্কেট যারায় করে তারায় টাকা উপার যন করার যোন করে । তেমনি আমিও টাকা উপার যন করতে এসেছি আমার এই ফরেক্স থেকে আনেক বড় আশা । আমি এই ফরেক্স থেকে লাভ করতে চায় ।
-
ফরেক্স এ কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা উপার্জন করা। তবে এই মার্কেট হতে শুধু টাকা উপার্জন করা খুব একটা সহজ ব্যাপার না। টাকা উপার্জন করতে হলে আপনাকে অধিক বেশি পরিশ্রম ও কঠোর ধৈর্য্য সহকারে মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি ধৈর্য্য সহকারে ফরেক্স মার্কেটে ট্রেডিং কৌশল অভিজ্ঞ হয়ে উঠতে পারেন এবং পাশাপাশি টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং মানি ম্যনেজমেন্ট এর মত বিষয়গুলো সঠিকভাবে পর্যালোচনা করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স থেকে লাভবান হতে পারবেন। আর এজন্য আমরা বেশি বেশি ফরেক্স মার্কেটে ব্যবসা করতে চাই।
-
ফরেক্স মারর্কেট যারায় করে তারায় টাকা উপার যন করার যোন করে । তেমনি আমিও টাকা উপার যন করতে এসেছি আমার এই ফরেক্স থেকে আনেক বড় আশা । আমি এই ফরেক্স থেকে লাভ করতে চায় ।
-
আমার জানা মতে ফরেক্স ব্যবসাহ করি তার কারণ হলো আমাদের পারিবারি কারণ এবং নিজের পড়ালেখার খরচ আমরা নিজেই করতে পারি আমাদের পরিবার থেকে টাকা পয়সা নেয়া লাগে না আমাদের পড়া লেখা নিজের খরচে করতে পারছি ফরেক্স ব্যবসার কারনে আমরা নিজের এবং পরিবারের খরচ চলাতে পারবো তার জন্য ফরেক্স ব্যবসাহ করবো ।