-
যখন মার্কেটে কোন নিউজ থাকে না তখন সাধারণত বড় কোন একটা মুভমেন্ট অপেক্ষা করে থাকে । তাই সেই সময় বড় কোন ট্রেড করা উচিত না । যদি খুব দরকার না হয় আমার মত হচ্ছে ট্রেড না করা । আর যদি করাই লাগে তাহলে স্ক্যাল্পিং করুন । শুধু টেকনিক্যাল এনালাইসিস করেই কাজ চলবে ।
-
মার্কেট এ যখন কোনো নিউস প্রকাশিত হয় তখন মার্কেট অনেক বড় ধরনের জাম্প করে ট্রেন্ড এর পরিবর্তন ঘটে। আর না হলে মার্কেটের গতিও হ্রাস পায় এবং প্রায় নিউট্রাল একটা পর্যায় চলে যায়। তখন আপপনি মার্কেট এনালাইসিস করে ট্রেড করুন।
-
আমিও নাইম ভাইএর সাথে এক মত। তখন তেকনিকাল এনালিসিস করলেই চলে জাবার কথা। ত্রিভুজ বা এম সহ নানা রকম উপায় দিয়ে ট্রেড করা জেতে পারে। আর তখন স্কাল্পিং করাই সবচে ভাল কাজ হবে। কারন মার্কেট কন্দিকে যাবে ত বলা যাই না। মেরকেত নামতেও পারে আবার উথতেও পারে।
-
নিউজ না দেকে ত্রিএদ করা জাভে না মভেমেন্ত এর জন্য ওয়েট করতে হবে ।আর করতে হুলে শুধু টেকনিক্যাল এনালাইসিস করেই কাজ চলবে আএতা করে লভে বেসি হবে না কিন্তু লস ও হবে না ।
-
ফরেক্স মার্কেটে যখন কন নিউজ না থাকে তখন ফরেক্স মার্কেটে মুভমেন্ট কম থাকে মার্কেটে মুভমেন্ট কমে জায় তবে মারকেট সবসময় কম বেশি মুভমেন্ট করতে থাকে তাই নিউজ ছাড়া মারকেট খুভ কম মুভমেন্ট করে আর নিউজ হলে মারকেট মুভমেন্ট বেড়ে যায়।
-
আমার মতে যখন কোন নিউজ না থাকে, তখন ফরেক্স মার্কেটের প্রাইজ মুভমেন্ট করে, মধ্য গতিতে, আবার কখনো মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে উঠানামা করতে থাকে, তো আপনি যদি ইচ্ছা করেন, তাহলে তখন ট্রেড করার জন্য ভালো সুযোগ পেতে পারেন আর বেশিরভাগ ট্রেডার ঐ সময়টাকে কাজে লাগিয়ে ট্রেড করে, আর ভালো প্রফিট করতে পারে।
-
আমি ফরেক্র এ নতুন তাই আমি বলবো যে *যখন মার্কেক লোক না থাকে তখন মার্কেট মুভকরে সেল ও বাইয়র উপর কতজন মার্কেপট আছেসেই দিক টা নির্ভর করে মার্কেক মুভ করে। তাই টেৃড করার অগে খুব ভেবে চিন্তে ট্রেড করতে হবে।
-
মার্কেট মুভ করায় বর বড় ব্যাংক এবং হেজ ফান্ড গুল। নিউজ মার্কেট মুভ করায় না বরং নিউজ দেখে বড় বড় ব্যাংক গুল শিন্ধান্ত নেয় যে তারা তাদের ধরে রাখা মুদ্রা সেল করবে নাকি বাই করবে।
-
মার্কেট মুভ করায় বর বড় ব্যাংক এবং হেজ ফান্ড গুলো । মার্কেট এ যখন কোনো নিউস প্রকাশিত হয় তখন মার্কেট অনেক বড় ধরনের জাম্প করে ট্রেন্ড এর পরিবর্তন ঘটে। আর না হলে মার্কেটের গতিও হ্রাস পায় এবং প্রায় নিউট্রাল একটা পর্যায় চলে যায়। তখন আপপনি মার্কেট এনালাইসিস করে ট্রেড করুন।যখন মার্কেt লোক না থাকে তখন মার্কেট মুভ করে সেল ও বাইয়ের উপর কতজন মার্কেট আছেসেই দিক টা নির্ভর করে মার্কেট মুভ করে
-
জায়।ফরেক্স মার্কেটে যখন কন নিউজ না থাকে তখন ফরেক্স মার্কেটে মুভমেন্ট কম থাকে কারন ফরেক্স ফরেক্স মার্কেট সবচেয়ে বেশি মুভমেন্ট করে ফরেক্স নিউজ যখন থাকে তখন ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খলা থাকে এর মধ্যে বাকি সময় মুভ কম থাকে।