আমি ফরেক্স এ নতুন। আমি যতটুকু জানি, আমার মতে ফরেক্স এ দরকার ধরয্য, দক্ষতা, আর কিছু টেকনিক। আমার মতে এইগুলো যেই ট্রেডার এর ভিতর থাকবে সে অবশ্যই ট্রেড এ সফল হতে পারবে। আর এর জন্য দরকার তাকে প্রচুর ডেম ট্রেড করা। আর ফরেক্স সম্পরকে অনেক দক্ষতা অরজন করা। কারন ফরেক্স সম্পরকে ধারনা না থাকলে সে ফরেক্স এ লাভ করতে পারবে না, উল্টো লস করবে।