-
ইন্সটা ফরেক্স ট্রেডিং ব্রোকার এর বোনাস ডলার একাউন্ট ভেরিফাই করা ছাড়া অন্য কোনো লাইভ একাউন্ট এ ট্রান্সফার করা যাবেনা আপনার একাউন্ট টি অবশ্যই ভেরিফাই থাকতে হবে তাহলে আপনি আপনার একাউন্ট এর ডলার আপনার অন্য রিয়াল একাউন্ট এ ট্রান্সফার করতে পারবেন তবে বোনাস এমাউন্ট নয় বোনাস দিয়ে ট্রেড করে প্রফিট করতে হবে তারপর আপনি আপনার প্রফিট এমাউন্ট টি আপনার রিয়াল একাউন্ট এ ট্রান্সফার করতে পারবেন যেমন আপনি বোনাস পেলেন ১২০ ডলার আপনি একটি ট্রেড ওপেন করে প্রফিট করলেন ২০ ডলার আপনি আপনার ওই ২০ ডলার আপনার রিয়াল একাউন্ট এ ট্রান্সফার করতে পারবেন
-
ফরেক্সে ফোরাম পোস্টের মাধ্যমে আমারা বোনাস পায়। যা দিয়ে পরবর্তীতে ফরেক্সে আমারা লাইভ করি। কিন্তু অনেকে ফরেক্সের বোনাস কিভাব লাইভ একাউন্টে যাই যানে। বোনাস পাওয়া ডলার ইন্সটা ফরেক্সের লাইভ একাউন্টে প্রতি মাসের ৫-৭ তারিখের মধ্যে অটোমেটিক জমা হয়ে যায়
-
স্যার আমি আপনার প্রশ্ন সম্পর্কে একদম ক্লিয়ার না। তবে আপনি এই ফোরাম থেকে বোনাস মানি আপনার ইনস্টাফরেক্স একাউন্ট-এ প্রতি মাসে ট্রান্সফার করতে পারবে। উল্লেখ্য যে এটা অটোমেটিক ভাবে হয়ে থাকে। কিন্তু প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে যে ফোরাম একাউন্ট এর সাথে ট্রেডিং করছেন কিনা!!!
-
প্রথমে আপনি ইন্সটাফরেক্সে একটি লাইভ একাউন্ট খুলে ওই একাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ফোরাম একাউন্টে এটাস্ট করে দিবেন। তার পর মাসের প্রথমে অটোমেটিক লাইভ একাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এবং সেটা দিয়ে তখন আপনি ট্রেড করে প্রফিট করে নিতে পারবেন। ধন্যবাদ
-
প্রথমে আপনাকে লাইভ একাউন্ট খুলতে হবে তারপর সেই একাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড ফোরাম এ যুক্ত করতে হবে। তারপর সেই একাউন্টে পরবর্তী মাসের প্রথমদিকে প্রাপ্ত বোনাস লাইভ একাউন্টে ট্র্যান্সফার হয়ে যাবে। তারপর আপনি ট্রেড করতে পারবেন। ধন্যবাদ
-
প্রথমে আপনি ইন্সতাফরেক্সে একটি লাইভ একাউন্ট খুলবেন এবং সেখানের একটি ট্রেডিং নাম্বার এবং পাসওয়ার্ড থাকবে। তারপর সেটি ফোরামে যুক্ত করে দিবেন। যুক্ত করা হয়ে গেলে কাজ শেষ। মাসের প্রথমদিকে আপনার বোনাস লাইভ একাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। সেটি দিয়ে ট্রেড করে প্রফিট করতে পারবেন।
-
কয় তারিখ এর মধ্যে বোনাস ফরেক্স একাঊন্টে জমা হবে? আর আমি যদি আলাদা করে লাইভ একাউন্টে কোন ডলার জমা না করি, তাতেও কি কাজ হবে?
-
আপনি এই বোনাস ডলারের মাধ্যমে ট্রেড করে যে মুনাফা লাভ করবেন তাই কেবল মাত্র ট্রান্সফার করতে পারবেন। আপনি সরাসরি সেই বোনাস ব্যালেন্স আপনার রিয়েল একাউন্টে নিতে পারবেন। রিয়েল একাউন্টে নিতে হলে হলে আপনাকে একাউন্ট ভেরিভাই করে, তারপর বোনাস ব্যালেন্স দিয়ে আপনাকে ট্রেড করতে হবে।
-
আপনি ফোরাম বোনাস আপনার ইন্সটা ফরেক্স এ যোগ করতে পারবেন, কিন্তু তুলতে পারবেন না। তবে সেই বোনাস দিয়ে ট্রেড করে যা বোনাস পাবেন তা তুলতে পারবেন। এর জন্য আপনার ইন্সটা ফরেক্স এর একাউন্ট ২য় লেবেল পযন্ত ভরিফাই করতে হবে।
-
আমার জনা মতেআপনি ফোরাম পোস্টিং করে যে
বোনাস পাবেন তা কখনো
উঠাতে পারবেন না , আপনি যদি
আপনার ফোরাম অ্যাকাউন্টের সাথে
ইন্সটাফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট এট্যাচ
করেন রাখেন তাহলে পোস্টিং
বোনাস প্রতি মাসের ১-৭ দিনের
ভিতরে চলে যাবে এবং তা দিয়ে
ট্রেড করে যে প্রফিট পাবেন তা
আপনি সহজেই তুলে নিতে পারবেন