-
আমরা ডেমো অ্যাকাউন্টে লাভ করি কিন্তু ট্রেড করতে গেলে মিস করি এর কারণ হচ্ছে আমরা মানুষ একটা প্রেসারে থাকে থেকে আমরা মুক্ত হতে পারে না ঐ টাকা গুলো হারিয়ে যাওয়ার ভয় থাকে ,ফরেক্স শেখাকে বিচার করেন তাহলে আপনি রিয়াল ট্রেড এ লস করবেন । ডেমোতে যেভাবে মন মানসিকতা নিয়ে একাউন্ট টিকাতে পেরেছেন ঐ মন মানসিকতা নিজের মধ্যে ধরে রেখে রিয়াল ট্রেড করতে হবে ।
-
কেন আমরা ডেমোতে লাভ করি, কিন্তু রিয়েল ট্রে
ডেমো অ্যাকাউন্টে লাভ করে না এরকম ট্রেডার খুঁজে পাওয়া মুশকিল। ফরেক্স শেখার শুরুতেই কোন ট্রেডার যখন ডেমো ট্রেড শুরু করেন, তখন লাভের সাগরে সাতার কাটতে থাকেন। কিন্তু যখনই ডেমো অ্যাকাউন্টের সাফল্য দেখে আমরা দ্রুত রিয়েল ট্রেড শুরু করে দেই, তখনই রিয়েল ট্রেডিংয়ে দেখা যায় উল্টো অবস্থা। কিছু কিছু ট্রেডার ভাগ্যক্রমে প্রথমে লাভের দেখা পেলেও, পরে অ্যাকাউন্ট শুন্য করে ফেলেন। আর কিছু ট্রেডার একেবারেই লাভের দেখা পান না। তাহলে আসলে কাহিনী কি? এখানে কি ব্রোকারের কোন কূট চাল রয়েছে? ডেমো সহজ আর রিয়েল কঠিন? নাকি এটা আমাদের নিজেদের মানসিকতার দোষ? ডেমোতে আমরা এমন কিছু করি, যা রিয়েল ট্রেডিংয়ে করি না? আবার রিয়েলে করি, যা ডেমোতে করি না?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
আসলে ফরেক্স এ ডেমো একটি বিশেষ সুবিধা প্র্যাকটিস এবং শেখার জন্য। তবে ডেমো একাউন্টকে ব্যবহার করতে হবে রিয়েল ট্রেড এর মত করে যেমন আপনি যত ডলার ইনভেস্ট করবেন ততটুকু ডলার ডেমো একাউন্ট এ নিবেন আর সাথে মানিম্যানেজমেন্ট ঠিক করে, নাকি এটা আমাদের নিজেদের মানসিকতার দোষ? ডেমোতে আমরা এমন কিছু করি, যা রিয়েল ট্রেডিংয়ে করি না? আবার রিয়েলে করি, যা ডেমোতে করি না?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
সবাই ফরেক্স মার্কেট থেকে লাভ করতে চাই এর জরনে অনেক নতুন ট্রেডার রা এই বিজিনেস এ যুক্ত হই,কিন্তু সবাই এই বিজিনেস থেকে প্রফিট করতে পারে না।জারা ফরেক্স বিজিনেস সঠিক ভাবে লার্নিং করে থাকে তারাই লাভবান হয়ে থাকে,তাই আপনাকে লাভবান হতে চাইলে আগে আপনাকে ফরেক্স নিয়ে অনেক লার্নিং করতে হবে।
-
ফরেক্স মার্কেটে আমরা ডেমো তে যখন প্রাকটিস করি তখন অনেক ডলার আয় করতে পারি কিন্তু রিয়েল একাউন্টে আমরা আয় না করতে পারার কারন হল আমাদের ট্রেড সম্পর্কে মেন্টালিটি ঠিক থাকে না।তাই আমাদের আগে ঠিক করতে হবে মেন্টালিটি টা।
-
এমন ঘটনা প্রায় সকলেরই হয়ে থাকে যে ডেমো একাউন্টে ট্রেড করে প্রফেট করলেও রিয়েল একাউন্টে এ ট্রেড করে সহজে প্রফিট করতে না পারা। এই কিছু কারণ আমি তুলে ধরছি- এগুলোর মধ্যে অন্যতম কারণ হলো ডেমো অ্যাকাউন্ট এ আমরা মার্কেট এনালাইসিস করে বা সিরিয়াস ভাবে ট্রেড করিনা। যেটুকু সিরিয়াস আমরা রিয়েল অ্যাকাউন্ট দিয়ে থাকি। ডেমো একাউন্ট এর লস হইলো আমরা স্বাভাবিক থাকি। কিন্তু রিয়েল একাউন্টে লস হলে আমরা অনেক ক্ষেত্রে অস্বাভাবিক হয়ে যায়। লস মেনে নিতে পারি না। এছাড়া ডেমো অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকায় আমরা বড় লটে ট্রেড করি। যা আমরা সহজে প্রফিট করতে পারি কিন্তু রিয়েল অ্যাকাউন্ট এ ক্ষেত্রে পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় ছোট লটে ট্রেড করে আমরা সেই অনুপাতে প্রফিট করতে পারিনা।
-
লাভ করার কারন আমরা ট্রেড না
বুঝে অন্ধের মত বাই সেল দিয়ে থাকি। কোন
এ্যাকাউন্ট অতিরিক্ত লস এর দিকে গেলে তখন
আমরা আর সে এ্যাকাউন্ট ওপেন করে দেখি না।
পরবর্তীতে যখন ওপেন করে থাকি তখন দেখা যায়
এ্যাকাউন্টে অনেক লাভ হয়েছে। এছাড়াও
ডেমোতে বড় বড় লসে ট্রেড করে থাকি। কারন লস
হলে তো আমাদের কোন সমস্যা হয় না। তাই যখন
ডেমোতে লাভ করি অনেক বেশি লাভ করে থাকি।
আর রিয়েলে ট্রেড করার সময় আমরা বেশি বড় লটে
ট্রেড করি না। লাভ হলে অল্প লাভ নিয়েই ট্রেড
বন্ধ করে দেই কারন ভয় হয় যদি মার্কেট আমাদের
বিপরীত দিকে চলে যায়। তাই আমরা রিয়েলে
বেশি লাভ করতে পারি না।
-
অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু রিয়েলে করতে গেলে প্রথম পর্যায়ে আমরা অনেক ঘাবড়ে যাই। ডেমো হল রিয়েলে ট্রেড এর একটি প্রতিচ্ছবি। আমরা আন্দাজে যেখানে সেখানে ট্রেড ওপেন করি যে, লাভ হলে কি আর লস হলেইবা কি, আমাদের সেন্টিমেন্টা হয়ে যায় তখন এরকম, তাই আমরা ডেমোতে লাভ করি । কিন্ত যখন রিয়েল একাউন্টে ট্রেড নেই তখন আর হিসাব মেলানো যায় না, এর মূল কারন হল আমাদের যোগ্যতা নেই, অভিজ্ঞতার অভাব সেজন্য আমরা রিয়েল একাউন্টে ধরা খাই
-
আপনাকে অবশ্যই তার আগে সমস্যাটি খুঁজে বেড় করতে হবে এবং আপনার বাজে ট্রেডগুলিকে খুটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করতে হবে। অন্যথায়, আপনি আপনার আগের ভুলগুলো পুনরাবৃত্তি করার ঝুঁকিতে থেকেই যাবেন। এই কাজটি করতে আপনাকে শতবার নিরুৎসাহিত করা হলেও, আপনাকে অবশ্যই নিজের ট্রেডিং জার্নালটি খুলতে হবে এবং নিজেকে এই প্রশ্নগুলো করতে হবে: “কেন আমি এই ট্রেডটা নিয়েছিলাম?” “আমি আমার ট্রেডটি ক্লোস করার সময় কি বৈধ সংকেতগুলি অনুসরণ করেছিলাম?”
-
ব্রোকার কর্তৃক ডলার তাই সেটা আমরা গুরুত্ত দেই না। কিন্তু যখন লাইভ করি তখন সিরিয়াস হই। আসলে আমরা যদি প্রথম থেকেই সিরিয়াস ভাবে ডেমো করি তাহলে আমাদের জন্য আর|ো দক্ষতা বয়ে আনেবে।ডেমো একাউন্টের মত এত অধিক পরিমাণে টাকা ডিপোজিট করা সম্ভব হয়না বলে অতিরিক্ত লিভারেজ ব্যবহার করে বড় লট এ ট্রেড ওপেন করা হয় ফলে মার্জিন অনেক কমে যায় , তাই মার্কেট প্রাইস সামান্য বিপরীতে গেলেই ট্রেডটি লসে ক্লোজ হয়ে যায় । অনেক লস ট্রেডটির সাথে একাউন্ট ব্যালান্স জিরো হয়ে যায়। তাই রিয়েল একাউন্টে লস ট্রেড বেশি হয়।