-
মোঃ আনোয়ার হোসেন
ফরেক্সে থেকে গৃহিণীরা বসায় বসে পরিবার এর জন্য সাহায্য করতে পারে, তেমনি চাকুরিজীবী মহিলারা অফিসে বসে কাজের ফাকে বা বসায় অবসর সমায় ফরেক্সে করে পরিবার এর জন্য অনেক অবদান রাখতে পারেব বলে আমি আশা করি। বিশেষ করে গৃহিণীর জন্য ফরেক্সে একটি অন্যতম অ্যায়ের উৎস।
তারা এ বিষয়ে ভালভাবে ধারনা নিয়ে শুরু করলে সবচেয়ে বেশি লাভমান হবে বলে আমি আশাবাদ করি।
-
আমার মনে হয় ফরেক্স গৃহিণীদের জন্য অনেক বড় একটা সুবিধাজনক বিজনেস। কারন তারা বেসিরভাগ সময় বাসাই থাকে। তাই তারা যেকোনো সময় ফরেক্স করতে পারবে। সুধুমাত্র ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে। তাই তারা বাসাই থেকে অনেক টাকা ইনকাম করতে পারবে।
-
ফরেক্স থেকে অবসসই সুবিধা পাবেন যদি আপনি ভাল করে ফরেক্স সিখতে পারেন । মনে রাখবেন ফরেক্স একটি বাবাশা যেখান থেকে আয় করে আপনি আপনার পরিবার এবং নিজেকে আর্থিক ভাবে সছল করতে পারেন । তাই এই ফরেক্স কে পেশা হিশাবা নিন এবং ভাল আয় করুন।
-
ফরেক্স গৃহিণীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গৃহিণীরা ঘরের কাজ শেষ করে তাদের ফ্রী সময়ে যদি তারা ফরেক্স করতে পারে তাহলে তারা অনেক প্রফিট করতে পারবে। শুধু তাই না, তারা ঘরে বসে আন্তর্জাতিক মুদ্রা সম্পর্কে অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ
-
ফরেক্স ট্রেড সকলের করার অধিকার রয়েছে । এখন পরিবারের গৃহিণীরা বাসাই বসে ফরেক্স করে অনেক মুনাফা আয় করতে পারে । তারা পরিবারের কাজের পাশাপাশি অনেক সময় পেয়ে থাকে ঐ সময় টা তারা ফরেক্স মার্কেট এর উপর দিলে অনেক অর্থ আয় করার সুযোগ পাবে । এতে তারা নিজের আর্থিক চাহিদা মেটাতে সক্ষম হবে এবং তারা নিজের পায়ে দারাতে পারবে ।
-
আমরা জানি ফরেক্স মারকেটে সকল ষ্রেনি পেশার মানুষ অ্যান্ড সকল দেশের মানুস কাজ করতে পারেন । ফরেক্স মারকেটে নারি পুরুষ বেদা বেদ নেই । এক কথা যে কেও ফরেক্স মারকেটে কাজ করতে পারেন ।
নারি রাও ফরেক্স কাজ করে বেকারত দূর করতে পারেন । পরিবারে আর্থিক ভাবে সাহাজ্জ করতে পারেন । ঘরে বসে ফরেক্স মারকেটে কাজ করা জাই তাই নারি দের জন্য ভাল একটা প্লাটফরম ।
-
মইনুদ্দিন আহ্মেদ
ফরেক্স ত্রাদ মারকেত সবার জন্ন উম্মুক্ত। এখানে মোটামুটি শিক্ষিত সবাই কাজ করে আয় করতে পারে। আমাদের দেশ এর অনেক গিরিহিনি শিক্ষিত এবং অনেকে আছেন বিভিন্ন পেশায় নিয়োজিত কিন্তু অনেকে পরিবারের কাজ নিয়ে থাকনে । এদের জন্ন ফরেক্স একটি ভাল জায়গা যেখান থেকে তারা সহজে কিছু আয় করতে পারে। প্রবারের কাজ শেষে তাদের অনেক অবসর সময় থাকে, তাই তারা যদি ফরেক্স সম্পরকে ভাল করে জেনে ডেমো ত্রাদ করে অভিজ্ঞতা অর্জন করতে পারে তাহলে অনায়াসে তারা ও ফরেক্স মারকেত এ কাজ ক্রে আয় করতে পারে।
-
আমি মনে করি ফরেক্স থেকে গৃহিনিরাই সবচায়তে ভালো সুবিধা নিতা পারে কারন ফরেক্স করতে ধয্র্য ও অনেক সময় প্রয়জন তাই গ্রহৃনিরা হয় ধয্যশীল ও তাদের হাতে অনেক সময় থাকে তারা অণ্য কাজ করে সময় কাটাই তাই আমি বলবো যে তারাই এই ব্যবসায় সবচায়তে ভালো করতে পারবে। তাই যারা গ্রহৃনি আছেন বা আপনাদের বাসায় যদি কেউ থাকে তাহলে তাদের ফরেক্স এর প্রতি উতসাহা প্রদান করেন ।
-
আমরা আমাদের চারিপাশে তাকালে দেখব যে, আমাদের চেয়ে যে দেশ গুল উন্নত সেখানে নারি পুরুষ সবাই তাদের পেশার সাথে তাল মিলিয়ে চলছে। ফরেক্স বিজনেস থেকে আমি মনে, গৃহিণীরা খুব বেশি সুবিধা পেতে পারে এবং তারা তা উনাদের বাসায় বসে নিজের ইচ্ছা মত কাজের পাশাপাশি করতে পারেন। এতে পরিবার অনেক ক্ষেত্রে উপকারি হবে। ফরেক্স বিজনেস এ বয়সের , পেশার , নারি , পুরুষের কোন বেদাবেদ নেই । এখানে যারা উনাদের মেধা ফরেক্স এ কাজে লাগাতে পারে উনাদের পক্ষে ই সম্ভব ভালো কিছু করা । তাই আমি মনে করি মেয়েদের এই মার্কেটে এগিয়ে আসা উচিত।
-
অবশ্যই তারা অনেক শুবিধা নিতে পারবেন। তবে গৃহিনীদের প্রথমে কিছুদিন ভালভাবে শিখে এবং ডেমোপ্রাকটিস্ করে ফরেক্স ট্রেডিং করতে হবে। তাদের হাতে প্রচুর সময় থাকে আর এই বিজনেস দিয়ে অল্প সময়ের মাধ্যমে তারা অনেক টাকা ইনকাম করে পরিবারে অনেক ভুমিকা পালন করতে পারেন