আমি যতটুকু জানি একটি নিউজের উপর ভিত্তি করে যখন মার্কেটে বা ফরেক্স বাজারে ট্রেড চলতে থাকে তখন বাজার একটি নির্দিষ্ট ট্রেন্ডে চলতে থাকে। এভাবে চলতে চলতে যখনই নতুন কোন নিউজ চলে আসে তখনই আবার ফরেক্স বাজার নতুন ট্রেন্ডে চলতে থাকে।
Printable View
আমি যতটুকু জানি একটি নিউজের উপর ভিত্তি করে যখন মার্কেটে বা ফরেক্স বাজারে ট্রেড চলতে থাকে তখন বাজার একটি নির্দিষ্ট ট্রেন্ডে চলতে থাকে। এভাবে চলতে চলতে যখনই নতুন কোন নিউজ চলে আসে তখনই আবার ফরেক্স বাজার নতুন ট্রেন্ডে চলতে থাকে।
ফরেক্স মার্কেট সবদা পরিবর্তনশীল। মার্কেট কখন সাভাবিক নিয়মে চলে না। তার রিতিতে চলা ফেরা করে থাকে। কারন যখন মার্কেট কন ট্রেন্ড হয়ে থাকে যখনি বুজবেন তার কন না কন অবস্থার পরিবতন হয়েছে। আর কখন পরিবর্তন হয় যখন তার দেশের অর্থনয়তিক অবস্থার পরিবতন হসছে। আর এই পরিবর্তন হল ট্রেন্ড পরিবতন নামে পরিচিত।
ফরেক্স মার্কেটে যখন কোন কারেন্সির দাম কমে যায় অথবা বেড়ে যায় তখনই মার্কেটের টেন্ড পরির্বতন হয়।হাই ইমপেক্ট নিউজ যখন পাবলিস্ট হয় তখনই মার্কেটের টেন্ড পরির্বতন হয়।তাছাড়া অনেক সময় মার্কেটের মুভমেন্ট খুবই কম থাকে অথাৎ সাইড ওয়েতে চলতে থাকে এভাবে অনেকক্ষন চলার পরে হঠাৎ টেন্ড পরির্বতন হয়।ধন্যবাদ
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । মার্কেটে আমার অভিজ্ঞতা বেশি দিনের নয় । সাধারনত ফরেক্স মার্কেটে ট্রেন্ড পরিবর্তন দুটি কারনে । প্রথমটি হল মার্কেটে যখন অধিক পরিমান ট্রেডার বাই করে তখন ট্রেন্ড ডাউন হয়ে যায় এবং মার্কেটে যখন অধিক পরিমান ট্রেডার সেল করে তখন ট্রেন্ড আপ হয়ে যায় ।
মারকেটের ট্রেন্ড বিভিন্ন কারনে পরিবরতন হয়ে থাকে।তার মদ্ধ অন্যতম হল কারেন্সি গুলার মেজর নেওজ রিলিজ হওয়া।যেমন কয়েকদিন আগে স্কটলেন্ড ও আয়ারল্যান্ড ব্রিটেন হতে প্রিথক হয়ে জাওয়ার খবরে পাওন্ড এর এক বড় ধরনের পতন হয়।
ফরেক্স মার্কেটের মুভমেন্ত সাধারণত নিউজের উপর নির্ভর করে । নিউজ জদি পজিটিভ হয় তাহলে মার্কেট উপরের দিকে যায় আর নিউজ নেগেটিভ হলে মার্কেট ডাউন ট্রেডে চলে যায় ।তাই আমাদের টেকনিক্যাল আনালাইসিস ভাল করে বুঝতে হবে ।
মার্কেটের ট্রেন্ড যে কোন সময় পরিবর্তন হতে পারে তবে বিশেষ করে যখন কোন নিউজ বা সিগনাল পরিবর্তন হয় তখন ট্রেন্ড পরিবর্তন হওয়ার সম্ভবনা বেশী থাকে
এ ই রকম অবস্থায় ট্রেড না করাই ভাল। প্রথমে মার্কেট কোন দিকে মুভ করে সেই দিকে খেয়াল রেখে ট্রেড করতে হবে।।।
আমি জানি ফরেক্স এমন একটি মার্কেট যেখানে বৈদেশিক মূদ্রা কেনা বেচার হয়। ফরেক্স মার্কেটে সাধারনত প্রধান দুইটি কারণে ট্রেন্ড পরিবর্তন হয়ে থাকে। একটি হলো মার্কেটে একটি কারেন্সি পিয়ারে অনেক বায়ার সংখ্যা বেড়ে যাওয়া। কারন অনেক সময় বায়ারের সংখা বেশী থাকার কারনে এমন টি করে থাকে।তাই আমাদের অনেক কৌশলী হতে হবে। আবার মার্কেট এ যখন সেলার এর সংখা অনেক বেশি বৃদ্ধি পায় তখন মার্কেট ওই জায়গা থেকে আপ ট্রেন্ড শুরু করে।
কিছু কিছু সময় অর্থনৈতিক কারনে আবার কিছু সময় বায়ারসদের কারনে ফরেক্স মার্কেট এর ট্রেন্ড উঠা নামা করে। ট্রেন্ড হল ফরেক্স মার্কেট এর সাধারণ গতিবিধি আর এ জন্য ফরেক্স মার্কেটএ যেকোনো সময় ট্রেন্ড উঠা নামা করে।
ফরেক্স বাজার প্রতিমুহূর্ত পরিবর্তনশীল।। আমার মতে ফরেক্স বাজার এর কারেন্সির পরিবরতন হয় সে দেশের অর্থনয়তিক অবস্থার উপর।। ফরেক্স বাজারে প্রতিদিন আমাদের কারেন্সির মুল্য এক্টা নির্দিষ্ট পরিমাণ উঠানামা করে।।।