ফরেক্স মার্কেট এ ট্রেড করলে একই সাথে দুইটি দেশের কারেনসি ট্রেড করা হয়। একটা কারেনসি বাই করে আরেকটি কারেনসি সেল করাই ফরেক্স এর কাজ। একটি দেশের মুদ্রার বিপরীত ভাবে আরেকিট দেশের মুদ্রার মান পরিবর্তন হয়ে থাকে।
Printable View
ফরেক্স মার্কেট এ ট্রেড করলে একই সাথে দুইটি দেশের কারেনসি ট্রেড করা হয়। একটা কারেনসি বাই করে আরেকটি কারেনসি সেল করাই ফরেক্স এর কাজ। একটি দেশের মুদ্রার বিপরীত ভাবে আরেকিট দেশের মুদ্রার মান পরিবর্তন হয়ে থাকে।
ফরেক্স মার্কেট আমার একটা মার্কেট যেখানে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়।লক্ষ্য করলে দেখবেন ফরেক্স একটি দেশের মুদ্রা কে অন্য একটি দেশের মুদ্রার সাথে বিবেচনা করে কেনা বেচা করা হয়।ফরেক্সে এই দুটি ভিন্ন মুদ্রার একত্র যুগলকেই কারেন্সি পেয়ার বলা হয়।ফরেক্স মার্কেটে শতাধিক কারেন্সি পেয়ার রয়েছে তবে তাদের মধ্যে মেজর কারেন্সি পেয়ার প্রায় ৪০ টার মত।
ফরেক্স ট্রেডিং হচ্ছে একই সাথে একটি কারেন্সি ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়। এই কারেন্সি কোন ব্রোকার বা ডিলারের মাধ্যমে সফটওয়্যার এর সাহায্যে পেয়ার বা জোড়ায় ট্রেড করা হয়। যেমন: ইউরো ও ইউএস ডলারের জোড় পেয়ার হচ্ছে, ফরেক্সে এই দুটি ভিন্ন মুদ্রার একত্র যুগলকেই কারেন্সি পেয়ার বলা হয়।ফরেক্স মার্কেটে শতাধিক কারেন্সি পেয়ার রয়েছে তবে তাদের মধ্যে মেজর কারেন্সি পেয়ার প্রায় ৪০ টার মত।
আমার মতে, কেনা বেচা উভয় ক্ষেত্রেই কোনও পার্থক্য নেই যেখানে এটি এখনও লাভ অর্জন করতে পারে। উভয় অবস্থানের গতি একই যেখানে সেখানে ক্রেতা এবং বিক্রেতা রয়েছে। ক্রেতা যদি বিক্রেতার চেয়ে অনেক বেশি বড় হয় তবে দামটি সরাসরি উপরে চলে যাবে। সুতরাং এটি নির্দিষ্ট মুদ্রার চাহিদা এবং সরবরাহের উপর নির্ভর করে।
কারেন্সি পেয়ার হচ্ছে ফরেক্স মার্কেটের মূল ভিত্তি। অর্থাৎ বৈদেশিক মুদ্রা নিয়ে যে বাজার গড়ে উঠে সেটাকে কারেন্সি পেয়ার বলে। মূলত কারেন্সি পেয়ারের মূল উদ্দেশ্য হচ্ছে একটি দেশের মুদ্রার সাথে আরেকটি দেশের মুদ্রার বিনিময়কে বুঝায়। যখন আপনি ফরেক্স মার্কেটে একটি কারেন্সি পেয়ার ক্রয় করবেন তখন তার বিপরীতে অন্য আরেকটি পেয়ারকে বিক্রয় করা হবে। আর এই দুটো কাজের সাথে যে সম্পর্ক যুক্ত থাকে তখন তাকে কারেন্সি পেয়ার বলা হয়। যেমন: Eurusd, gbpusd, jpyusd ইত্যাদি এগুলো সবই কারেন্সি পেয়ার।
আসলে আমার জানা মতে, ফরেক্স মার্কেট আমার একটা মার্কেট যেখানে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়।লক্ষ্য করলে দেখবেন ফরেক্স একটি দেশের মুদ্রা কে অন্য একটি দেশের মুদ্রার সাথে বিবেচনা করে, কারেন্সি পেয়ার হচ্ছে ফরেক্স মার্কেটের মূল ভিত্তি। অর্থাৎ বৈদেশিক মুদ্রা নিয়ে যে বাজার গড়ে উঠে সেটাকে কারেন্সি পেয়ার বলে। মূলত কারেন্সি পেয়ারের মূল উদ্দেশ্য হচ্ছে একটি দেশের মুদ্রার সাথে আরেকটি দেশের মুদ্রার বিনিময়কে বুঝায়।
ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন দেশের কারেন্সি উপর ট্রেড করে আয় করে থাকি। এসকল কারেন্সি গুলো কে বলা হয় ইনডেক্স। একটি দেশের কারেন্সি সাথে যখন অপর একটি দেশের কারেন্সি যুক্ত হয় যে আকার ধারণ করে সেটিই হল কারেন্সি পেয়ার। যেমন যুক্তরাষ্ট্রের কারেন্সি পেয়ার হল ইউএসডি এবং জাপানের কারেন্সি হল জাপানি ইয়েন। এ দুই দেশের কারেন্সি মিলে আমরা যে পেয়ার পায় সেটি হল ইউএসডি জেপিওয়াই। এটি হলো একটি পেয়ার। এছাড়াও রয়েছে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, সিএডি ইউএসডি এছাড়াও অনেক পেয়ার রয়েছে। ফরেক্স ট্রেড করার জন্য পেয়ার সিলেকশন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি সঠিক পেয়ার সিলেক্ট করতে না পারেন তাহলে সহজে প্রফিটেবল হতে পারবেন না।
ফরেক্স মার্কেটে ট্রেডিং এর মূল ভিত্তি বা একক হলো কারেন্সি পেয়ার। ফরেক্সে সাধারনত দুটি দেশের মুদ্রার মধ্যে ক্রয়-বিক্রয় হয়ে থাকে। এই দুটি দেশের কারেন্সি যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাই হলো কারেন্সি পেয়ার। ফরেক্স ট্রেডিং হলো একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়। কারেন্সি কোন ব্রোকার বা ডিলারের মাধ্যমে পেয়ার বা জোড়ায় ট্রেড করা হয়।
উদাহরনসরুপঃ- ইউরো ও ইউএস ডলারের জোড় eur/usd অথবা ব্রিটিশ পাউন্ড বা জাপনিজ ইয়েন এর জোড় gbp/jpy. আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন আপনাকে পেয়ার বা জোড়ের মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে হবে।
ফরেক্স ট্রেডিং হচ্ছে একই সাথে একটি কারেন্সি ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়। এই কারেন্সি কোন ব্রোকার বা ডিলারের মাধ্যমে সফটওয়্যার এর সাহায্যে পেয়ার বা জোড়ায় ট্রেড করা হয়। যেমন: ইউরো ও ইউএস ডলারের জোড় পেয়ার হচ্ছে eur/usd অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় gbp/jpy ।
ফরেক্সের মৌলিক ভিত্তি হ'ল অর্থের জুড়ি। নগদ অর্থ না মিলে বিনিময় আশা করা অবাস্তব। আমরা মৌলিকভাবে একটি নগদ এবং অন্যটির মূল্য ট্যাগের মধ্যে পার্থক্যটি বিনিময় করি। ফরেক্সে সাধারণত দুই ধরণের নগদ মিল রয়েছে। বিশেষত: প্রধান কারেন্সি পেয়ার এবং ক্রস কারেন্সি পেয়ার। আরও দুটি কি, এই দুটি আর্থিক মানদণ্ডের সূচনার পার্থক্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত, আমরা এইটির উপর নির্ভরশীল অর্থের পার্থক্যটি অনুমান এবং বিনিময় করি exchange